বুদ্ধিপ্রতিবন্ধী মেয়েটি ৬ দিন যাবত পরিবার থেকে বিচ্ছিন্ন
Published: 17th, March 2025 GMT
গত ৬ দিন যাবত ২৬ বছর বয়সী বুদ্ধিপ্রতিবন্ধী মোছাঃ লিমা পরিবার থেকে বিচ্ছিন্ন। তার খোঁজ পেতে তার বাবা খন্দকার নিলু, মা মোসা: নেহেরাসহ স্বজনরা সম্ভাব্য সকলস্থানে খুঁজেছেন। কিন্তু তার কোন খোঁজ পাননি।
৫ ফুট উচ্চতা ও মুখমন্ডল গোলাকার মোছা: লিমা ১২ মার্চ সকাল ৭টায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের নাসিক ২নং ওয়ার্ডের পাইনাদি পশ্চিম ধনুহাজীরোড এলাকা থেকে নিখোঁজ হন। মানসিক ভারসাম্যহীন মেয়েটি সে থেকেই নিখোঁজ। তার খোঁজ না পেয়ে তার বাবা-মাসহ স্বজনরা ভেঙ্গে পড়েছেন।
নিখোঁজ মোছাঃ লিমা কারো সাথে কথা বলে না। নিজের নাম ও ঠিকানা বলতে পারে না। হারিয়ে যাওয়ার সময় তার পরিধানে ছিলো হালকা গোলাপি রঙের জামা এবং ওড়না। মোছাঃ লিমা নিখোঁজ হওয়ার পর এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (নং- ৭৮৪) করা হয়েছে।
কোনো স্বহৃয়বান ব্যক্তি নিখোঁজ মোছাঃ লিমা এর সন্ধান পেয়ে থাকলে মোবাইল নম্বরে (মোবাইল নাম্বার- ০১৯১৮৬৩২৪২৫, ০১৩০৫৫৮০৮৫৭) কল করে জানানোর জন্য তার পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: স দ ধ রগঞ জ ন র য়ণগঞ জ
এছাড়াও পড়ুন:
সড়কে লাশ রেখে স্বজনদের বিক্ষোভ
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুর এলাকায় সড়কে লাশ রেখে হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে বিক্ষোভ করেছেন নিহতের স্বজন ও স্থানীয়রা। শনিবার বিকেলে মদনপুর-গাজীপুর বাইপাস সড়ক (এশিয়ান হাইওয়ে) তারা বিক্ষোভ করেন।
পরে পুলিশ এসে সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় আনা হবে- এমন আশ্বাসে বিক্ষোভ বন্ধ করেন বলে জানিয়েছেন বন্দর থানার ধামগড় পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মুজাহিদুল ইসলাম। তিনি জানান, শুক্রবার বিকেলে আবুল লালের সঙ্গে স্থানীয় মাহবুব নামের এক ব্যক্তি টাকা-পয়সা লেনদেন ও দোকানের জায়গা নিয়ে বিরোধের জেরে ঝগড়াঝাঁটি হয়। এর জেরে আবুল লাল রাগে ক্ষোভে বিষ পান করে। তাকে স্বজনরা উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে নিহতের স্বজনদের কাছে তা হস্তান্তর করে।
পুলিশ জানায়, নিহতের স্বজনরা আবুল লালকে হত্যা করা হয়েছে এমন অভিযোগ তুলে দোষীদের বিচার ও গ্রেপ্তারের দাবিতে মদনপুর গাজীপুর সড়কের মদনপুর ফুটওভার ব্রিজের নিচে লাশ রেখে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এতে প্রায় আধা ঘণ্টা সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশের আশ্বাসে বিক্ষোভ বন্ধ করলে যানবাহন চলাচল আবারও স্বাভাবিক হয়।