বন্দরে পিতা-পুত্রের অনৈতিক কর্মকান্ডে অতিষ্ঠ এলাকাবাসী
Published: 17th, March 2025 GMT
বন্দরে মাদক ব্যবসায়ী রমজান ও তার সন্ত্রাসী পুত্র হোসেনের অনৈতিক কর্মকান্ডে অতিষ্ঠ হয়ে উঠেছে স্থানীয় এলাকাবাসী।
স্থানীয়দের অভিযোগ বন্দর থানার ফরাজিকান্দা উত্তরপাড়া এলাকার মৃত হাসান মিয়ার ছেলে চিহ্নিত মাদক কারবারি রমজানের মাদক স্পটে হাত বারালেই পাওয়া যাচ্ছে মরন নেশা ইয়াবা, হেরোইন, ফেন্সিডিলসহ নানা প্রকার মাদকদ্রব্য। এমন কথা জানিয়েছে স্থানীয়রা ।
নাম প্রকাশ না করার শর্তে ফরাজিকান্দা এলাকার একাধিক ব্যাক্তি আরো জানিয়েছে, গত ৫ আগস্টের পর থেকে ফরাজিকান্দা, লাহরবাড়ী ও বেপারীপাড়াসহ এর আশেপাশে এলাকায় সকাল থেকে গভীর রাত পর্যন্ত অবাধে ইয়াবা বিক্রি করে প্রতিদিন হাতিয়ে নিচ্ছে হাজার হাজার টাকা। এ ছাড়াও তার সন্ত্রাসী ছেলে হোছেনের রয়েছে একটি সন্ত্রাসী বাহিনী।
প্রতিনিয়ত সন্ত্রাসী হোছেন উল্লেখিত এলাকায় আধিপত্য বিস্তারের জন্য কিশোর গ্যাং নিয়ে গোটা এলাকায় দাবড়িয়ে বেড়াচ্ছে। মাদক ব্যবসায়ী পিতা ও সন্ত্রাসী পুত্র কারনে উল্লেখিত এলাকাসহ এর আশেপাশের এলাকায় গুলোতে অপরাধ প্রবনতা বৃদ্ধি পাওয়াসহ আইন শৃঙ্খলা ব্যাপক অবনতি ঘটেছে।
পাশাপাশি রমজানের মাদক স্পটের কারনে ফরাজিকান্দা, বেপারীপাড়া, দড়ি সোনাকান্দাসহ এর আশেপাশের এলাকা গুলোতে চুরি ছিনতাইয়ের ঘটনা বৃদ্ধি পেয়েছে।
মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী পিতা পুত্রের অপরাধ মূলক কর্মকান্ডের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য যৌথ বাহিনী জরুরী হস্তক্ষেপ কামনা করেছে স্থানীয় এলাকাবাসী।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ ফর জ ক ন দ এল ক য় ব যবস
এছাড়াও পড়ুন:
রাত পোহালেই যমুনা রেলসেতুর উদ্বোধন
রাত পোহালেই যমুনা নদীর ওপর নির্মিত দেশের দীর্ঘতম যমুনা রেলসেতু উদ্বোধন হতে যাচ্ছে। এর ফলে উত্তর ও দক্ষিণবঙ্গে রেল যোগাযোগ আরো সহজ হবে। প্রকল্প সংশ্লিষ্টরা জানান, ৫০টি পিলার আর ৪৯টি স্প্যানের ওপর অত্যাধুনিক স্টিল প্রযুক্তির অবকাঠামোতে নির্মিত এই সেতুটি পার হতে ট্রেনের ৩ থেকে সাড়ে ৩ মিনিট সময় লাগবে।
রেল সেতু নির্মাণ প্রকল্পের পরিচালক (পিডি) আবু ফাত্তাহ মো. মাসুদুর রহমান বলেন, “নতুন প্রকল্পের মাধ্যমে ডাবল লেনের রেল লাইন তৈরি করা হবে। এর ফলে যোগাযোগ, বাণিজ্য ও অর্থনীতির নতুন দিগন্ত উন্মোচিত হবে।”
এদিকে, সেতু উদ্বোধন উপলক্ষ্যে সব প্রস্তুতি নিয়েছে রেলপথ বিভাগ। যমুনা রেলসেতু উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম। অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত জাপানি রাষ্ট্রদূত সাইদা সিনিচি থাকবেন বলেও জানা গেছে।
আরো পড়ুন:
যমুনা রেল সেতুর উদ্বোধন মঙ্গলবার, পার হতে লাগবে সাড়ে ৩ মিনিট
দুর্ভোগের কেন্দ্রবিন্দু ফরিদপুরের বেইলি ব্রিজ
উদ্বোধনী কর্মসূচির মধ্যে যমুনা রেল সেতু পূর্ব ইব্রাহিমাবাদ স্টেশন থেকে মঙ্গলবার (১৭ মার্চ) সকাল ১১টা ২০ মিনিটে সিরাজগঞ্জ পশ্চিম প্রান্তে সয়দাবাদ রেল স্টেশন পর্যন্ত উদ্বোধনী ট্রেনে অতিথি ও সংশ্লিষ্টরা যমুনা রেল সেতু পার হবেন। ১১টা ৪০ মিনিটে সয়দাবাদ রেল স্টেশনে সংবাদ সম্মেলন করবেন তারা। দুপুর ১২টায় ইব্রাহিমাবাদ রেল স্টেশন পূর্ব প্রান্তে ফেরত যাবেন।
রেলওয়ে নির্মাণ প্রকল্পের পরিচালক (পিডি) আল ফাত্তাহ মাসুদুর রহমান বলেন, “যমুনা রেল সেতু দিয়ে ট্রেন পারাপারে আগের তুলনায় কম সময় লাগবে। ফলে দুই পাড়েই সময় সাশ্রয় হবে। ডাবল লেনের সুবিধা পেতে হলে আমাদের আরো অপেক্ষা করতে হবে।”
বাংলাদেশ রেলওয়ে চিফ ইঞ্জিনিয়ার তানভীরুল ইসলাম বলেন, “রেল সেতুতে নতুন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। যে কারণে রেল সেতুতে পরবর্তী সময়ে রং করার প্রয়োজন হবে না। ৪ দশমিক ৮ কিলোমিটার ডাবল লাইন ডুয়েলগেজ সেতুটি দেশের উত্তর-পশ্চিমাঞ্চলকে ঢাকার সঙ্গে রেলপথের মাধ্যমে সংযুক্ত করবে।”
সহকারী প্রকৌশলী রবিউল ইসলাম বলেন, “সেতু দিয়ে ১২০ কিলোমিটার গতিতে ট্রেন চলাচল করতে পারবে। উদ্বোধনের দিন থেকে প্রথম পর্যায়ে সেতু নিয়ে ৯০ কিলোমিটার গতিতে ট্রেন চলাচল করবে। এতে সময় লাগবে সাড়ে ৩ মিনিট। আগে যমুনা সেতু দিয়ে ট্রেন পাড়ি দিতে সময় লাগতো ২০ মিনিট।”
ঢাকা/কাওছার/মাসুদ