মহাসড়কে ডাকাতিতে জড়িত ১৪০০ জন, তালিকা করেছে পুলিশ
Published: 17th, March 2025 GMT
সারা দেশের মহাসড়কে ডাকাতির ঘটনায় ১ হাজার ৪০০ জনের একটি তালিকা করেছে হাইওয়ে পুলিশ। ২০০৫ সাল থেকে এখন পর্যন্ত ২০ বছরে মহাসড়কে ডাকাতির বিভিন্ন ঘটনায় জড়িত ব্যক্তিরা এ তালিকায় রয়েছেন। তালিকায় থাকা প্রত্যেকের বাড়ি গিয়ে খোঁজ নেওয়া হবে বলে জানিয়েছেন হাইওয়ে পুলিশের ডিআইজি (অপারেশন) শফিকুল ইসলাম।
আজ সোমবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় ক্র্যাব মিলনায়তনে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি আয়োজিত এক আলোচনা সভায় বক্তব্য দেন শফিকুল ইসলাম। ‘ঈদযাত্রায় সড়কে ডাকাতি, নগরজুড়ে ছিনতাই, সড়ক দুর্ঘটনার শঙ্কা উত্তরণের উপায়’ শীর্ষক এই সভায় মহাসড়কে ডাকাতি প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘মানুষ যাতে বুঝতে পারে, পুলিশ ডাকাত খুঁজছে। তখন তারা সতর্ক হবে।’
সড়কের শৃঙ্খলা রক্ষা করতে পুলিশ একা কোনো পরিবর্তন আনতে পারবে না বলে উল্লেখ করেন ডিআইজি শফিকুল ইসলাম। এ প্রসঙ্গে তিনি বলেন, সড়কে শৃঙ্খলা রক্ষায় সমন্বিতভাবে সবাইকে এগিয়ে আসতে হবে।
সারা দেশের মহাসড়কে ১৩৯টি হাটবাজার আছে জানিয়ে শফিকুল ইসলাম বলেন, সরকার সিদ্ধান্ত নিয়েছে এগুলো উচ্ছেদ করবে। কিন্তু পুলিশ কি একাই পারবে এসব উচ্ছেদ অভিযান পরিচালনা করতে? এগুলো নিয়ন্ত্রণ করতে হলে সবার সহযোগিতা প্রয়োজন।
সভায় ধারণাপত্র পাঠ করেন বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো.
উড়ালসড়ক থেকে নামলেই যানজটে পড়তে হয় উল্লেখ করে নির্বাচন কমিশনের সাবেক সচিব মুহাম্মদ জকরিয়া বলেন, এগুলোর পরিকল্পনা থেকে অনুমোদনে যাঁরা জড়িত, তাঁদের কোনো পানিশমেন্ট (শাস্তি) হয় না। এসব বিষয়ে নজর দেওয়া জরুরি। ঢাকায় যেসব উড়ালসড়ক তৈরি হয়েছে, তার বেশির ভাগ অপরিকল্পিত।
বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব সাইফুল আলম বলেন, কোন ধরনের যান সড়কে চলবে, এ বিষয়ে একটা নির্দিষ্ট নীতিমালা থাকা উচিত। কিন্তু স্বাধীনতার পর থেকে এখনো সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা গ্রহণ করা হয়নি। কোনো সুনির্দিষ্ট পর্যবেক্ষণও নেই, ফলে যে যার মতো পরিবহন আমদানি করছে।
সাইফুল আলম আরও বলেন, ভাঙা রাস্তায় দুর্ঘটনা হলে দোষ হয় চালকের। অথচ চালকের দেখার সুযোগ ছিল না, রাস্তাটা ভাঙা নাকি ভালো। এ বিষয়ে সব মহলের দৃষ্টি দেওয়া প্রয়োজন।
দেশে অযাচিত দুর্ঘটনা অনেক বেড়েছে উল্লেখ করে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক শ্রমিক ফেডারেশনের সভাপতি আব্দুর রহিম বক্স বলেন, বর্তমানে মোটরসাইকেলের অপর নাম ‘অ্যাকসিডেন্ট’ হয়ে দাঁড়িয়েছে। তারা একটু জায়গা পেলেই দ্রুত যেতে চান। ফলে দুর্ঘটনা বেশি ঘটে।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: দ র ঘটন
এছাড়াও পড়ুন:
১৪০০ কোটি টাকা বাজেটের সিনেমায় আল্লু অর্জুনের নায়িকা প্রিয়াঙ্কা?
‘পুষ্পা’ তারকা আল্লু অর্জুনকে নিয়ে প্রায় ১৪০০ কোটি টাকা বাজেটের সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন পরিচালক অ্যাটলি কুমার। আপাতত সিনেমাটির নাম রাখা হয়েছে— ‘এএ২২×এ৬’। এলাহি আয়োজনে নির্মিত হবে সিনেমাটি। কিছুদিন ধরে গুঞ্জন উড়ছে, এ সিনেমায় আল্লু অর্জুনের বিপরীতে অভিনয় করবেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া।
আল্লু অর্জুনের জন্মদিনে এ সিনেমা নিয়ে বেশ কিছু তথ্য প্রকাশ করেছেন সিনেমা সংশ্লিষ্টরা। তবে আল্লু অর্জুনের নায়িকা প্রিয়াঙ্কা কি না তা জানাননি। ফলে অন্তর্জালে চর্চা চলমান।
ভারতীয় সংবাদ সংস্থা এএনআই-কে একটি সূত্র বলেন, “আল্লু অর্জুনকে নিয়ে অ্যাটলি কুমার অনেক বড় পরিসরে সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন। ফলে সিনেমাটি নিয়ে প্রত্যাশাও অনেক। এ প্রজেক্টের খবর প্রকাশ্যে আসার পর অনেকের নাম উঠে এসেছে। এ তালিকায় রয়েছে প্রিয়াঙ্কা চোপড়ার নামও। কিন্তু প্রিয়াঙ্কা চোপড়া এ সিনেমার অংশ কখনো হননি। যেসব খবর প্রকাশিত হয়েছে, তা অনুমান নির্ভর।”
পিঙ্কভিলাকে একটি সূত্র বলেন, “আল্লু অর্জুনের সিনেমায় অভিনয়ের প্রস্তাব প্রিয়াঙ্কাকে কখনো দেওয়াই হয়নি। মজার বিষয় হলো, সালমান খানকে নিয়ে পরিচালক অ্যাটলি কুমার একটি সিনেমা নির্মাণের পরিকল্পনা করেছিলেন। কিন্তু তা সফল হয়নি। মূলত, এ সিনেমার জন্য প্রিয়াঙ্কা চোপড়া পরিচালকের পছন্দ ছিলেন।”
‘এএ২২×এ৬’ সিনেমায় আল্লু অর্জুন দ্বৈত চরিত্রে অভিনয় করবেন। তা জানিয়ে সূত্রটি বলেন, “অ্যাটলির নতুন সিনেমায় আল্লু অর্জুন দ্বৈত চরিত্রে অভিনয় করবেন। তার ক্যারিয়ারে এটাই প্রথম দ্বৈত চরিত্র। নতুন সিনেমায় অ্যাটলি আলাদা একটি জগৎ তৈরি করবেন; যা বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা করেছেন।”
গুঞ্জন শোনা যাচ্ছে, সাইন্স ফিকশন-অ্যাকশন ঘরানার সিনেমা হবে এটি। আল্লু অর্জুন তার ইনস্টাগ্রামে ভিডিও শেয়ার করে বেশ কিছু দিকে ইঙ্গিতও দিয়েছেন। এটি প্রযোজনা করছে সান পিকচার্স। প্রতিষ্ঠানটিও তাদের সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি শেয়ার করেছেন।
এ ভিডিওতে দেখা যায়, চেন্নাইয়ে অবস্থিত সান পিকচার্সের অফিসে উপস্থিত হন আল্লু অর্জুন ও অ্যাটলি কুমার। সেখানে প্রযোজক কালানিথি মারনের সঙ্গে সাক্ষাৎ করেন এবং আলোচনা করেন তারা।
ভিডিওর এক অংশে মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে অবস্থিত একটি ভিএফএক্স স্টুডিওতে হাজির হন আল্লু অর্জুন-অ্যাটলি। স্টুডিওতে রাখা মাস্ক, গিয়ার ট্রাই করতে দেখা যায় আল্লু অর্জুনকে। নিজের ব্যক্তিত্বের থ্রি-ডি ক্যারেক্টারকে পর্দায় দেখানোর প্রক্রিয়াও পরীক্ষা করেন।
এসময় সেখানে হলিউডের কয়েকজন বিখ্যাত টেকনিশিয়ানের সঙ্গে আলোচনা করেন আল্লু-অ্যাটলি। তাদের মধ্যে রয়েছেন আয়রনহেড স্টুডিওর সিইও এবং আর্ট ডিরেক্টর জোস ফার্নান্দেজ। ‘স্পাইডার-ম্যান: হোমকামিং’, ‘ক্যাপ্টেন আমেরিকা: সিভিল ওয়ার’, ‘অ্যাভেঞ্জার্স: এজ অব আল্ট্রোন’-এর মতো সিনেমায় কাজ করেছেন তিনি।
তা ছাড়াও দেখা যায় ‘আয়রন ম্যান টু’, ‘ট্রান্সফরমারস: রাইজ অব দ্য বিটস’-এর মতো সিনেমার ভিএফএক্স গুরু জেমস ম্যাডিগানকে! ‘এএ২২×এ৬’ সিনেমার চিত্রনাট্য পড়ে বিস্মিত তিনি। জেমস বলেন— “চিত্রনাট্য পড়ে এখনো মাথা ঘুরছে।” স্পেকট্রাল মোশনের আর্ট ডিরেক্টর মাইক এলিজালদের সিনেমাটির গল্প প্রসঙ্গে বলেন— “এরকম কিছু কখনো পড়িনি। এটা আমার স্বপ্নের প্রজেক্ট।” এলাহি আয়োজনের জন্য প্রয়োজন অর্থ। তা হলে কত টাকা বাজেট নিয়ে মাঠে নেমেছেন নির্মাতারা? চলুন তা জেনে নিই—
আল্লু অর্জুন-অ্যাটলির সিনেমার বাজেট ধরা হয়েছে ৮০০ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৪০০ কোটি টাকা)। এ বাজেট থেকে শুটিংয়ের জন্য ব্যয় হবে ২০০ কোটি রুপি, ভিএফএক্সে (ভিজ্যুয়াল ইফেক্ট) খরচ হবে ২৫০ কোটি রুপি।
সিনেমাটিতে অভিনয়ের জন্য আল্লু অর্জুন পারিশ্রমিক নেবেন ১৭৫ কোটি রুপি। পাশাপাশি সিনেমাটির ১৫ শতাংশ লভ্যাংশ পাবেন এই তারকা। পরিচালক অ্যাটলি কুমার পারিশ্রমিক নেবেন ১০০ কোটি রুপি। যার মাধ্যমে ভারতীয় পরিচালকদের পারিশ্রমিকের রেকর্ড ভেঙে দিলেন তিনি।
আল্লু অর্জুন ছাড়াও সিনেমাটিতে আর কে কে অভিনয় করবেন সে বিষয়ে কিছু জানা যায়নি। তবে প্রথম সারির তারকারা এতে অভিনয় করবেন। তা ছাড়া বিশ্বের সেরা টেকনিশিয়ানরা সিনেমাটিতে কাজ করবেন। আগামী আগস্ট মাসে শুটিং শুরুর পরিকল্পনা করেছেন নির্মাতারা।
ঢাকা/শান্ত