‘দল যতক্ষণ জিততেছে নিজের ব্যাটিং নিয়ে আমি ওইভাবে চিন্তা করছি না’
Published: 17th, March 2025 GMT
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিডিসিএল) রান খরায় ভুগছেন নাজমুল হোসেন শান্ত। ঐতিহ্যবাহী ক্লাব আবাহনী খেলছে শান্তর নেতৃত্বে। দল জয়ের ধারায় থাকায় নিজের রান নিয়ে ভাবছেন না শান্ত।
সোমবার (১৭ মার্চ) সংবাদমাধ্যমে এমন মন্তব্য করেন এই বাঁহাতি ব্যাটার, “দল যতক্ষণ পর্যন্ত ম্যাচ জিততেছে, নিজের ব্যাটিং নিয়ে আমি ওইভাবে চিন্তা করছি না।”
এখন পর্যন্ত তিন ম্যাচে ব্যাটিং করেছেন শান্ত। সর্বোচ্চ আসে ৩৭ রান। আর দুই ম্যাচে আউট হন ৯ ও ১২ রানে। এক ম্যাচে ব্যাটিংয়ে নামতে হয়নি। পাঁচ ম্যাচে চার জয়ে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে ক্লাবটি।
আরো পড়ুন:
জাতীয় ক্রিকেট লিগ টি-টোয়েন্টি: টুর্নামেন্ট সেরা রনি
খুলনাকে ৮১ রানে গুঁড়িয়ে ফাইনালে ঢাকা মেট্রো
রান না পেলেও ঢাকা লিগ উপভোগ করছেন বলে জানিয়েছেন শান্ত, “খুব উপভোগ করছি। দল হিসেবে এখন পর্যন্ত আমরা খুব ভালো ক্রিকেট খেলছি। তবু আমাদের যে দলটা আছে, আরও ভালো খেলা সম্ভব। পয়েন্ট টেবিলে খুব ভালো অবস্থানে আছি। ক্রিকেটাররা একেক ম্যাচে দায়িত্ব নিয়ে পারফর্ম করছে। খুব ইতিবাচক ব্যাপার।”
বরাবরের মতো জাতীয় দলের তারকা ক্রিকেটারদের নিয়ে দল গড়তে পারেনি আবাহনী। তবে একবারে যে নেই তাও নয়। বেশ শক্তিশালী দলই গড়েছেন তারা। আছেন তরুণ পেসার নাহিদ রানা। তরুণ ক্রিকেটারদের পাশাপাশি অভিজ্ঞ ক্রিকেটারও আছেন আবাহনীতে।
নিজের দল নিয়ে শান্ত বলেন, “অবশ্যই (জাতীয় দলের ক্রিকেটারদের উপস্থিতি) খুব গুরুত্বপূর্ণ। ছোটবেলা থেকে এই টুর্নামেন্টটা খেলে বড় হয়েছি আমরা। ওয়ানডে সংস্করণ ভালো করার অন্যতম কারণ এই ঢাকা প্রিমিয়ার লিগ। সবাই খেলতে পারছে, এটা ভালো দিক। যেটা দেখে ভালো লাগছে, সবাই চেষ্টা করছে প্রতিদিন কীভাবে দলকে জেতাতে পারে, অবদান রাখতে পারে। এটা ইতিবাচক দিক।’’
ঢাকা/রিয়াদ/আমিনুল
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
‘শুধু সরকার ও দল নয়, বাংলাদেশের জনগণের সঙ্গে সম্পর্ক চায় চীন’
ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, আমাদের সম্পর্ক দুই দেশের মধ্যে। চীন শুধু সরকার ও দল নয়, বাংলাদেশের জনগণের সঙ্গে সম্পর্ক চায়।
রবিবার (১৩ এপ্রিল) নর্থ সাউথ ইউনিভার্সিটিতে এক সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
‘চীন-বাংলাদেশ সম্পর্ক পুনর্মূল্যায়ন: প্রধান উপদেষ্টার যুগান্তকারী সফর’ শীর্ষক এক সম্মেলনের আয়োজন করে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়। এতে বিশেষ অতিথি ছিলেন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
তিনি আরো বলেন, বাংলাদেশ কখনো তাইওয়ানকে দেশ হিসেবে স্বীকৃতি দেয়নি। প্রধান উপদেষ্টার চীন সফরে বাংলাদেশের সেই পজিশন আবার উঠে এসেছে। প্রধান উপদেষ্টার চীন সফর একটি মাইল ফলক। আমাদের সম্পর্ক দুই দেশের মধ্যে। চীন শুধু সরকার ও দল নয়, বাংলাদেশের জনগণের সঙ্গে সম্পর্ক চায়।
রাষ্ট্রদূত আরো বলেন, আন্তর্জাতিক আইন ও রীতি লঙ্ঘন করে যুক্তরাষ্ট্র বিভিন্ন দেশের ওপর শুল্ক আরোপ করেছে। বাংলাদেশের ওপর শুল্ক আরোপ করেছে। চীনের ওপরও করেছে। তবে চীন তার বন্ধু দেশগুলোকে পাশে নিয়েই এ বিষয়ে সমাধান প্রত্যাশা করে।
চীনা রাষ্ট্রদূত জানান, কারিগরি শিক্ষায় বাংলাদেশকে সহায়তা দেবে চীন। সে জন্য কিছু চীনা কোম্পানি কারিগরি শিক্ষাখাতে বাংলাদেশে বিনিয়োগ করবে।
ঢাকা/হাসান/এনএইচ