নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সাদিপুর ইউনিয়নে ৮ মাস বয়সী শিশুর দুই হাত ও একটি পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে মায়ের বিরুদ্ধে।

এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে রবিবার (১৬ মার্চ) বিকেলে সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। ঘটনার পর থেকে অভিযুক্ত পালাতক। 

থানায় দেওয়া লিখিত অভিযোগ থেকে জানা গেছে, ইউনিয়নের আন্দার মানিক গ্রামের আমির হোসেনের ছেলে আশরাফুলের সঙ্গে জামপুর ইউনিয়নের শেখের হাট গ্রামের আবুল সরদারের মেয়ে সুরাইয়ার পাঁচ বছর আগে বিয়ে হয়। তাদের সংসারে সামির আহমেদ (৪) ও সিজান আহমেদ (৮ মাস) নামে দুটি ছেলে সন্তান রয়েছে। গত ১৩ মার্চ সিজান আহমেদের দুইটি হাত ও বাম পা ভেঙে বাপের বাড়ি পালিয়ে যায় সুনাইয়া। অসহ্য যন্ত্রনার কারণে শিশুটি দিনরাত ঘুমাতে পারছে না। 

আরো পড়ুন:

ময়মনসিংহে শিশু ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার আসামি রিমান্ডে

পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু

সরেজমিন ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, অবুঝ শিশুটি হাতে ও পায়ে প্লাস্টার নিয়ে শুয়ে আছে। এ সময় পাশেই তার বাবা আশরাফুলকে বসে থাকতে দেখা যায়। আশরাফুল বলেন, “ছোটখাটো যে কোনো বিষয় নিয়ে একটু কথা কাটাকাটি হলে দা-বটি নিয়ে কয়েকবার আমার ওপর আক্রমণ করেছে সুরাইয়া। দুইটি সন্তানের মুখের দিকে তাকিয়ে কিছু বলিনি। এখন দেখি সুযোগ পেলে আমার সন্তানদের মেরেও ফেলতে পারে। তাই নিরাপত্তার জন্য গতকাল সোনারগাঁ থানায় একটি অভিযোগ দিয়েছি।” 

স্থানীয় বিএনপি নেতা সেলিম সরকার বলেন, “শিশুটির বাবা আমার কাছে বিচার চেয়ে এসেছিল। শিশুটির অবস্থা দেখে চোখের পানি ধরে রাখতে পারিনি। এমন মায়ের কথা জীবনে প্রথম শুনলাম। আমি তাকে থানা পুলিশের সহায়তা নিতে বলেছি।”

সোনারগাঁ থানার ওসি আব্দুল বারী বলেন, “শিশুটির বাবা অভিযোগ দিয়েছেন। শিশুটির প্রতি অমানবিক আচরণ করা হয়েছে। তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

ঢাকা/অনিক/মাসুদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর অভ য গ স ন রগ

এছাড়াও পড়ুন:

শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৮৯৫তম সভা অনুষ্ঠিত

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির নির্বাহী কমিটির ৮৯৫তম সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ এপ্রিল) ব্যাংকের কর্পোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান আক্কাচ উদ্দিন মোল্লা। সভায় বিভিন্ন খাতে অর্থায়ন এবং ব্যাংকিং সম্পর্কিত বিষয়াবলী নিয়ে আলোচনা করা হয়।

সভায় অন্যান্যদের মধ্যে ব্যাংকের নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ফকির আখতারুজ্জামান, ব্যাংকের পরিচালক ও কমিটির সদস্যবৃন্দ মো. সানাউল্লাহ সাহিদ, মহিউদ্দিন আহমেদ, ইঞ্জিনিয়ার মো. তৌহীদুর রহমান এবং মোহাম্মদ ইউনুছ উপস্থিত ছিলেন।

এছাড়া, সভায় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ্ উদ্দীন আহমেদ এবং কোম্পানি সচিব মো. আবুল বাশার উপস্থিত ছিলেন।

ঢাকা/রাজীব

সম্পর্কিত নিবন্ধ