নুর হোসেন হাক্কানী মাদ্রাসায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
Published: 17th, March 2025 GMT
শহরের গলাচিপা রেললাইনস্থ দৈনিক সচেতন পত্রিকার প্রকাশক ও সম্পাদক নারায়ণগঞ্জ জেলা প্রেস ক্লাবের সভাপতি বিশিষ্ট শিক্ষানুরাগী আলহাজ¦ কাজী মো: ইসলাম মিয়ার পিতা নুর হোসেনের নামে প্রতিষ্ঠিত নুর হোসেন হাক্কানী হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে গত রোববার মাদ্রাসায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক সচেতন পত্রিকার প্রকাশক ও সম্পাদক নারায়ণগঞ্জ জেলা প্রেস ক্লাবের সভাপতি বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক অত্র মাদ্রাসার সভাপতি আলহাজ¦ কাজী মো: ইসলাম মিয়া।
প্রধান অতিথির বক্তব্যে আলহাজ¦ কাজী মো: ইসলাম মিয়া বলেন, হাটি হাটি পা পা করে আজ এক বছরে পা দিয়েছে নুর হোসেন হাক্কানী হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা। মানুষ যতই ধনী হোক না কেন, কোন দ্বীনি প্রতিষ্ঠান মসজিদ মাদ্রাসা কারো একার পক্ষে চালানো সম্ভব নয়। মাদ্রাসা মসজিদ সকলের দানে ও সহযোগীতার দ্বারা পরিচালিত হয়। এটা অনেক বড় নেকীর কাজ।
আল্লাহর ঘর মসজিদ নবীর ঘর মাদ্রাসায় সকলের দানে চলে। এরফলে সকলে অশেষ নেকীর মালিক হয়। নুর হোসেন হাক্কানী হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানাটি নবীর ঘর। এখানে প্রায় ২৫জন গরীব এতিম ছাত্র পড়াশোনা করে। কেহ ১৫ পারা শেষ করেছে। কেহ ২০ পারা মুখস্ত করেছে।
এই সকল ছাত্রদের পাশে দাড়ানো অনেক নেকী ও সাওয়াবের কাজ। এ সময় তিনি এলাকার সকলকে সহযোগীতা করার আহবান জানান। সহযোগীতা যে শুধু টাকা দিয়ে তা নয়, বুদ্ধি পরামর্শ দিয়েও সহযোগীতার করার জন্য এলাকার বিশিষ্টজনতে আহবান জানান তিনি।
দোয়া ও ইফতার মাহফিলে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, নারায়নগঞ্জ জেলা প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি আলহাজ¦ সৈয়দ দিল মোহাম্মদ দিলু, আলহাজ¦ গোলাম রসুল রফিক, আলহাজ¦ কুতুবাুদ্দিন আহম্মেদ।
এছাড়াও উপস্থিত ছিলেন, নারায়নগঞ্জ জেলা প্রেস ক্লাবের সাধারন সম্পাদক দেলোয়ার হোসন, যুগ্ন সম্পাদক মোক্তার হোসেন, সাংবাদিক জসীম উদ্দিন, কাজী আমির হোসেন রবিন, কাজী ইব্রাহীম, কাজী মো: আসলাম, কাজী আনোয়ার হোসেন, মো: বাবুল মিয়া, বশির আহম্দে, মো: শহিদুল ইসলাম সেন্টু, মোজাম্মেল হোসেন লিটন, পলাশ আহম্মেদ, মোঃ রাকিবুল ইসলাম রকি, কাজী পাপ্পু, কাজী ইসমাঈল, আনেয়ার হোসেনসহ আরো অনেকে। মোনাজাত পরিচালনা করেন হযরত মাও: মুশফিকুর রহমান কাশেমী।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ ইফত র সহয গ ত আলহ জ ইসল ম
এছাড়াও পড়ুন:
সোনারগাঁয়ে নিখোঁজের ছয় দিন পর বৃদ্ধের মরদেহ উদ্ধার
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নিখোঁজের ছয় দিন পর সিরাজুল ইসলাম (৭০) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকালে উপজেলার পিরোজপুর ইউনিয়নের কান্দারগাঁও এলাকার বালুর মাঠের ঝোপের ভেতর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত সিরাজুল ইসলাম সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের ঝাউচর গ্রামের বাসিন্দা। পরিবার সূত্রে জানা গেছে, তিনি বয়সজনিত নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন। ৬ এপ্রিল সকালে বাড়ি থেকে হাঁটতে বের হয়ে আর ফেরেননি সিরাজুল। ওই দিন সন্ধ্যায় তাঁর ছেলে শামীম রেজা সোনারগাঁ থানায় একটি ডায়েরি করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার সকাল আটটার দিকে স্থানীয় বাসিন্দারা কান্দারগাঁও এলাকায় মেঘনা শাখানদীর পাশের বালুর মাঠে ঝোপের ভেতর একটি অর্ধগলিত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে পরিবারের সহায়তায় মরদেহটি সিরাজুল ইসলামের বলে শনাক্ত করে। বেলা ১১টার দিকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে পাঠানো হয়।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুর রহমান বলেন, ‘নিহতের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে মনে হচ্ছে—এটি স্বাভাবিক মৃত্যু। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। আমরা এ ঘটনায় আইনগত ব্যবস্থা নিচ্ছি।’