বাংলাদেশে নতুন স্মার্টফোন ব্র্যান্ড ইউমিডিজি বাংলাদেশের বাজারে উন্মোচন করল ‘জি-নাইন’ ফাইভজি মডেল। সময়োপযোগী প্রযুক্তি ও ডিজাইনের বৈচিত্র্য সংমিশ্রণে তৈরি মডেলটি দামে সাশ্রয়ী ও ভোক্তাবান্ধব।

গতিশীল পারফরম্যান্স, দীর্ঘস্থায়ী ব্যাটারি ও মানোন্নত ক্যামেরা প্রযুক্তি রয়েছে মডেলে। গ্রাহককে প্রতিদিনের স্মার্টফোন অভিজ্ঞতাকে সাশ্রয়ী, সহজ ও গতিশীল করবে। বাজেটবান্ধব ফিচারে ফাইভজি ঘরানার মডেলটি মধ্যবিত্তের সাধ ও সাধ্যকে পরিপূর্ণতা দেবে বলে নির্মাতারা জানান।

জানা গেছে, ফাইভজি সমর্থন করবে ‘জি-নাইন’ মডেল। ফাইভজি ঘরানার মডেলে আছে ১২ জিবি র‌্যাম (৬ জিবি ভার্চুয়াল র‌্যাম) ও ১২৮ জিবি স্টোরেজ অ্যান্ড্রয়েড ১৪ সংস্করণ, স্লিম ডিজাইন (৭.

৯ মিমি), ব্যাটারি ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ার, ফাস্ট চার্জার ও ৯০ হার্টজ ডিসপ্লে। বিশেষ ফিচারে থাকবে এআই ক্যামেরা।

ইউমিডিজির ব্যবস্থাপনা পরিচালক ঝোউ বলেন, স্মার্টফোন ডিজাইনে আমরা দাম ও ফিচারে বিশেষ গুরুত্ব দিয়েছি, যা মধ্যম বাজেটের গ্রাহকের চাহিদা ও প্রত্যাশা পূরণ করবে। ঈদুল ফিতরের আগেই মডেলটি গ্রাহকের হাতে পৌঁছে দিতে পারায় অনেকের ঈদ উপহারের অংশ হতে পারবে।

ইউমিডিজি মূল লক্ষই হচ্ছে গ্রাহকদের জন্য বাজেটবান্ধব দামে অত্যাধুনিক প্রযুক্তির স্মার্টফোন সরবরাহ করা। ‘জি-নাইন ফাইভজি’ মডেলের মাধ্যমে আমরা সেই যাত্রা শুরু করলাম। এখন থেকে ‘জি-নাইন ফাইভজি’ স্মার্টফোনটি দেশের সব নিকটস্থ মোবাইল আউটলেটে পাওয়া যাচ্ছে।

উৎস: Samakal

কীওয়ার্ড: ফ ইভজ

এছাড়াও পড়ুন:

হারানো ৩৪ মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিল পুলিশ

হারিয়ে যাওয়া ৩৪টি মোবাইল ফোন প্রযুক্তির সহায়তায় উদ্ধার করে মালিকদের কাছে হস্তান্তর করেছে পল্টন থানা পুলিশ। থানার সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে মোবাইলগুলো মালিকদের হাতে তুলে দেন মতিঝিল জোনের সহকারী কমিশনার (এসি) হুসাইন মুহাম্মাদ ফারাবী। এ সময় উপস্থিত ছিলেন পল্টন মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. মনিরুজ্জামান।

ডিএমপির মুখপাত্র উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মোবাইল হারিয়ে যাওয়ার পর মালিকরা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। এর পরিপ্রেক্ষিতে থানার এএসআই ইকবাল হোসেন তথ্যপ্রযুক্তির সহায়তায় ৭ ফেব্রুয়ারি থেকে ১৪ মার্চ পর্যন্ত দেশের বিভিন্ন স্থান থেকে ফোনগুলো উদ্ধার করেন। এর আগেও একাধিকবার হারানো মোবাইল উদ্ধারের পর তা প্রমালিকদের হাতে তুলে দেওয়া হয়েছে। এ পর্যন্ত শতাধিক মোবাইল উদ্ধার করেছে পল্টন থানা পুলিশ।
 

সম্পর্কিত নিবন্ধ