ভৈরবে কিশোরগঞ্জ এক্সপ্রেসের ইঞ্জিন বিকল, যাত্রীদের চরম দুর্ভোগ
Published: 17th, March 2025 GMT
ঢাকা থেকে ছেড়ে আসা কিশোরগঞ্জ এক্সপ্রেসের ইঞ্জিন হঠাৎ বিকল হয়ে ৫ ঘণ্টা ধরে ভৈরব রেলওয়ে স্টেশনে পড়ে আছে। ফলে ভোগান্তিতে পড়েছেন শতাধিক যাত্রী।
সোমবার দুপুর ১টার দিকে কিশোরগঞ্জের ভৈরব পৌর শহরের জগন্নাথপুর-লক্ষ্মীপুর এলাকায় হঠাৎ কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়। রেলওয়ে কর্তৃপক্ষ বিকেল সাড়ে ৩টায় নাসিরাবাদ থেকে ইঞ্জিন এনে ট্রেনটি উদ্ধার করে ভৈরব স্টেশনে আনে। এ সংবাদ লেখা পর্যন্ত ট্রেনটি গন্তব্যে ছেড়ে যায়নি।
জানা যায়, কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি সকাল সাড়ে ১০টায় ঢাকার কমলাপুর স্টেশন থেকে ছেড়ে সঠিক সময়ে ভৈরব স্টেশনে পৌঁছায়। স্টেশন থেকে নির্দিষ্ট সময়ের যাত্রা বিরতির পর কিশোরগঞ্জের উদ্দেশ্যে ১২টা ৫০ মিনিটে ছেড়ে যায় ট্রেনটি। কিছুদূর যেতেই পৌর শহরের জগন্নাথপুর-লক্ষ্মীপুর এলাকায় হঠাৎ ইঞ্জিন বিকল হয়ে পড়ে। ফলে ৩ ঘণ্টা কিশোরগঞ্জ-ভৈরব রুটে ট্রেন চলাচল বন্ধ থাকে। এতে বিজয় এক্সপ্রেস, নাসিরাবাদ ও এগারোসিন্দুর গোধূলি ট্রেনগুলো ছাড়তে বিলম্ব হয়।
এদিকে যাত্রীরা বলছেন, একে তো রোজা, তার ওপর আবার অসহনীয় গরম। ফলে ভোগান্তি বেড়েছে। স্টেশন কর্তৃপক্ষ কোনও কিছু বলছে না যাত্রীদের। এর আগেও গত সোমবার একই ট্রেন কুলিয়ারচরে হঠাৎ বিকল হয়ে যায়।
এ সময় যাত্রী বাঁধন বৈষ্ণব, জাকির মিয়া ও শাহাদাত হোসেন মিল্টন বলেন, ৫ ঘণ্টা ধরে ভৈরব রেলওয়ে স্টেশনে বসে আছি। কখন বাড়ি যাবো বলতে পারছি না। রেল কর্তৃপক্ষ কিছু বলছে না। বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষের ব্যর্থতা রয়েছে। তারা যাত্রী দুর্ভোগের কথা চিন্তা করে না।
এ বিষয়ে কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনের লোকোমাস্টার সুমন মিয়া বলেন, ট্রেনের হাওয়া জটিলতায় ইঞ্জিন চালু হলেও কাজ করছে না। নাসিরাবাদ থেকে ইঞ্জিন এনে সেটির সহযোগিতায় পুনরায় ট্রেনটি ভৈরব এনে মেরামত করা হচ্ছে। আশা করা যাচ্ছে সাড়ে পাঁচটার মধ্যে ট্রেনটি গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যেতে পারবে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: র ল য গ য গ বন ধ র লওয়
এছাড়াও পড়ুন:
‘জ্বীন ৩’ ছবির প্রথম গানে উৎসবের আমেজে নুসরাত-সজল
ঈদে মুক্তি প্রতীক্ষিত সিনেমাগুলোর প্রচারণায় সরগরম সামাজিক যোগাযোগমাধ্যম। এরই মধ্যে বেশ কয়েকটি সিনেমা তাদের গান ও টিজার প্রকাশ করেছে। ব্যতিক্রম ছিল শুধু ‘জ্বীন-৩’ সিনেমার বেলায়। আজ তারা এই সিনেমার ‘কন্যা’ গান প্রকাশ করেন।
এ গানে রঙিন হয়ে ধরা দিয়েছেন নুসরাত ফারিয়া ও আব্দুন নূর সজল। নুসরাত ফারিয়া অঙ্গে জড়িয়েছেন সিঁদুর লাল শাড়ি। অন্যদিকে আব্দুন নূর সজল গায়ে চাপিয়েছেন সাদা পাঞ্জাবি ও চুন্দ্রি ওড়না। সঙ্গে রং-বেরঙের মুখোশ। সব মিলিয়ে উৎসবের আমেজ স্পষ্ট।
‘কন্যা’ গানটির কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন। কণ্ঠ দিয়েছেন জাতীয় ইমরান মাহমুদুল ও দিলশাদ নাহার কনা। কণ্ঠের পাশাপাশি ‘কন্যা’র সুর-সংগীতও ইমরানের। ছবির প্রযোজনা সংস্থা জাজ মাল্টিমিডিয়া জানিয়েছে আগামী ১৭ মার্চ সন্ধ্যা ৭টায় প্রকাশ পাবে গানটি।
‘জ্বীন’ সিনেমার প্রথম কিস্তিতে দেখা গেলেও দ্বিতীয় কিস্তিতে ছিলেন না সজল। এবার তিনি যুক্ত হলেন তৃতীয় কিস্তিতে। প্রথম কিস্তিতে প্রশংসিত হয়েছিলেন এই অভিনেতা। তিনি জানান, এবার ‘জ্বীন-৩’ সিনেমার চরিত্রটি নিয়ে আরও সচেতন তিনি। এক মাসের বেশি সময় ধরে প্রি-প্রোডাকশনে সময় দিয়েছেন। নিয়মিত অনুশীলনে অংশ নিয়েছেন। নিজেকে পুরো ফিট করেই শুটিং করেছেন।
সজল বলেন, ‘আমার ক্যারিয়ারে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে “জ্বীন” সিনেমা। সবচেয়ে বেশি প্রশংসা পেয়েছি সিনেমাটি থেকে। সিনেমাটি ভালো ব্যবসাও করেছিল। “জ্বীন ৩” নিয়ে যুদ্ধ হবে আমার নিজের সঙ্গেই; নিজেকে কতটা ছাড়িয়ে যেতে পারব, সেই চাপ টের পাচ্ছি। এটা আমার জন্য চ্যালেঞ্জিং। কারণ, আমি আরও ভালো করতে চাই।’
‘জ্বীন’ সিরিজের তৃতীয় সিনেমা ‘জ্বীন ৩’। ২০২৩ সালে মুক্তি পায় এর প্রথম কিস্তি ‘জ্বীন’। গেল বছর প্রেক্ষাগৃহে আসে ছবির দ্বিতীয় অধ্যায় ‘মোনা: জ্বীন-২’। এবার রোজার ঈদে আসছে ‘জ্বীন ৩’। এই ছবির ওটিটি পার্টনার আইস্ক্রিন।