বেক্সিমকো ফার্মার ২২ হাজার কোটি টাকা দুর্নীতির অনুসন্ধান শুরু
Published: 17th, March 2025 GMT
করোনার ভ্যাকসিন ক্রয় নিয়ে বেক্সিমকো ফার্মার ২২ হাজার কোটি টাকার দুর্নীতি অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গোয়েন্দা অনুসন্ধানে অনিয়ম ও দুর্নীতির প্রাথমিক প্রমাণ পাওয়ার পর দুদকের উপপরিচালক আফরোজা হক খানের নেতৃত্বে চার সদস্যের একটি অনুসন্ধান টিম গঠন করা হয়েছে।
আজ সোমবার দুদকের মহাপরিচালক মো.
চার সদস্যের টিমের অন্য সদস্যরা হলেন- সহকারী পরিচালক বিলকিস আক্তার, উপসহকারী পরিচালক মো. জুয়েল রানা ও কাজী হাফিজুর রহমান। যারা এরইমধ্যে নথিপত্র সংগ্রহের কাজ শুরু করেছেন বলে জানা গেছে।
বিস্তারিত আসছে...
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
সাংবাদিকদের আইসিটিসহ রাজনৈতিক মামলার দায়িত্ব নিলেন জামায়াত
বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ডক্টর মো. ইকবাল হোসেন ভূইয়া বলেন, 'সাংবাদিকদের আইসিটি মামলাসহ অন্য যেকোনো রাজনৈতিক মামলার সকল দায় দায়িত্ব আজ থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামী সোনারগাঁ শাখা গ্রহণ করবে।
আইনজীবী ও মামলা পরিচালনার জন্য আর দুটি পয়সাও আদালতে গিয়ে আপনাদের গুনতে হবে না।
আমরা এই দায়িত্ব গুরুত্বসহকারে দেখবো৷ আপনারা যারা এধরনের মামলার কারণে দিনের পর দিন মানবেতর জীবন যাপন করছেন তাদের কাছে হাত জোর করে বিনয়ের সাথে ক্ষমা চাচ্ছি এ কারণে যে আমরা আগে আপনাদের খোঁজ খবর নিতে পারিনি'।
সোমবার (১৭ মার্চ) বিকেলে নারায়ণগঞ্জ সাংবাদিক ফোরাম উদ্যোগে উপজেলা মডেল মসজিদের অডিটোরিয়াম সোনারগাঁয়ে সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, বর্তমান অন্তবর্তীকালীন সরকারের পূর্ণাঙ্গ সংস্কার শেষ হলে আগামী জাতীয় নির্বাচন হবে স্বরণকালের সর্বশ্রেষ্ঠ নিরপেক্ষ নির্বাচন।
সেই নির্বাচনে ভোটাররা নির্বিঘ্নে ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে নিজের ইচ্ছে মতো ভোট দিতে পারবে। তাই রাজনৈতিক দল গুলোর কাছে অনুরোধ রইলো পূর্ণাঙ্গ সংস্কার ছাড়া জাতীয় নির্বাচন দাবি করা থেকে বিরত থাকুন।
সোনারগাঁ সাংবাদিক ফোরামের সভাপতি মো. শাহজালালের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলার সেক্রেটারি মো. হাফিজুর রহমান, সহ সেক্রেটারি মো. আবু সাইদ মুন্না, কর্ম পরিষদ সদস্য মো. আশরাফুল ইসলাম, দেওয়ান মো. খোরশেদ আলম, বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলা উত্তরের আমির মো. ইসহাক মিয়া, সোনারগাঁ উপজেলার দক্ষিণের আমির মাহবুবুর রহমান, দেশ টিভির সিনিয়র সাব এডিটর মো. রুহুল আমীনসহ সোনারগাঁয়ের প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ প্রমুখ।
অনুষ্ঠান শেষে সবাইকে পবিত্র ইদুল ফিতরের আগাম শুভেচ্ছা জানিয়ে দেশের সকল নির্যাতিত নিপিড়ীত মানুষের মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।