ফেসবুকে ছবি দেখে মায়ের লাশ শনাক্ত প্রবাসী ছেলের
Published: 17th, March 2025 GMT
কুমিল্লার তিতাসে কবরস্থানের পাশ থেকে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার রাতে উপজেলার দক্ষিণ আকালিয়া থেকে হোমনার মিরাস গ্রামের ছেলু মিয়ার স্ত্রী আয়েশা বেগমের (৪৮) লাশটি উদ্ধার হয়। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছবি দেখে সৌদি আরব থেকে মায়ের লাশ শনাক্ত করেন ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আয়েশা বেগম তিন মাস ধরে উপজেলার মাথাভাঙ্গা গ্রামে বড় বোনের বাড়ি থাকতেন। তাঁর দুই সন্তানের মধ্যে মেয়ে বিবাহিত। ছেলে শির মিয়া সৌদিপ্রবাসী। তাঁর স্বামী ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। বাড়িতে স্বামী ও সন্তান না থাকায় তিনি বোনের বাড়ি থাকতেন।
গতকাল রোববার বিকেলে কাউকে কিছু না বলে বাড়ি থেকে চলে আসেন তিনি। লাশ উদ্ধারের বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে প্রবাসী ছেলে তাঁর মাকে চিনতে পারেন। বাড়িতে বিষয়টি জানালে আজ সোমবার তাঁর স্বজনরা তিতাস থানায় এসে তাঁকে শনাক্ত করেন।
আয়েশা বেগমের স্বামী ছেলু মিয়া ও মেয়ে শিউলী আক্তার জানান, এক বছর আগ থেকে আয়েশা বেগম মানসিকভাবে অসুস্থ। মাঝেমধ্যে তিনি ভারসাম্যহীন হয়ে পড়েন, একবার স্ট্রোকও করেছেন। তিন মাস ধরে তাঁর সমস্যা বেড়েছে। এ জন্য বোনের বাড়ি থাকতেন।
তিতাস থানার ওসি মোহাম্মদ মামুনুর রশীদ বলেন, পুলিশ লাশ উদ্ধার করলে এটি আয়েশার বলে তাঁর স্বজনরা শনাক্ত করেছেন। তাঁর গায়ে কোনও আঘাতে চিহ্ন নেই। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ব র হ মণব ড় য় মরদ হ
এছাড়াও পড়ুন:
সড়কে লাশ রেখে স্বজনদের বিক্ষোভ
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুর এলাকায় সড়কে লাশ রেখে হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে বিক্ষোভ করেছেন নিহতের স্বজন ও স্থানীয়রা। শনিবার বিকেলে মদনপুর-গাজীপুর বাইপাস সড়ক (এশিয়ান হাইওয়ে) তারা বিক্ষোভ করেন।
পরে পুলিশ এসে সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় আনা হবে- এমন আশ্বাসে বিক্ষোভ বন্ধ করেন বলে জানিয়েছেন বন্দর থানার ধামগড় পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মুজাহিদুল ইসলাম। তিনি জানান, শুক্রবার বিকেলে আবুল লালের সঙ্গে স্থানীয় মাহবুব নামের এক ব্যক্তি টাকা-পয়সা লেনদেন ও দোকানের জায়গা নিয়ে বিরোধের জেরে ঝগড়াঝাঁটি হয়। এর জেরে আবুল লাল রাগে ক্ষোভে বিষ পান করে। তাকে স্বজনরা উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে নিহতের স্বজনদের কাছে তা হস্তান্তর করে।
পুলিশ জানায়, নিহতের স্বজনরা আবুল লালকে হত্যা করা হয়েছে এমন অভিযোগ তুলে দোষীদের বিচার ও গ্রেপ্তারের দাবিতে মদনপুর গাজীপুর সড়কের মদনপুর ফুটওভার ব্রিজের নিচে লাশ রেখে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এতে প্রায় আধা ঘণ্টা সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশের আশ্বাসে বিক্ষোভ বন্ধ করলে যানবাহন চলাচল আবারও স্বাভাবিক হয়।