মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আলোচনার আমন্ত্রণ যথাযথ যাচাই-বাছাইয়ের পরে ইরান এর জবাব দেবে। সোমবার ইরান আমেরিকাকে জবাব দেবে। সোমবার ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

সম্প্রতি তেহরানকে আলোচনার টেবিলে বসার আমন্ত্রণ জানিয়েছে চিঠি দেন ডোনাল্ড ট্রাম্প। তাতে তিনি সাফ জানিয়েছেন, ইরান হয় আলোচনার টেবিলে বসবে, নতুবা তাদেরকে সামরিক পদক্ষেপের মুখোমুখি হতে হবে।

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ট্রাম্পের চিঠি ও পারমাণবিক আলোচনার জন্য জনসমক্ষে আহ্বানকে প্রতারণামূলক এবং হুমকি বলে প্রত্যাখ্যান করেছেন।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, বিষয়টি নিয়ে কূটনৈতিক প্রতিক্রিয়ার কাজ চলছে।

তিনি বলেন, “এখন পর্যন্ত, আমাদের কাছে (ট্রাম্পের) চিঠি প্রচার করার কোনো কারণ নেই.

.. এই চিঠির প্রতি আমাদের প্রতিক্রিয়া সম্পূর্ণ যাচাই-বাছাইয়ের পর উপযুক্ত চ্যানেলের মাধ্যমে দেওয়া হবে।”

ইরানের মুখপাত্র ওয়াশিংটনের পক্ষ থেকে পরস্পরবিরোধী সংকেত দেওয়া হচ্ছে বলে উল্লেখ করে জানিয়েছেন, তেহরানের অর্থনীতির উপর নতুন নিষেধাজ্ঞা আরোপের পাশাপাশি আলোচনার জন্য প্রস্তুতির কথা বলছে যুক্তরাষ্ট্র।

তিনি বলেন, “কূটনৈতিক আলোচনার শিষ্টাচার হলো প্রতিটি পক্ষকে অন্য পক্ষের স্বার্থ স্বীকার করতে হবে এবং আরো গুরুত্বপূর্ণভাবে তাদের প্রতিশ্রুতি পূরণে বিশ্বাস রাখতে হবে। যুক্তরাষ্ট্র তা সম্মান করে না এবং আলোচনার সম্ভাবনাকে প্রচারণা ও রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে।”

ঢাকা/শাহেদ

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

সাংবাদিকদের আইসিটিসহ রাজনৈতিক মামলার দায়িত্ব নিলেন জামায়াত  

বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ডক্টর মো. ইকবাল হোসেন ভূইয়া বলেন, 'সাংবাদিকদের আইসিটি মামলাসহ অন্য যেকোনো রাজনৈতিক মামলার সকল দায় দায়িত্ব আজ থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামী সোনারগাঁ শাখা গ্রহণ করবে।

আইনজীবী ও মামলা পরিচালনার জন্য আর দুটি পয়সাও আদালতে গিয়ে আপনাদের গুনতে হবে না।

আমরা এই দায়িত্ব গুরুত্বসহকারে দেখবো৷ আপনারা যারা এধরনের মামলার কারণে দিনের পর দিন মানবেতর জীবন যাপন করছেন তাদের কাছে হাত জোর করে বিনয়ের সাথে ক্ষমা চাচ্ছি এ কারণে যে আমরা আগে আপনাদের খোঁজ খবর নিতে পারিনি'।  

সোমবার (১৭ মার্চ) বিকেলে নারায়ণগঞ্জ সাংবাদিক ফোরাম উদ্যোগে উপজেলা মডেল মসজিদের অডিটোরিয়াম সোনারগাঁয়ে সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

তিনি আরও বলেন, বর্তমান অন্তবর্তীকালীন সরকারের পূর্ণাঙ্গ সংস্কার শেষ হলে আগামী জাতীয় নির্বাচন হবে স্বরণকালের সর্বশ্রেষ্ঠ নিরপেক্ষ নির্বাচন।

সেই নির্বাচনে ভোটাররা নির্বিঘ্নে ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে নিজের ইচ্ছে মতো ভোট দিতে পারবে। তাই রাজনৈতিক দল গুলোর কাছে অনুরোধ রইলো পূর্ণাঙ্গ সংস্কার ছাড়া জাতীয় নির্বাচন দাবি করা থেকে বিরত থাকুন।

সোনারগাঁ সাংবাদিক ফোরামের সভাপতি মো. শাহজালালের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলার সেক্রেটারি মো. হাফিজুর রহমান, সহ সেক্রেটারি মো. আবু সাইদ মুন্না, কর্ম পরিষদ সদস্য মো. আশরাফুল ইসলাম, দেওয়ান মো. খোরশেদ আলম, বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলা উত্তরের আমির মো. ইসহাক মিয়া, সোনারগাঁ উপজেলার দক্ষিণের আমির মাহবুবুর রহমান, দেশ টিভির সিনিয়র সাব এডিটর মো. রুহুল আমীনসহ সোনারগাঁয়ের প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ প্রমুখ।
অনুষ্ঠান শেষে সবাইকে পবিত্র ইদুল ফিতরের আগাম শুভেচ্ছা জানিয়ে দেশের সকল নির্যাতিত নিপিড়ীত মানুষের মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
 

সম্পর্কিত নিবন্ধ