কোটা সংস্কার আন্দোলন চলছে। জুলাইয়ের ১৬ তারিখের পর থেকে যখন ছাত্রলীগের নেতাকর্মীরা ফেইসবুকে ওপেন পোস্ট দিয়ে পদত্যাগ করে আন্দোলনে জয়েন করা শুরু করল। তখন আপনারা হাজার হাজার লাইক কমেন্ট করলেন। আর মনে মনে ভাবলেন, ছেলে/মেয়েগুলো কতই না সাহসী, যেই কাজ করছে। যদি আন্দোলন থেমে যায়, তাহলে কি হবে ওদের!

আপনারা এতই বাহবা দিচ্ছিলেন যে, আমার ছাত্রলীগে কোনো পোস্ট-পদবি না থাকায় আপসোস হচ্ছিল। থাকলে তো ফেইসবুকে পদত্যাগ করতে পারতাম। তখন কেন এত বাহবা দিলেন? তখন যারা পদত্যাগ করেছেন, তাদের বললেন না কেন পদত্যাগ করেছো, তো কি হয়েছে? তুমি ছাত্রলীগ করতে, তুমি আন্দোলনে আসতে পারবে না। আন্দোলনে আসলে তোমাকে প্রতিহত করা হবে।

আপনারা সারজিস আলমের মতো পোস্টড ছাত্রলীগের নেতৃত্বে আন্দোলনে আসলেন। তখন তো ভাবলেন না, এ তো দোসর, এজেন্ডা বাস্তবায়নকারীও হতে পারে। সে যেখানে, আমরা সেখানে যাব না।

ময়মনসিংহে ছাত্রলীগের মিছিলের ছবি আছে, শহীদ সাগর বা দেশের বিভিন্ন প্রান্তে ছাত্রলীগের মিছিলের ছবি আছে। আরো এমন শত শহীদের কবরের পাশে গিয়ে ছবি তুললেন আবার দাবি করলেন, জুলাই বিপ্লবের সকল শহীদদেরই নিজেদের শহীদ বলে মনে করি।

এক কাজ করেন— এখন দাবী করেন ছাত্রলীগের সঙ্গে যে শহীদদের ছবি পাওয়া যাবে, তাদের যেন গ্যাজেটেড শহীদ লিস্ট থেকে বাদ দেওয়া হয়। কারণ ওয়ান্স এ ছাত্রলীগ অলয়েজ এ ছাত্রলীগ, শহীদ হওয়ার পরও সে ছাত্রলীগ।

কোটা সংস্কার আন্দোলনের সময় আমি যদি আজ মারা যেতাম— তাহলে হয়ে যেতাম আপনাদের শহীদ। আর এখন গাজী হিসেবে বেঁচে আছি বলে আপনাদের দৃষ্টিতে হয়ে আছি দোসর, এজেন্ডা বাস্তবায়নকারী, দালাল, চাটুকার ইত্যাদি হিসেবে।

সাদিক কাইয়ুম পোস্টেড অ্যাক্টিভ ছাত্রলীগ থেকে বেরিয়ে হয়ে যেতে পারে আপনাদের ইমাম। আর আমার না আছে পোস্ট পদবি, না আছে পদবির জন্য একটা সিভি। তবুও ছাত্রলীগই থেকে গেলাম!

আমার চোখে দেখা অ্যাক্টিভ ছাত্রলীগ হয়ে কোনো আন্দোলন না করে, ইভেন আন্দোলনের পক্ষে পোস্ট না দিয়ে, ৫ আগস্টে হাসিনা পালানোর পর পতাকা বেঁধে লাঠি নিয়ে বেরিয়ে, স্বাধীন লিখে হয়ে গেল আপনাদের দলের বিরাট নেতা, বিরাট দায়িত্বশীল।

সমস্যা কোথায়? হ্যাঁ, সমস্যা আছে। সেটা হলো আমরা আপনার দলে না যোগ দিয়ে, নিজেরাই যেই স্বপ্ন নিয়ে আন্দোলন করছিলাম, সেই স্বপ্নের একটি দল গঠন করতে চাচ্ছি।

মনে রাখবেন, যে ছেলে-মেয়ে ওইদিন ছাত্রলীগের আন্ডারে থেকে নিজেকে সরিয়ে নিয়ে আন্দোলনে যোগ দিয়েছিল, মৃত্যুটা সামনে দেখেই যোগ দিয়েছিল। কারণ আপনারা হয়তো বেঁচে যেতে পারতেন, তারা আপনাদের ততটা চেনে না। কিন্তু ছাত্রলীগের আন্ডারে যারা হলে ছিল, ছাত্রলীগ তাদের ‘কোর্ট মার্শাল’ করতো।

তাদের শিক্ষাজীবন ধ্বংস হতো না শুধু, বেঁচে থাকাও দুষ্কর হতো। যারা মৃত্যু দেখে এসেছে, তাদের কিসের ভয় দেখান? ট্যাগিং রাজনীতি একদল তো করেছিল, টিকতে কী পেরেছে? এ রাজনীতি যদি আপনারা কন্টিনিউ করেন, আপনারাও টিকতে পারবেন না।

আমরা যে লক্ষ্য নিয়ে এগোচ্ছি, সেই দিকে আমরা এগিয়েই যাব। কোন ভয়ভীতি আর চক্রান্ত কাজে আসবে না। কারণ আমরা ৫ আগস্টের লং মার্চে মৃত্যুকে দেখে আসা লোক। আর এই ট্যাগিংয়ের ফলে ঐক্যবদ্ধ বাংলাদেশীরা আবার খণ্ড-বিখণ্ড হয়ে গেলে, তার দায় কিন্তু আপনাদের নিতেই হবে।

ছাত্রলীগ ট্যাগিং হাতিয়ার দিয়ে ভিন্নমত দমন করে, নিজেরাই দমন হয়ে গেছে। সেই হাতিয়ার ছাত্রলীগ থেকে নিয়ে, যদি এভাবে ব্যবহার করতে থাকেন— আপনারাও কোন এক দিন দমন হয়ে যাবেন। প্রকৃতি কাউকে ছাড় দেয় না।

তবে সবশেষে আপনাদের আহ্বান জানাই, চলুন যেই আশা নিয়ে ‘২৪ এর গণঅভ্যুত্থান’ আমাদের প্রায় ২ হাজার ভাই-বোন জীবন দিয়েছে—সেই লক্ষ্য বাস্তবায়নে আমরা লীগের কালচার- এই ট্যাগিং রাজনীতি থেকে সরে আসি এবং গণঅভ্যুত্থানের প্রতিটা শক্তি আবার সবাই ঐক্যবদ্ধ হই। একে অপরের যৌক্তিক সমালোচনা করি। একটি ইনক্লুসিভ বাংলাদেশ গড়ি।

(লেখক: শিক্ষার্থী, ইসলামী বিশ্ববিদ্যালয় এবং কেন্দ্রীয় কার্যনিবার্হী সদস্য, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ)

ঢাকা/মেহেদী

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর আপন দ র র জন ত আপন র

এছাড়াও পড়ুন:

মানুষ মুখ ফিরিয়ে নেওয়ার আগে নির্বাচন দিন : দুলু

বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ‘‘দেশের মানুষ মুখ ফিরিয়ে নেওয়ার আগেই নির্বাচন দিন। সংস্কারের মুলা ঝুলিয়ে নির্বাচন বিলম্বিত করার সুযোগ নেই। দেশ চরম সংকটের মধ্য দিয়ে যাচ্ছে।’’ 

সোমবার (১৭ মার্চ) বিকেলে ননলডাঙ্গা উপজেলার খাজুরা ইউনিয়ন বিএনপি আয়োজিত আলোচনা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে দুলু এসব কথা বলেন।

এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, ‘‘দেশে আইনের শাসন বাস্তবায়ন না হলে স্থিতিশীলতা আসবে না। নির্বাচিত সরকার ছাড়া কোনোভাবেই স্থিতিশীলতা সম্ভব নয়। দেশের মানুষ স্বপ্ন দেখেছিল, রাষ্ট্র সংস্কার হবে, সরকারি অফিস-আদালতে ঘুষ-দূর্নীতি কমবে, কিন্তু হয়েছে তার উল্টো। দেশে ঘুষ-দূর্নীতি কমেনি বরং বেড়েছে। দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি মারাত্মকভাবে অবনতি হয়েছে।’’

আরো পড়ুন:

পুলিশের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে প্রধান উপদেষ্টার জরুরি বৈঠক সোমবার

শি জিনপিংয়ের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক ২৮ মার্চ

দুলু আরো বলেন, ‘‘দেশকে নিয়মের মধ্যে আনতে সবার আগে দরকার জাতীয় সংসদ নির্বাচন। দেশের মানুষকে বোকা ভাবলে চলবে না। দেশের মানুষ সব বোঝে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফার মধ্যে রাষ্ট্রের সকল সংস্কারের উল্লেখ রয়েছে। আলাদা করে আর কোনো সংস্কার প্রয়োজন নেই।’’ 

তিনি আরো বলেন, ‘‘অন্তবর্তী সরকার সংস্কারের কথা বলে অযথা সময় নষ্ট করছে, দেশের মানুষের জীবনযাত্রার মান রক্ষার জন্য দ্রুত নির্বাচন দিতে হবে।’’ 

বিএনপির এই সিনিয়র নেতা বলেন, ‘‘আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ এবং তাদের দোসরদের ষড়যন্ত্র সম্পর্কে দেশের মানুষকে সজাগ থাকতে হবে। গত ১৬ বছর আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ এবং তাদের দোসররা যে জুলুম ও দুঃশাসন চালিয়েছে তা ভুলে গেলে চলবে না।’’ 

খাজুরা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুর রহিমের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন, জিল্লুর রহমান খান চৌধুরী (বাবুল চৌধুরী), সাইফুল ইসলাম আফতাব প্রমুখ।

ঢাকা/আরিফুল/বকুল

সম্পর্কিত নিবন্ধ