চট্টগ্রাম ও রাজশাহী বিভাগে ফরেনসিক ডিএনএ ল্যাব স্থাপনের সিদ্ধান্ত
Published: 17th, March 2025 GMT
নারী ও শিশু নির্যাতনসংক্রান্ত অপরাধ নির্ণয়ের সক্ষমতা বাড়াতে চট্টগ্রাম ও রাজশাহী বিভাগে দুটি ফরেনসিক ডিএনএ ল্যাবরেটরি স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।
সোমবার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বিশেষ সভায় এই সিদ্ধান্ত হয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নারী ও শিশু নির্যাতন দমন (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’–এর খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। এ বিষয়ে অংশীজনদের কাছ থেকে পাওয়া মতামত অনুযায়ী খসড়াটি প্রয়োজনীয় পরিমার্জন করে উপদেষ্টা পরিষদের পরবর্তী বৈঠকে চূড়ান্ত অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নারী ও শিশু নির্যাতনসংক্রান্ত অপরাধ নির্ণয়ের সক্ষমতা বাড়ানোর জন্য আপাতত চট্টগ্রাম ও রাজশাহী বিভাগে দুটি ফরেনসিক ডিএনএ ল্যাব স্থাপন করা হবে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: উপদ ষ ট
এছাড়াও পড়ুন:
বুদ্ধিপ্রতিবন্ধী মেয়েটি ৬ দিন যাবত পরিবার থেকে বিচ্ছিন্ন
গত ৬ দিন যাবত ২৬ বছর বয়সী বুদ্ধিপ্রতিবন্ধী মোছাঃ লিমা পরিবার থেকে বিচ্ছিন্ন। তার খোঁজ পেতে তার বাবা খন্দকার নিলু, মা মোসা: নেহেরাসহ স্বজনরা সম্ভাব্য সকলস্থানে খুঁজেছেন। কিন্তু তার কোন খোঁজ পাননি।
৫ ফুট উচ্চতা ও মুখমন্ডল গোলাকার মোছা: লিমা ১২ মার্চ সকাল ৭টায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের নাসিক ২নং ওয়ার্ডের পাইনাদি পশ্চিম ধনুহাজীরোড এলাকা থেকে নিখোঁজ হন। মানসিক ভারসাম্যহীন মেয়েটি সে থেকেই নিখোঁজ। তার খোঁজ না পেয়ে তার বাবা-মাসহ স্বজনরা ভেঙ্গে পড়েছেন।
নিখোঁজ মোছাঃ লিমা কারো সাথে কথা বলে না। নিজের নাম ও ঠিকানা বলতে পারে না। হারিয়ে যাওয়ার সময় তার পরিধানে ছিলো হালকা গোলাপি রঙের জামা এবং ওড়না। মোছাঃ লিমা নিখোঁজ হওয়ার পর এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (নং- ৭৮৪) করা হয়েছে।
কোনো স্বহৃয়বান ব্যক্তি নিখোঁজ মোছাঃ লিমা এর সন্ধান পেয়ে থাকলে মোবাইল নম্বরে (মোবাইল নাম্বার- ০১৯১৮৬৩২৪২৫, ০১৩০৫৫৮০৮৫৭) কল করে জানানোর জন্য তার পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।