বিদেশে মিশাকে পেয়ে যা বললেন জায়েদ খান
Published: 17th, March 2025 GMT
ঢাকাই সিনেমার অভিনেতা মিশা সওদাগর। ২০১৮ সালের পর থেকে মার্কিন মুলুকে বসবাস করছেন তার স্ত্রী-সন্তান। ছেলেরাও সেখানে পড়াশোনা করেন। তাদের দেখাশোনার জন্য মিশাকে প্রায়ই যুক্তরাষ্ট্র যেতে হয়। সম্প্রতি যুক্তরাষ্ট্র গিয়েছেন মিশা সওদাগর। এ যাত্রায় তাকে ফুল দিয়ে বরণ করে নেন চিত্রনায়ক জায়েদ খান।
ফেসবুকে ছবি পোস্ট করে তিনি লেখেন, ‘স্বাগতম মিশা ভাই। আজ অনেকদিন পর আবার দেখা হলো। আল্লাহ আপনাকে সুস্থ রাখুন, ভালো রাখুন।’
ঢাকাই সিনেমার দুই প্রজন্মের দুই অভিনেতা মিশা সওদাগর ও জায়েদ খান। তবে দুজনের ব্যক্তিগত সম্পর্ক দারুণ। মিশা সওদাগরকে বড় ভাইয়ের মতোই সম্মান করেন জায়েদ খান। একসঙ্গে শিল্পী সমিতির রাজনীতিও করেছেন তারা। দুই মেয়াদে মিশা সভাপতি ও জায়েদ খান সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন।
মিশা সওদাগর এখন সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত। শেষ করেছেন ‘বরবাদ’ সিনেমার শুটিং। খুব শিগগির ‘তছনছ’সহ বেশ কয়েকটি সিনেমার কাজ শুরু করবেন এই খলনায়ক।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
বুদ্ধিপ্রতিবন্ধী মেয়েটি ৬ দিন যাবত পরিবার থেকে বিচ্ছিন্ন
গত ৬ দিন যাবত ২৬ বছর বয়সী বুদ্ধিপ্রতিবন্ধী মোছাঃ লিমা পরিবার থেকে বিচ্ছিন্ন। তার খোঁজ পেতে তার বাবা খন্দকার নিলু, মা মোসা: নেহেরাসহ স্বজনরা সম্ভাব্য সকলস্থানে খুঁজেছেন। কিন্তু তার কোন খোঁজ পাননি।
৫ ফুট উচ্চতা ও মুখমন্ডল গোলাকার মোছা: লিমা ১২ মার্চ সকাল ৭টায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের নাসিক ২নং ওয়ার্ডের পাইনাদি পশ্চিম ধনুহাজীরোড এলাকা থেকে নিখোঁজ হন। মানসিক ভারসাম্যহীন মেয়েটি সে থেকেই নিখোঁজ। তার খোঁজ না পেয়ে তার বাবা-মাসহ স্বজনরা ভেঙ্গে পড়েছেন।
নিখোঁজ মোছাঃ লিমা কারো সাথে কথা বলে না। নিজের নাম ও ঠিকানা বলতে পারে না। হারিয়ে যাওয়ার সময় তার পরিধানে ছিলো হালকা গোলাপি রঙের জামা এবং ওড়না। মোছাঃ লিমা নিখোঁজ হওয়ার পর এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (নং- ৭৮৪) করা হয়েছে।
কোনো স্বহৃয়বান ব্যক্তি নিখোঁজ মোছাঃ লিমা এর সন্ধান পেয়ে থাকলে মোবাইল নম্বরে (মোবাইল নাম্বার- ০১৯১৮৬৩২৪২৫, ০১৩০৫৫৮০৮৫৭) কল করে জানানোর জন্য তার পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।