দক্ষিণের মণিরত্নম, অ্যাটলি কুমারের সঙ্গে কাজ করেছেন বলিউড তারকা শাহরুখ খান। এবার দক্ষিণের আরেক খ্যাতনামা পরিচালকের সঙ্গে তাঁর কাজ করার খবর নিয়ে নানা গুঞ্জন শোনা যাচ্ছে। খবর যে ‘পুষ্পা’ পরিচালক সুকুমারের সঙ্গে হাত মেলাতে চলেছেন ‘কিং খান’। আর সুকুমারের ছবিতে তাঁকে নেতিবাচক চরিত্রে দেখা যাবে বলে শোনা যাচ্ছে। এই গুঞ্জন প্রকাশ্যে আসার পর সিনেমাপ্রেমীদের মধ্যে উন্মাদনা ছড়িয়ে পড়েছে।

দক্ষিণের পরিচালকেরা শাহরুখ খানের সঙ্গে কাজ করতে দারুণ আগ্রহী। এই তালিকায় আছে সুকুমারের নাম। এর আগে গুঞ্জন ছিল যে সুকুমারের সাইকোলজিক্যাল থ্রিলারধর্মী ছবিতে আসতে চলেছেন শাহরুখ।

সুকুমার। নির্মাতার ফেসবুক থেকে.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

মহাকাশে ৯ মাস ধরে আটকা: সবচেয়ে কঠিন কী ছিল জানালেন সুনিতা

যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার নভোচারী সুনিতা উইলিয়ামস ও বুচ উইলমোর অবশেষে পৃথিবীতে ফিরছেন। দীর্ঘ ৯ মাস ধরে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) আটকা রয়েছেন তাঁরা। তাঁদের ফিরিয়ে আনতে গত শুক্রবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের কেনেডি স্পেস সেন্টার থেকে একটি মিশন পাঠিয়েছে নাসা ও ধনকুবের ইলন মাস্কের মহাকাশ প্রতিষ্ঠান স্পেসএক্স।

নাসা ও স্পেসএক্সের এই মিশনের নাম দেওয়া হয়েছে ‘ক্রু-১০’। এই মিশনে নতুন চার নভোচারীকে পাঠানো হয়েছে। তাঁরা আইএসএসে পৌঁছেছেন। এবার সুনিতা ও বুচের পৃথিবীতে ফেরার পালা। দুজন গত বছরের জুন মাস থেকে আইএসএসে রয়েছেন। আট দিনের মহাকাশ মিশনে সেখানে যান তাঁরা। কিন্তু বোয়িংয়ের স্টারলাইনার মহাকাশযানে ত্রুটির কারণে তাঁরা আটকা পড়েন।

দীর্ঘদিন পর বাড়ি ফেরা নিয়ে বেশ আগ্রহী সুনিতা ও বুচ। এ নিয়ে এক সংবাদ সম্মেলনে কথা বলেছেন তাঁরা। আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকেই তাঁরা ওই সংবাদ সম্মেলনে অংশ নেন।

স্পেসএক্সের ফ্যালকন–৯ রকেট ব্যবহার করে ‘ক্রু–১০’ মিশন মহাকাশে পাঠানো হয়

সম্পর্কিত নিবন্ধ