ম্যানচেস্টার থেকে বিমান যোগে সিলেট, সেখান থেকে গাড়িতে হবিগঞ্জ উপজেলার বাহুবলের স্বানঘাটে গ্রামের বাড়ি এসেছেন হামজা চৌধুরী। হামজার আগমনে ঝাড়পোঁছ করে পরিপাটি করা বাড়িটি সীমানা প্রাচীর দিয়ে ঢাকা। তার ঠিক বাইরে হামজাকে বরণ করার মঞ্চ প্রস্তুত করা হয়েছে।  

ওই মঞ্চে গাল ভরা হাসি নিয়ে হামজা এসেই সহজাত স্বরে বললেন, ‘আসসালাম ওয়ালাইকুম এভরিওয়ান।’ বাংলাদেশ দলের হয়ে খেলার ঘোষণা দেওয়ার পর হামজাকে নিয়ে চর্চা কম হয়নি। ভক্তরা নিশ্চয় জেনে গেছেন, পশ্চিমা দেশে থাকলেও হামজা ইসলামের অনুশাসন মেনে চলেন। তার স্বভাবত সালাম তারই অংশ।

সেখানেও হামজা কথা বললেন খুব সামান্য। তার বাংলা ভাষার শব্দ সংখ্যা সীমিত। যেটুকু জানেন তাও সিলেটি। বাড়ির আঙিনা ঘেষা মঞ্চের সামনে জড়ো হওয়া হাজার খানেক ভক্তদের মাতাতে হামজা তাই স্লোগান দেওয়াই যেন ভালো মনে করলেন। 

বিমানবন্দরে তাকে নিয়ে ভক্তদের উন্মাদনা হয়েছে। সেখানে সংবাদ মাধ্যমের সামনে আসলেও ভক্তদের ভিড়ে খুব একটা কথা বলতে পারেননি। হবিগঞ্জের বাড়িতেও খুব বেশি কথা তিনি বলেননি। তবে যেটুকু বলেছেন তাতে প্রাণের উচ্ছ্বাস মিশে ছিল। ভক্তদের উন্মাদনায় খুশি আর লাজুক চাহনির মিশেলে একটা হাসি দিয়ে বলেন, ‘আমার খুব ভাল লাগছে, আফনারা সবে আইছেন আমারে দেখবার লাগি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ.

..জিন্দাবাদ।’ 

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

দুই তারকার প্রতিষ্ঠানের নামে প্রতারণার ফাঁদ

কদিন আগেই যাত্রা শুরু করেছে টালিউড অভিনেতা যীশু সেনগুপ্ত ও সৌরভ দাসের যৌথ প্রযোজনা সংস্থা হোয়াই সো সিরিয়াস ফিল্মস। সিনেমা থেকে সিরিজ, সিরিয়াল—খুব শিগগির কাজ শুরু করবে এই প্রযোজনা সংস্থা। তবে এরই মধ্যেই শুরু হয়ে গেছে প্রতিষ্ঠানটির নাম ব্যবহার করে প্রতারণা। সোশ্যাল মিডিয়ায় ফেক অ্যাকাউন্টের মাধ্যমে প্রতারণার অভিযোগ পেয়েছেন সৌরভ দাস। এরপরই সবাইকে সতর্ক করেছেন সৌরভ ও যীশু।

ফেসবুক স্টোরিতে সৌরভ দাস জানিয়েছেন, ভুয়া অ্যাকাউন্টের সঙ্গে যেন কেউ যোগাযোগ না করে। যোগাযোগ করে প্রতারিত হলে হোয়াই সো সিরিয়াস ফিল্মস দায়ী থাকবে না।

বিষয়টি নিয়ে ভারতীয় সংবাদমাধ্যম টিভি নাইনকে সৌরভ বলেন, ‘একই দিনে অ্যাকাউন্ট খোলা হয়েছে একই রকম নামে। তবে আমাদের প্রযোজক সংস্থার নাম হোয়াই সো সিরিয়াস ফিল্মস। আর অন্যদিকে ফেক অ্যাকাউন্টের নাম হোয়াই সো সিরিয়াস ফিল্ম। সবাইকে বিভ্রান্ত করতেই কাছাকাছি নাম রাখা হয়েছে। তাই সাধারণ মানুষকে অবগত করতেই নিজেদের হ্যান্ডল থেকে বিষয়টা পোস্ট করা হয়েছে।’
তারকাদের বিভিন্ন প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে এর আগেও অনেক প্রতারণার খবর দেখা গেছে। তাই কিছুটা সাবধানতা অবলম্বনের জন্যই পোস্ট করেছেন যীশু ও সৌরভ।

আরও পড়ুনপ্রসেনজিৎ থেকে যীশু, যে অভিনেতাদের নতুন করে চিনিয়েছিলেন ঋতুপর্ণ৩০ মে ২০২২

উল্লেখ্য, চলতি ঈদে যীশু সেনগুপ্তকে দেখা গেছে বাংলাদেশের ‘বরবাদ’ সিনেমায়। মেহেদী হাসান পরিচালিত সিনেমাটির প্রধান দুই চরিত্রে অভিনয় করছেন শাকিব খান ও ইধিকা পাল।

সম্পর্কিত নিবন্ধ