দেশ একটা বিপজ্জনক পরিস্থিতির দিকে যাচ্ছে: জি এম কাদের
Published: 17th, March 2025 GMT
দেশ একটা বিপজ্জনক পরিস্থিতির দিকে ধাবিত হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের। তিনি বলেন, টিসিবির পণ্যের জন্য লম্বা লাইন দেখেই মানুষের অর্থনৈতিক অবস্থা কী, সেটা বোঝা যায়। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও অনেকেই পণ্য না পেয়ে খালি হাতে ঘরে ফিরছেন। অন্যদিকে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে সরকার ব্যর্থ হচ্ছে।
আজ সোমবার দুপুরে জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানীর কার্যালয়ে গণমাধ্যমের কর্মীদের সঙ্গে আলাপকালে জি এম কাদের এ কথা বলেন।
জাপা চেয়ারম্যান বলেন, ‘দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি অনিশ্চিত। মনে হচ্ছে, দেশ একটা বিপজ্জনক পরিস্থিতির দিকে ধাবিত হচ্ছে। সামনের দিনগুলো কেমন হবে, তা কেউ নিশ্চিত করে বলতে পারছে না। বিভিন্ন ধরনের ঘটনা ঘটছে, যা সরকারের নিয়ন্ত্রণের বাইরে। মানুষ আতঙ্কের মধ্যে বাস করছে।’
এক প্রশ্নের জবাবে জি এম কাদের বলেন, সামাজিক অস্থিরতার কারণে নতুন করে বিনিয়োগ হচ্ছে না। ব্যাংকগুলো ব্যবসায়ীদের প্রয়োজনমাফিক অর্থসহায়তা দিতে পারছে না। অনেকের ব্যবসা বন্ধ হয়ে যাচ্ছে। বেকারত্ব ও ক্ষুধার্ত মানুষের সংখ্যা বাড়ছে। স্বাভাবিকভাবে এমন বাস্তবতায় রাজনৈতিক অস্থিরতা ও অনিশ্চয়তা বৃদ্ধি অব্যাহত থাকবে। তিনি বলেন, ‘আমরা চাই, দেশে স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসুক।’
এ সময় জাপার চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী ও দলের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি–বিষয়ক সম্পাদক এলাহান উদ্দিন উপস্থিত ছিলেন।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ক পর স থ ত এম ক দ র
এছাড়াও পড়ুন:
পিএসএল অভিষেকে রিশাদের ৩ উইকেট, জিতেছে তাঁর দলও
৩ উইকেট নিয়ে পিএসএল অভিষেক রাঙালেন রিশাদ হোসেন। বাংলাদেশের লেগ স্পিনারের দল লাহোর কালান্দার্সও জিতেছে। রাওয়ালপিন্ডিতে কোয়েটা গ্লাডিয়েটর্সকে ৭৯ রানে হারিয়ে দ্বিতীয় ম্যাচে প্রথম জয় পেল লাহোরের দলটি।
রিশাদের লাহোর ফখর জামান ও স্যাম বিলিংসের ফিফটিতে করেছিল ৬ উইকেটে ২১৯ রান। ৩৯ বলে ৬৭ রান করেন পাকিস্তান ওপেনার ফখর। ইংলিশ উইকেটকিপার ব্যাটসম্যান বিলিংস ১৯ বলে ৫০ রান করে অপরাজিত থাকেন। ব্যাটিংয়ে নেমেছিলেন রিশাদও। শেষ ওভারে চতুর্থ বলে উইকেটে গিয়ে ১ বলে ১ রান করেন রিশাদ।
রাইলি রুশোকে বোল্ড করেছেন রিশাদ