বিয়ে করলেন গণতান্ত্রিক ছাত্র সংসদ নেতা খান তালাত মাহমুদ
Published: 17th, March 2025 GMT
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সহসমন্বয়ক ও গণতান্ত্রিক ছাত্রসংসদের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক খান তালাত মাহমুদ বিয়ে করেছেন। আজ সোমবার সন্ধ্যায় খান তালাত মাহমুদ নিজেই বিয়ের বিষয়টি নিশ্চিত করে ফেসবুক পোস্ট দিয়েছেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সূত্র জানা যায়, খান তালাত মাহমুদের পাত্রীর নাম জান্নাতুল ফেরদৌসী। তিনি উচ্চমাধ্যমিক পাস করে বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি নিচ্ছেন। তাঁর বাড়ি বরগুনা জেলায়।
নাগরিক পার্টির উত্তরাঞ্চলের সংগঠক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সমন্বয়ক রাসেল আহমেদ বিয়ের এসব তথ্য প্রথম আলোকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘পারিবারিকভাবে বিয়েটি হচ্ছে। খান তালাতের এক আত্মীয়ের বাসায় ছোট পরিসরে বিয়ের অনুষ্ঠান হচ্ছে। এতে দুই পক্ষের নিকটাত্মীয় উপস্থিত রয়েছেন। তাঁরাও ১০ থেকে ১৫ জন এখানে উপস্থিত রয়েছেন।’
খান তালাত মাহমুদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তাঁর বাড়ি নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলায়। তিনি ওই উপজেলার জয়পুরের তারিকুল ইসলাম খানের ছেলে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রামে তিনি নেতৃত্ব দিয়েছেন। আন্দোলন চলাকালে ছাত্রলীগের নেতা–কর্মীরা তাঁকে মারধরও করেছিলেন।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
আফগানিস্তানে ৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পের আঘাত
আফগানিস্তানে ৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। বুধবার হিন্দুকুশ অঞ্চলে এই ভূমিকম্প আঘাত হানে। তবে এখনও এ ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।
প্রতিবেদনে বলা হয়, বুধবার আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে ৫.৬ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে বলে জানিয়েছে ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্র (ইএমএসসি)।
ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ১২১ কিলোমিটার (৭৫ মাইল) গভীরে এবং এর কেন্দ্রস্থল ছিল প্রায় ১ লাখ ৮ হাজার জনসংখ্যার শহর বাঘলান থেকে ১৬৪ কিলোমিটার পূর্বে।
ইএমএসসি প্রথমে এই ভূমিকম্পের মাত্রা ৬.৪ বলে জানিয়েছিল।
ভৌগলিক কারণে আফগানিস্তান ভূমিকম্পপ্রবণ দেশ। দেশটিতে ভূমিকম্পের দীর্ঘ ইতিহাস রয়েছে। সেই রেকর্ড পর্যালোচনা করলে দেখা যায়, গত তিন দশকে কেবল ভূমিকম্পের কারণে আফগানিস্তানে মৃত্যু হয়েছে ১০ হাজারেরও বেশি মানুষের।