ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, স্ত্রীকে কুপিয়ে স্বর্ণ-টাকা লুট
Published: 17th, March 2025 GMT
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এক ব্যবসায়ীর বাড়ি থেকে স্বর্ণালঙ্কার, নগদ টাকা ও মোবাইল ফোন সেটসহ মূল্যবান জিনিসপত্র লুটে নিয়েছে ডাকাতিরা। এতে বাধা দেওয়ায় কুপিয়ে আহত করা হয়েছে তাঁর স্ত্রীকে। রোববার রাতে সোনারগাঁ পৌরসভার নোয়াইল গ্রামের মুদি ব্যবসায়ী মামুন মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।
ডাকাতদলের মারধর ও অস্ত্রাঘাতে আহত মামুনের স্ত্রী মনি আক্তার সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। আজ সোমবার তিনি বলেন, রোববার রাত দুইটার দিকে ৮-১০ জন ডাকাত তাঁর বাড়িতে হানা দেয়। তারা ঘরে ঢুকেই সব ধরনের আসবাবপত্র তছনছ করে। ডাকাতেরা আলমারিতে থাকা নগদ ২২ হাজার টাকা, ৪ ভরি স্বর্ণালঙ্কার ও ৫টি মোবাইল ফোন সেট লুটে নেয়। এতে তিনি বাধা দিলে মারধর করা হয়। এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়েও কোপানো হয়।
ডাকাতেরা চলে যাওয়ার পর এলাকাবাসী মনি আক্তারকে উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারী বলেন, ডাকাতির বিষয়টি জেনেছেন। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের আটকে ইতোমধ্যে পুলিশ কাজ শুরু করেছে। ভুক্তভোগীরা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ স ন রগ
এছাড়াও পড়ুন:
ভারতে ‘ট্রেডিশনাল কুইন অব দ্য ইয়ার’ পুরস্কার জিতলেন জয়া
ভারতের ফিল্মফেয়ার গ্ল্যামার এন্ড স্টাইল অ্যাওয়ার্ডে ট্রেডিশনাল কুইন অব দ্য ইয়ার পুরস্কার পেয়েছেন অভিনেত্রী জয়া আহসান। প্রথমবার কলকাতায় এই অ্যাওয়ার্ড শো অনুষ্ঠিত হয়েছে। সেখানেই তার হাতে এই অ্যাওয়ার্ড তুলে দেওয়া হয়।
সোমবার (১৭ মার্চ) সন্ধ্যায় অ্যাওয়ার্ড প্রাপ্তির পর সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি জানিয়েছেন জয়া আহসান নিজেই।
ফিল্মফেয়ার গ্লামার এন্ড স্টাইল অ্যাওয়ার্ড প্রথমবার জিতলেও এর আগে অভিনয়ের জন্য তিনি একাধিক ফিল্মফেয়ার জিতেছেন।
অ্যাওয়ার্ড হাতে একগুচ্ছ ছবি পোস্ট করে জয়া লিখেছেন, ‘এ বছর ঐতিহ্যবাহী গ্ল্যামার এন্ড স্টাইল অ্যাওয়ার্ডে ট্রেডিশনাল কুইন অব দ্য ইয়ার পুরস্কার পেয়ে আমি ভীষণ খুশি। এই স্বীকৃতির জন্য ফিল্মফেয়ারের পুরো টিমকে ধন্যবাদ। ফিল্মফেয়ার সবসময় আমাকে বিশেষ অনুভূতি দিয়েছে, এটি আমার দীর্ঘ যাত্রায় একটি নতুন সংযোজন হয়ে থাকবে।’
এদিন জয়া পরেছিলেন একটি অলিভ রঙের সাইনি সিল্ক হাই স্লিট গাউন। এই গাউনের ডিজাইন করেছেন বাংলাদেশের ডিজাইনার সানায়া চৌধুরী।
জয়া আহসান এ পুরস্কার পাওয়ার পর তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছো জানিয়েছেন সহকর্মীরা। অভিনেত্রী নাদিয়া আহমেদ লিখেছেন, ‘আপা, আপনাকে অভিনন্দন। আমরা আপনাকে ভালোবাসি। আপনি আমাদের গর্ব।’
অভিনেত্রী প্রসূন আজাদ লিখেছেন, ‘অভিনন্দন! এই বসয় পর্যন্ত আমি বেঁচে থাকবো কিনা সন্দেহ।’