৭,৫৬০ পদে চলমান কিছু নিয়োগের বিজ্ঞপ্তি
Published: 17th, March 2025 GMT
সরকারি/বেসরকারি কয়েকটি প্রতিস্থানে ৭,৫৬০ পদে বিভিন্ন ক্যাটাগরিতে নিয়োগ দেওয়া হবে। যেখানে ন্যূনতম যোগ্যতা থেকে উচ্চশিক্ষিত সবাই আবেদন করতে পারবেন। আবেদনের প্রক্রিয়া, যোগ্যতা, বেতন কাঠামো, আবেদন করার শেষ তারিখ এবং প্রয়োজনীয় তথ্য জানতে এবং আবেদন করতে নিচের লিংকগুলো দেখুন।
১। খাদ্য অধিদপ্তর- http://dgfood.
২। পিএসসি নন ক্যাডার (বিভিন্ন পদ)- http://bpsc.teletalk.com.bd/ncad/home.php
৩। বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়-http://emrd.teletalk.com.bd/
৪। স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রণালয়- http://hsd.teletalk.com.bd/
৫। অর্থ মন্ত্রণালয়- http://mof.teletalk.com.bd/
৬। বাংলাদেশ সমরাস্ত্র কারখানা- http://bof.teletalk.com.bd/
৭। বস্ত্র ও পাট মন্ত্রণালয়- http://motj.teletalk.com.bd/
৮। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশন- http://biwtc.teletalk.com.bd/biwtc/
৯। কারা অধিদপ্তর- http://prison.teletalk.com.bd/
১০। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন এমইএস- http://mes.teletalk.com.bd/
১১। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী- https://ansarvdp.gov.bd/
১২। পোস্ট মাস্টার জেনারেল (দক্ষিণাঞ্চল)- http://pmgsc.teletalk.com.bd/
১৩। সমন্বিত ব্যাংক অফিসার (আরসি)- https://erecruitment.bb.org.bd/
১৪। কারিগরি শিক্ষা অধিদপ্তর- http://dtev.teletalk.com.bd/
১৫। জেনারেল ম্যানেজার ডাক জীবন বীমা, রংপুর- http://pliwc.teletalk.com.bd/
১৬। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ- http://bida.teletalk.com.bd/
১৬। বাংলাদেশ নৌবাহিনী (অসামরিক)- http: bndcp.teletalk.com.bd/
১৭। অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, অর্থ মন্ত্রণালয়- http://ird.teletalk.com.bd/
১৮। পল্লী উন্নয়ন একাডেমী, বগুড়া- http://rda.teletalk.com.bd/
১৯। বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিস কর্পোরেশন- http://bcic.teletalk.com.bd/
২০। পানি উন্নয়ন বোর্ড- https://jobs.bwdb.gov.bd/
২১। সিভিল সার্জন কার্যালয়, কুষ্টিয়া- http://cskushtia.teletalk.com.bd/
২২। সিভিল সার্জন কার্যালয়, মানিকগঞ্চ- http://csmanikganj.teletalk.com.bd/
২৩। সিভিল সার্জন কার্যালয়, গোপালগঞ্জ- http://csgop.teletalk.com.bd/
উৎস: Samakal
কীওয়ার্ড: চ কর
এছাড়াও পড়ুন:
রাবির ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ‘বি’ ইউনিটের ফল প্রকাশ হয়েছে।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) জনসংযোগ প্রশাসক অধ্যাপক আখতার হোসেন মজুমদার সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
‘বি’ ইউনিটে সর্বমোট পরীক্ষার্থী ছিলেন ৪২ হাজার ৪৩৩ জন। এর মধ্যে, বাণিজ্য গ্রুপের ১৭ হাজার ৬৮৪ জনের মধ্যে ৬ হাজার ২১৮ জন (৩৫.১৬ শতাংশ) এবং অ-বাণিজ্য গ্রুপে ১৭ হাজার ৪০৩ জনের মধ্যে ৯৫০ জন (৫.৪৬ শতাংশ) উত্তীর্ণ হয়েছেন। অ-বাণিজ্য গ্রুপে বিজ্ঞান শাখায় ৬১৮ জন ও মানবিক শাখায় ৩৩২ জন উত্তীর্ণ হয়েছেন। উভয় গ্রুপ মিলিয়ে গড় পাশের হার ২০.৪৩ শতাংশ।
পরীক্ষার্থীদের প্রাপ্ত সর্বোচ্চ নম্বর বাণিজ্য গ্রুপে ৭৭.৫০ এবং অ-বাণিজ্য গ্রুপে ৬০.২৫। এই ইউনিটটিতে মোট আসন সংখ্যা ৫৫৯টি। এর মধ্যে, বাণিজ্য গ্রুপের জন্য ৩৬৭টি, অ-বাণিজ্য গ্রুপে বিজ্ঞান শাখার জন্য ১৬৬টি এবং মানবিক শাখার জন্য ২৬টি আসন বরাদ্দ রয়েছে।
উত্তীর্ণ শিক্ষার্থীদের পরবর্তী করণীয় নির্দেশনা সংশ্লিষ্ট ওয়েবসাইটে https://admission.ru.ac.bd/ এবং বিশ্ববিদ্যালয়ের ভেরিফাইড ফেসবুক পেজ University of Rajshahi থেকে দেখা যাবে।
বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত ছয়টি বিভাগ ও ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট ‘বি’ ইউনিটের অন্তর্ভুক্ত। ভর্তি সংক্রান্ত রাবি ওয়েবসাইটে https://application.ru.ac.bd/ লগইন করে ভর্তিচ্ছুরা নিজ নিজ ফলাফল দেখতে পারবে।
এজন্য এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষার রোল নম্বর, শিক্ষা বোর্ডের নাম ও পাশের বছর প্রয়োজন হবে।
ঢাকা/ফাহিম/মেহেদী