আলো দিয়ে ছবি আঁকা-এই হলো আলোকচিত্রের সহজ সংজ্ঞা। আলোর সমীকরণে ক্যামেরায় ধারণ করা সেই ছবিটিই শিল্প হয়ে ওঠে, যখন তার সাথে যুক্ত হয় নান্দনিকতা। শিল্পগুণ যোগ হলে একটি আটপৌরে ছবিও হয়ে ওঠে আর্টিস্টিক। তখন ফটোগ্রাফার বা আলোকচিত্রীও আলোকচিত্র শিল্পীর তকমা পেয়ে যান।

Photography is an austere and blazing poetry of the real-এই কথাটি আলোকচিত্র শিল্পে নতুন প্রযুক্তির আবিস্কারক অ্যানসেল অ্যাডামসের। প্রশ্নটি হলো, ক্যামেরা তো বাস্তবের ছবি ধারণ করে, সেই ছবিটি কবিতার মতো শৈল্পিক হয়ে ওঠে কী প্রকারে! আসলেই এ এক বড় সমস্যা-আলোকচিত্র শিল্পে উৎসাহদাতার সংখ্যা আদতেই কম। পথ দেখানোর মতো গাইড, প্রশিক্ষণের জন্য প্রতিষ্ঠান আমাদের দেশে অতটা সহজসাধ্যও নয়। আন্তর্জাতিক পরিমণ্ডলের বিখ্যাত ফটোগ্রাফারদের বইপত্র আজও এত সহজলভ্য না। সেই ঘাটতির জায়গাটিতে নজর দিয়েছেন সাংবাদিক, লেখক ও গবেষক নাঈম আহমেদ জুলহাস।

ক্যামেরার একটি ক্লিক থেকে আলোর কারসাজিতে আঁকা ছবি কেমন করে শৈল্পিক হয়ে ওঠে। একটি ফ্রেম, তাতে গ্রহণ-বর্জনের সিদ্ধান্ত, মূল ফোকাস-আউট অব ফোকাসের মুন্সিয়ানা, কতটা আলো, কতটুকু রংয়ের খেলায় ভালো হবে ছবিটি.

.. মূলত এই তো মূল ভাবনা একজন ফটোগ্রাফারের! তারই সহজ সূত্র মিলবে ‘আলোকচিত্রে শৈল্পিকতা’ গ্রন্থে। একজন ফটোগ্রাফার তার যাবতীয় জিজ্ঞাসার সহজ সমাধানও পেয়ে যাবেন।

আরো পড়ুন:

আসিফ মাহমুদের বইয়ের প্রকাশনা অনুষ্ঠান
আরো অন্তত পাঁচ-দশ বছর তোমরা আমাদের নেতা থাক: আসিফ নজরুল

রাজ মাসুদ ফরহাদের দুটি কাব্যগ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত

দীর্ঘ ফটো সাংবাদিকতার অভিজ্ঞতা এবং চর্চার ফসল তার এই গ্রন্থ। মূলত শীর্ষ দৈনিকে কাজের সুবাদে নাঈম আহমেদ জুলহাস দেশের বরেণ্য ফটো সাংবাদিকদের সান্নিধ্য পেয়েছেন। তিনি জড়ো করেছেন সেই অভিজ্ঞতা। মাঠের ফটো সাংবাদিক হিসেবে কাজ করতে গিয়ে আহত হয়েছেন বেশ কয়েকবার। গুলিবিদ্ধও হয়েছেন। সেসব বাস্তব জ্ঞান প্রকাশ করেছেন তিনি তার এ গ্রন্থে। দীর্ঘ অভিজ্ঞতা ও চর্চার মেলবন্ধন ঘটেছে তার প্রথম গ্রন্থ ‘আলোক চিত্রে শৈল্পিকতা’য়।

‘আলোকচিত্রে শৈল্পিকতা’ গ্রন্থটি এ বছরের ফেব্রুয়ারিতে প্রকাশিত হয়েছে। বইটি প্রকাশ করেছে মিজান পাবলিকশার্স।পাওয়া যাবে রকমারিতে। 

ঢাকা/এনএফ/এসবি

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর শ ল প কত

এছাড়াও পড়ুন:

ইংল্যান্ডে দায়িত্ব ছাড়লেন একজন, অপেক্ষায় ৫ জন

জস বাটলার অধিনায়কের দায়িত্ব ছেড়েছেন স্বেচ্ছায়। আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে ইংল্যান্ডের গ্রুপ পর্ব থেকে বিদায়ের পর ওয়ানডে ও টি–টোয়েন্টি অধিনায়কত্ব ছেড়ে দেন। ২০২২ টি–টোয়েন্টি বিশ্বকাপজয়ী অধিনায়ক সরে যাওয়ার পর ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) এখন নতুন নেতৃত্বের খোঁজ করছে।

তবে খোঁজাখুঁজিটা একটু কঠিনই হয়ে ওঠার কথা ইসিবির জন্য। প্রার্থী যে অনেক! যেকোনো খেলোয়াড়ের জন্যই অধিনায়কত্ব করাটা বিশেষ সম্মানের। অনেকের আগ্রহ থাকাও তাই স্বাভাবিকই। তবে অধিনায়কত্বের জন্য উপযুক্ত নাম অনেক সময়ই খুব বেশি থাকে না। এ ক্ষেত্রে ব্যতিক্রম ইংল্যান্ডের বর্তমান দল। অভিজ্ঞতা, দক্ষতা, আগ্রহ ও পারফরম্যান্সের নিরিখে অধিনায়ক হওয়ার দৌড়ে অন্তত পাঁচজন।

বাটলারের উত্তরসূরি হিসেবে সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে হ্যারি ব্রুকের নাম। ২৬ বছর বয়সী এই মিডল অর্ডার ব্যাটসম্যান বাটলারের সহ–অধিনায়ক ছিলেন। গত বছর ইংল্যান্ড দলের অস্ট্রেলিয়া সফরে ওয়ানডে সিরিজে ভারপ্রাপ্ত অধিনায়কের দায়িত্বও পালন করেছিলেন। এ ছাড়া দ্য হানড্রেডে নর্দার্ন সুপারচার্জারসকেও নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা আছে।

আরও পড়ুনচ্যাম্পিয়নস ট্রফিতে ব্যর্থতার পর দায়িত্ব ছাড়লেন ইংল্যান্ড অধিনায়ক২৮ ফেব্রুয়ারি ২০২৫

ব্রুককে ইংল্যান্ডের সাদা বলের অধিনায়ক করার বিষয়ে গুরুত্বপূর্ণ ইঙ্গিতও আছে। আইপিএলে দিল্লি ক্যাপিটালসে চুক্তিভুক্ত হওয়া ব্রুক কদিন আগে টুর্নামেন্টটি থেকে সরে দাঁড়িয়েছেন। কারণ হিসেবে জাতীয় দল নিয়ে ব্যস্ততার কথাই জানিয়েছেন তিনি। ব্রুক জানতেন, নিলামে দল পাওয়ার পর চোট বা যথাযথ কারণ ছাড়া আইপিএল থেকে সরে গেলে নিষিদ্ধ করা হবে। পরে দুই বছরের জন্য সেটা হয়েছেনও। আর এই শাস্তির বিষয়টি জেনেবুঝেই ইংল্যান্ড জাতীয় দলে মনোযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ব্রুক।

সাবেক ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার।

সম্পর্কিত নিবন্ধ

  • আগুনে আটকে পড়াদের বাঁচাতে গিয়ে মারা গেলেন ২৫ বছর বয়সী ফুটবলার
  • বরিশালে চুরির অভিযোগে দুই তরুণকে নির্যাতনের ভিডিও ভাইরাল, একজন গ্রেপ্তার
  • বগুড়ায় ধর্ষণ ও ধর্ষণচেষ্টার অভিযোগে একজন গ্রেপ্তার
  • আদালতের আদেশ অগ্রাহ্য করে অভিযুক্ত ভেনেজুয়েলানদের বহিষ্কার করলো যুক্তরাষ্ট্র
  • ১২৭ কর্মকর্তার সঙ্গে আজ প্রধান উপদেষ্টার বৈঠক
  • রোজার কাজা কাফফারা ফিদইয়া ও মানবিক বিধান 
  • বেড়াতে গিয়ে হামলার শিকার দম্পতি, স্বামী আহত
  • রাঙামাটিতে ইউপিডিএফ কর্মীকে গুলি করে হত্যা
  • ইংল্যান্ডে দায়িত্ব ছাড়লেন একজন, অপেক্ষায় ৫ জন