আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে ৫ আসামি
Published: 17th, March 2025 GMT
কুমিল্লার লাকসামে এক নারীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার ৫ আসামি আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্দি দিয়েছে। আজ সোমবার বিকালে কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না আক্তারের আদালতে এ জবানবন্দি দেওয়া হয়। এছাড়াও একই আদালতে নির্যাতিত ওই নারী ঘটনার বিষয়ে জবানবন্দি দিয়েছে।
আজ রাতে এসব তথ্য জানান মামলার তদন্তকারী কর্মকর্তা ও লাকসাম থানার পরিদর্শক (তদন্ত) মো.
তদন্তকারী কর্মকর্তা বলেন, গ্রেপ্তারকৃত ৫ আসামির মধ্যে মোহাম্মদ আলী ও সিএনজিচালিত অটোরিকশা চালক মো. মাসুদ ওই নারীকে পৃথক দুটি স্থানে নিয়ে ধর্ষণ করে। অন্যরা ধর্ষণে সহায়তা করেছে বলে স্বীকারোক্তিমুলক জবানবন্দি দিয়েছে। ওই পুলিশ কর্মকর্তার ভাষ্য ভিকটিম ওই নারী ঘটনার আদ্যপ্রান্ত বর্ণনা করেছে। তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসা দেওয়া হচ্ছে। ফরেনসিক বিভাগে তার ডাক্তারি পরীক্ষা করা হয়েছে, কিছু টেস্ট বাকি আছে। মঙ্গলবারের মধ্যে এ গুলি শেষ হলে তাকে পরিবারের জিম্মায় দেওয়া হবে।
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
হারানো ৩৪ মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিল পুলিশ
হারিয়ে যাওয়া ৩৪টি মোবাইল ফোন প্রযুক্তির সহায়তায় উদ্ধার করে মালিকদের কাছে হস্তান্তর করেছে পল্টন থানা পুলিশ। থানার সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে মোবাইলগুলো মালিকদের হাতে তুলে দেন মতিঝিল জোনের সহকারী কমিশনার (এসি) হুসাইন মুহাম্মাদ ফারাবী। এ সময় উপস্থিত ছিলেন পল্টন মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. মনিরুজ্জামান।
ডিএমপির মুখপাত্র উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মোবাইল হারিয়ে যাওয়ার পর মালিকরা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। এর পরিপ্রেক্ষিতে থানার এএসআই ইকবাল হোসেন তথ্যপ্রযুক্তির সহায়তায় ৭ ফেব্রুয়ারি থেকে ১৪ মার্চ পর্যন্ত দেশের বিভিন্ন স্থান থেকে ফোনগুলো উদ্ধার করেন। এর আগেও একাধিকবার হারানো মোবাইল উদ্ধারের পর তা প্রমালিকদের হাতে তুলে দেওয়া হয়েছে। এ পর্যন্ত শতাধিক মোবাইল উদ্ধার করেছে পল্টন থানা পুলিশ।