সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের ছেলেসহ তিনজনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা
Published: 17th, March 2025 GMT
সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের ছেলে রাহাত মালেক ও সাবেক সংসদ সদস্য এম এ ওয়াহেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন আজ সোমবার এ আদেশ দেন।
আজ আদালতে রাহাত মালেকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করে দুদক। আদালতকে বলা হয়, তাঁর বিরুদ্ধে ১১ কোটি ৪৯ লাখ ৮৪ হাজার ১৬১ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা হয়েছে। তাঁর ৫১টি ব্যাংক হিসাবে ৬৬৩ কোটি ২৬ লাখ ৫৫ হাজার ৬৯ টাকা লেনদেনের তথ্য পাওয়া গেছে।
অপর দিকে ময়মনসিংহ-১১ আসনের সাবেক সংসদ সদস্য এম এ ওয়াহেদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বিপুল পরিমাণ সম্পদ অর্জনসহ বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধান করছে দুদক।
আদালতে দুদকের পক্ষে বলা হয়, পাপুয়া নিউগিনি, অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশে ওয়াহেদের সম্পদ রয়েছে বলে জানা গেছে। তিনি বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। শুনানি নিয়ে আদালত সাবেক এই সংসদ সদস্যের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেন।
এদিকে জাতীয় সংসদ সচিবালয়ের সাবেক উপসচিব দিদারুল আলম চৌধুরীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা চেয়ে আদালতে আবেদন করেছে দুদক। দুদকের পক্ষ থেকে আদালতকে বলা হয়, দিদারুল আলম চৌধুরীর বিরুদ্ধে ঘুষ ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান করছে দুদক। তিনি যেকোনো সময় দেশ ছেড়ে বিদেশে পালিয়ে যেতে পারেন বলে দুদক জানতে পেরেছে। শুনানি নিয়ে আদালত তাঁর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেন।
এদিকে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সাবেক সহকারী প্রকৌশলী মো.
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
পিএসএলে খেলার ছাড়পত্র চান নাহিদরা
জাতীয় দলের ব্যাটার লিটন দাস, তরুণ পেসার নাহিদ রানা ও লেগ স্পিন অলরাউন্ডার রিশাদ হোসেন পাকিস্তান সুপার লিগে (পিএসএল) দল পেয়েছেন।
এর মধ্যে টি-২০ এই ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে ছাড়পত্র চেয়েছেন পেসার নাহিদ রানা।
এছাড়া লেগ স্পিনার রিশাদ ও উইকেটরক্ষক ব্যাটার লিটন দাস ছাড়পত্র চাইবেন বলে জানিয়েছে বিসিবি। তাদের ছাড়পত্র দেওয়ার বিষয়টি বিসিবি ভাববে বলেও জানানো হয়েছে।
বিসিবির কর্মকর্তা বলেন, ‘আজ নাহিদ রানা ছাড়পত্র চেয়ে চিঠি দিয়েছে। কাল লিটন ও নাহিদ ছাড়পত্র চেয়ে চিঠি দিতে পারে। বিসিবির ক্রিকেট অপারেশন্স তাদের তাদের বিষয়টি ভেবে দেখবে।’
আগামী ১১ এপ্রিল থেকে শুরু হবে পিএসএল। জিম্বাবুয়ের বিপক্ষে ২০ এপ্রিল থেকে টেস্ট খেলবে বাংলাদেশ। টেস্ট দলের সদস্য হওয়ায় লিটন ও নাহিদকে পাকিস্তানের লিগে খেলার অনুমতি নাও দিতে পারে বিসিবি। তবে রিশাদ পেতে পারেন ছাড়পত্র।