অগ্নিপরীক্ষায় অবিশ্বাস্য প্রত্যাবর্তন
Published: 17th, March 2025 GMT
ইউরোপের লিগগুলো শেষের পথের যাত্রা শুরু করেছে। শিরোপা নির্ধারণের পথও ফুরিয়ে আসছে প্রতিনিয়ত। এই সময়ে প্রতিটি ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ। আর সেই ম্যাচটি যদি হয় শিরোপার দৌড়ে থাকা কোনো দলের বিপক্ষে, তাহলে তো কথাই নেই।
স্প্যানিশ লা লিগায় রোববার (১৬ মার্চ, ২০২৫) দিবাগত রাতে পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল অ্যাটলেটিকো মাদ্রিদ ও বার্সেলোনা মুখোমুখি হয়। মেট্রোপলিটানো স্টেডিয়ামের এই ম্যাচটি বার্সেলোনার জন্য ছিল অগ্নিপরীক্ষা। শীর্ষস্থান ধরে রাখতে, শিরোপা জয়ের দৌড়ে এগিয়ে যেতে ম্যাচটা ছিল মহামূল্যবান।
কিন্তু এমন একটি গুরুত্বপূর্ণ ম্যাচে ৪৫ মিনিটে জুলিয়ান আলভারেজের গোলে এগিয়ে যায় অ্যাটলেটিকো, পিছিয়ে পড়ে কাতালানরা। বিরতির পর ৭০ মিনিটে আলেক্সান্ডার সোরলোথের গোলে ব্যবধান দ্বিগুণ করে ফেলে অ্যাটলেটিকো।
আরো পড়ুন:
সদ্য প্রয়াত চিকিৎসককে জয় উৎসর্গ করল বার্সা
দশ জনের বার্সার বিপক্ষে হারল বেনফিকা
৭০ মিনিটের মাথায় গিয়ে দুই গোলে পিছিয়ে পড়া বার্সেলোনা অ্যাটলেটিকোর মাঠে এই ম্যাচে ঘুরে দাঁড়াবে, প্রত্যাবর্তনের গল্প লিখবে, সেটা হয়তো ভাবেনি কেউ। কিন্তু সবার ভাবনাকে ভুল প্রমাণ করে অগ্নিপরীক্ষার ম্যাচে অবিশ্বাস্য এক প্রত্যাবর্তনের গল্প লিখলো বার্সা।
৭২ মিনিটের মাথায় রবার্ত লেভানডোফস্কির গোলে ব্যবধান কমায় হানসি ফ্লিকের শিষ্যরা। ৭৮ মিনিটে ফেরান তোরেসের গোলে ফেরে সমতা। আর ৯০+২ মিনিটের মাথায় লামিনে ইয়ামাল গোল করে এগিয়ে নেন দলকে। ৯০+৮ মিনিটের মাথায় তোরেস তারা জোড়া গোল পূর্ণ করে বার্সেলোনাকে উপহার দেন ৪-২ ব্যবধানের অবিশ্বাস্য এক জয়।
যে জয় বার্সেলোনাকে কেবল অগ্নিপরীক্ষার ম্যাচে অবিশ্বাস্য প্রত্যাবর্তনের গল্পই লিপিবদ্ধ করায়নি, পয়েন্ট টেবিলের শীর্ষস্থানও সংহত করেছে।
২৭ ম্যাচ থেকে ৬০ পয়েন্ট ও +৪৮ গোল গড় নিয়ে যথারীতি কাতালানরা আছে লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষে। ২৮ ম্যাচ থেকে ৬০ পয়েন্ট ও +৩২ গোল গড় নিয়ে রিয়াল মাদ্রিদ আছে দ্বিতীয় স্থানে। আর ২৮ ম্যাচ থেকে ৫৬ পয়েন্ট ও +২৪ গোল গড় নিয়ে অ্যাটলেটিকো মাদ্রিদ আছে তৃতীয় স্থানে।
ঢাকা/আমিনুল
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ফ টবল অব শ ব স য
এছাড়াও পড়ুন:
ভ্রাম্যমাণ আদালতের ওপর ইট-পাটকেল নিক্ষেপ
মুন্সীগঞ্জের সিরাজদীখানে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটা বন্ধে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করেছে মাটি কাটা চক্রের সদস্যরা। আজ সোমবার বিকেলে উপজেলার লতব্দী ইউনিয়নের রামকৃষ্ণদি গ্রামে অভিযানে গেলে এ ঘটনা ঘটে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তৌহিদুল ইসলাম বারি।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে উপজেলার লতব্দী ইউনিয়নের রামকৃষ্ণদি ও খিদিরপুর গ্রামে ফসলি জমির মাটি কাটছে একটি চক্র। প্রশাসন কয়েকবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করলেও তা বন্ধ হয়নি। আজ বিকেলে উপজেলা সহকারী কমিশনার ভূমি তৌহিদুল ইসলাম বারির নেতৃত্বে একটি দল ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। এ সময় মাটি কাটার কাজে ব্যবহৃত দুটি ভেক্যু অচল করে দেওয়া হয়। এতে মাটি কাটা চক্রের সদস্যরা ক্ষিপ্ত হয়ে ভ্রাম্যমাণ আদালতের সদস্যদের ওপর হামলার চেষ্টা করে। একপর্যায়ে ইট-পাটকেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। পরে ঘটনাস্থল ত্যাগ করতে বাধ্য হন ভ্রাম্যমাণ আদালতের সদস্যরা।
এ বিষয়ে জানতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তৌহিদুল ইসলাম বারির মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি। ইউএনও এবং থানার ওসিকে ফোন করা হলে তারাও রিসিভ করেননি।
বিষয়ে জানতে সিরাজদীখান সার্কেলের সহকারী পুলিশ সুপার আ ন ম ইমরান হোসেন বলেন, অভিযান শেষ করে আসার সময় ওই এলাকার কয়েকজন মাটির ঢিল ছুড়ে মারে। এর বেশি কিছু হয়নি।