তসলিমা নাসরিনকে কলকাতায় ফেরানোর দাবি বিজেপি সাংসদের
Published: 17th, March 2025 GMT
কলকাতা থেকে এক সময় ‘বিতাড়িত’ বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিনকে পুনরায় ফেরাতে চায় বিজেপি। এ লক্ষ্যে এবার রাজ্যসভায় তসলিমার হয়ে সুর চড়ালেন বিজেপি সাংসদ শমীক ভট্টাচার্য।
আজ সোমবার সংসদে দাঁড়িয়ে বিজেপি নেতা বলেন, তসলিমার প্রত্যাবর্তন হোক। বাংলার নারী আন্দোলনের নতুন সূর্যোদয় হোক। শমীকের দাবি, তসলিমা নাসরিনের কাছে কলকাতা প্রাণের শহর। তিনি কলকাতায় ফিরে আসতে চান, বাংলায় কথা বলতে চান, বাংলায় সাহিত্য সৃষ্টি করতে চান। পশ্চিমবঙ্গ মানে কাজী নজরুলের শ্যামা-মায়ের বর্ণনা, নারী আন্দোলনের পটভূমি। আমি বলতে চাই, আত্মসমর্পণের দিন শেষ হোক। তসলিমার প্রত্যাবর্তন হোক। বাংলার নারী আন্দোলনের নতুন সূর্যোদয় হোক।
বর্তমানে রয়েছেন দিল্লিতে তসলিমা। ২০২৪ এর জুলাই মাসে ভারতে থাকা রেসিডেন্স পারমিট শেষ হয়ে যায় তার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শায়ের কাছে মেয়াদ বাড়ানোর আর্জি জানান তিনি। তার দাবি মেনে বাড়ানো হয় রেসিডেন্স পারমিটের মেয়াদ। তবে ২০০৭ সালের পর তার আর ফেরা হয়নি কলকাতায়।
ভোটের মুখে বিতর্কিত এই লেখিকাকে কলকাতায় ফেরানোর দাবি বিজেপির ‘মাস্টার্স স্ট্রোক’ বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। মমতাবিরোধী লড়াইয়ে মমতার কোর মুসলিম ভোট ব্যাংক ও মুসলিম মৌলবাদের কড়া সমালোচক তসলিমা নাসরিনকে গেরুয়া শিবির নির্বাচনী হাতিয়ার করতে চলেছে বলেই ধারণা বিশ্লেষকদের।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
বিয়ে করলেন গণতান্ত্রিক ছাত্র সংসদ নেতা খান তালাত মাহমুদ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সহসমন্বয়ক ও গণতান্ত্রিক ছাত্রসংসদের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক খান তালাত মাহমুদ বিয়ে করেছেন। আজ সোমবার সন্ধ্যায় খান তালাত মাহমুদ নিজেই বিয়ের বিষয়টি নিশ্চিত করে ফেসবুক পোস্ট দিয়েছেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সূত্র জানা যায়, খান তালাত মাহমুদের পাত্রীর নাম জান্নাতুল ফেরদৌসী। তিনি উচ্চমাধ্যমিক পাস করে বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি নিচ্ছেন। তাঁর বাড়ি বরগুনা জেলায়।
নাগরিক পার্টির উত্তরাঞ্চলের সংগঠক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সমন্বয়ক রাসেল আহমেদ বিয়ের এসব তথ্য প্রথম আলোকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘পারিবারিকভাবে বিয়েটি হচ্ছে। খান তালাতের এক আত্মীয়ের বাসায় ছোট পরিসরে বিয়ের অনুষ্ঠান হচ্ছে। এতে দুই পক্ষের নিকটাত্মীয় উপস্থিত রয়েছেন। তাঁরাও ১০ থেকে ১৫ জন এখানে উপস্থিত রয়েছেন।’
খান তালাত মাহমুদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তাঁর বাড়ি নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলায়। তিনি ওই উপজেলার জয়পুরের তারিকুল ইসলাম খানের ছেলে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রামে তিনি নেতৃত্ব দিয়েছেন। আন্দোলন চলাকালে ছাত্রলীগের নেতা–কর্মীরা তাঁকে মারধরও করেছিলেন।