চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা থানা এলাকা থেকে ৪ বছরের এক শিশুকে অপহরণ ও মুক্তিপণ দাবির মামলায় এক দম্পতিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

দণ্ডিত আসামিরা হলেন মো. সাখাওয়াত হোসেন ও তার স্ত্রী মোসাম্মৎ কমলা বেগম। এর মধ্যে সাখাওয়াত হোসেনকে দুটি পৃথক ধারায় দুইবার যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই রায়ে সাখাওয়াতের মা-ভাইসহ ৩ আসামিকে খালাস দেওয়া হয়েছে।

সোমবার (১৭ মার্চ) চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর বিচারক ফেরদৌস আরা এ রায় দেন। রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী কফিল উদ্দিন।

আদালত সূত্র জানায়, আসামি সাখাওয়াত হোসেন নগরের পতেঙ্গা থানার খেজুরতলা এলাকায় মো.

সোহেলের ঘরে সাবলেট হিসেবে ভাড়া থাকতো। ঠিকমতো ভাড়া পরিশোধ করতে না পারায় সোহেল তাকে ঘর ছেড়ে দিতে বলে। ২০১৮ সালের ১৩ জুন সন্ধ্যায় সাখাওয়াত সোহেলের বাসায় গিয়ে চিপস কিনে দেওয়ার কথা বলে তার ৪ বছর বয়সী কন্যা সায়মা আক্তারকে অপহরণ করে নিয়ে যায়। এরপর মোবাইলে ফোন করে ১০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। পরদিন দুপুরে সোহেল বাদী হয়ে একটি মামলা করেন। মামলার পর পুলিশ সায়মা আক্তারকে উদ্ধার করে এবং আসামিদের গ্রেপ্তার করে। 

মামলার তদন্তকারী কর্মকর্তা পতেঙ্গা থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) মো. মামুনুর রশিদ এ ঘটনায় ২০১৮ সালের ৩০ সেপ্টেম্বর ৫ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন। পরে ২০২০ সালের ২২ অক্টোবর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন হলে আনুষ্ঠানিক বিচার কার্যক্রম শুরু হয়। মামলায় মোট ৫ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়েছে। আসামিরা বর্তমানে কারাগারে রয়েছেন।

চট্টগ্রাম/রেজাউল/সাইফ

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

যশোর থেকে অপহৃত যুবক গোপালগঞ্জে উদ্ধার, অপহরণকারী আটক

যশোর থেকে অপহৃত আবু সুফিয়ান (২৯) নামে এক যুবককে গোপালগঞ্জে উদ্ধার করেছে যৌথবাহিনী। এ সময় অভিযুক্ত অপহরণকারীকেও আটক করা হয়। অভিযুক্ত রোমান মোল্লা (২১) নারী সেজে মোবাইল ফোনে ভুক্তভোগী আবু সুফিয়ানের সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি করে। পরে ডাকে ডেকে নিয়ে অপরহণ করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি নিজেই পুলিশের কাছে এসব তথ্য স্বীকার করেছেন।

রোববার দিবাগত রাত ২টার দিকে অপহৃত যুবককে গোপালগঞ্জ সদর উপজেলার দক্ষিণ গোবরা গ্রামের সার গোডাউনের পেছনে থেকে উদ্ধার করা হয়।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মির সাজেদুর রহমান তথ্য নিশ্চিত করে বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যৌথবাহিনী অভিযান পরিচালনা করে অপহৃত যুবক আবু সুফিয়ানকে (২৯) উদ্ধার করে। উদ্ধারকৃত সুফিয়ান যশোর জেলার ঝিকরগাছা উপজেলার ফুলবাড়িয়া গ্রামের ওবায়দুর রহমানের ছেলে। এ সময় ঘটনাস্থল থেকে রোমান মোল্লা (২১) নামে এক অপহরণকারীকে আটক করা হয়েছে। তিনি গোপালগঞ্জ সদর উপজেলার দক্ষিণ গোবরা গ্রামের শাকিল মোল্লার ছেলে।

পুলিশের ওই কর্মকর্তা আরও বলেন, রোমান মোল্লা নারী পরিচয়ে মোবাইলে আবু সুফিয়ানের সঙ্গে সম্পর্ক গড়ে তোলে। পরে তাকে কৌশলে ১১ এপ্রিল গোবরা গ্রামের বাড়িতে ডেকে নেয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রোমান একটি সংঘবদ্ধ অপহরণ চক্রের সদস্য বলে পুলিশকে জানিয়েছে। সংঘবদ্ধ চক্রটি ব্ল্যাকমেইল ও মুক্তিপণ আদায়ের উদ্দেশে সাধারণ মানুষকে অপহরণ করে থাকে বলেও রোমান স্বীকার করেছে।

তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে জানিয়ে ওসি বলেন, আজ সোমবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

সম্পর্কিত নিবন্ধ

  • উদ্ধার হওয়া খুলি-হাড় নিখোঁজ শিশু সাদিয়ার, দাবি পরিবারের
  • উদ্ধার হওয়া খুলি-হাড় নিখোঁজ শিশু সাদিয়ার, দাবি বাবা-মা
  • গাইবান্ধায় অপহরণের চার দিন পর স্কুলছাত্রের লাশ উদ্ধার
  • অপহরণের ৩ দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার  
  • পাঁচ মাসে দেড় শ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি
  • নেইমারের সান্তোসে ফেরার পথে মেসির পুরনো কোচ
  • পাহাড়ে শণ কাটতে গিয়েছিলেন যুবক, অপহরণ করে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি
  • ভারতে আর্থিক কেলেঙ্কারিতে জড়িত সন্দেহভাজন নীরব মোদির সহযোগী চোকসি বেলজিয়ামে গ্রেপ্তার
  • মেয়েলি কণ্ঠে সম্পর্ক করে অপহরণ, যুবক গ্রেপ্তার
  • যশোর থেকে অপহৃত যুবক গোপালগঞ্জে উদ্ধার, অপহরণকারী আটক