রাজধানীর ওয়ারী এলাকা থেকে বিপুল পরিমাণ দেশি-বিদেশি জাল মুদ্রা, মুদ্রা তৈরির সরঞ্জামসহ দুজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) উত্তরা বিভাগ। আজ সোমবার আর কে মিশন রোডের একটি বাসায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো.

সাইদুর রহমান (৩২) ও মো. মেহেদী হাসান (২৫)। এ সময় তাঁদের কাছ থেকে ৩৮ লাখ ৫২ হাজার ৬০০ টাকার জাল টাকা এবং ৭৭ হাজার ১০০ ভারতীয় জাল রুপি উদ্ধার করা হয়।

ডিবি সূত্রে জানা যায়, একটি চক্র আর কে মিশন রোডের একটি ভবনে দেশি-বিদেশি জাল মুদ্রা তৈরি করছে। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করা হয়।

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

পান্থপথ–নিউমার্কেট এলাকার যানজট নিয়ন্ত্রণে ডিএমপির নির্দেশনা

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীর পান্থপথ ও নিউমার্কেটসহ বেশ কিছু সড়কে যান চলাচলে নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। বিভিন্ন বিপণিবিতানে ঈদের কেনাকাটা করতে আসা নগরবাসী ও এসব এলাকা দিয়ে চলাচলকারী যানবাহনের সুবিধার্থে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

আজ সোমবার ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীর বিভিন্ন বিপণিবিতানকেন্দ্রিক কেনাকাটার জন্য বিপুল জনসমাগম হচ্ছে। নগরবাসীর ঈদ কেনাকাটার সুবিধার্থে কেনাকাটা ছাড়া অন্যান্য যানবাহনকে ২১ ও ২২ মার্চ এবং ২৬ মার্চ থেকে ঈদের আগের দিন পর্যন্ত প্রতিদিন বেলা ১টা থেকে রাত ১০টা পর্যন্ত বিভিন্ন মার্কেটসংলগ্ন রাস্তা যথাসম্ভব পরিহার করে বিকল্প পথে চলাচলের জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। বিকল্প পথগুলো হলো—

সোনারগাঁও ক্রসিং থেকে পান্থপথ (বীর উত্তম কাজী নুরুজ্জামান সড়ক) হয়ে পান্থপথ এলাকা/ নিউমার্কেট এলাকা/ ধানমন্ডি/ মোহাম্মদপুর/ জিগাতলা/ মিরপুরগামী যানবাহনগুলোকে ফার্মগেট বা শাহবাগের দিকে ডাইভারশন দেওয়া হবে।

পান্থপথ–গ্রিনরোড ক্রসিং থেকে সোনারগাঁও ক্রসিংগামী যানবাহনগুলোকে (পান্থপথে ইউটার্নকারী যানবাহনসহ) গ্রিন রোডে/ রাসেল স্কয়ার বা ফার্মগেটের দিকে ডাইভারশন দেওয়া হবে।

মিরপুর রোড ও ধানমন্ডি থেকে আসা সায়েন্সল্যাব ইন্টারসেকশন হয়ে নিউমার্কেটগামী যানবাহনগুলোকে (সিটি বাস ছাড়া) সায়েন্স ল্যাব ক্রসিং থেকে বাঁয়ে মোড় নিয়ে এলিফ্যান্ট রোড বা কাঁটাবন রোড অথবা পলাশী ক্রসিং হয়ে চলাচলের জন্য ডাইভারশন দেওয়া হবে।

নিউমার্কেট ক্রসিং-এ নিউমার্কেটের সামনে দিয়ে মিরপুর সড়কগামী যানবাহনগুলোকে (সিটি বাস ছাড়া) নিউমার্কেট ক্রসিং থেকে নীলক্ষেত ক্রসিং বা আজিমপুর ক্রসিং বা নিউমার্কেট-পিলখানা সড়কের দিকে ডাইভারশন দেওয়া হবে।
ডিএমপি আরও জানিয়েছে, নিউমার্কেট ক্রসিং থেকে সায়েন্সল্যাব ক্রসিং পর্যন্ত মিরপুর রোডের দুই পাশে রিকশা চলাচলের জন্য আলাদা লেন (যে লেন দিয়ে কমপক্ষে তিনটি রিকশা পাশাপাশি চলতে পারবে) তৈরি করা হচ্ছে। রিকশাচালক ও যাত্রীদের ওই লেনে চলাচল করতে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

পান্থপথ ও মিরপুর রোডে নিউমার্কেটের সামনে দিয়ে চলাচলকারী যানবাহনগুলোকে ডাইভারশন এবং মিরপুর রোডের নিউমার্কেট এলাকায় রিকশা লেন মেনে চলাচল করার জন্য অনুরোধ করা হয়েছে। এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশ সবার সহযোগিতা কামনা করছে।

সম্পর্কিত নিবন্ধ