দেশীয় উদ্যোক্তাদের নিজস্ব স্বকীয়তা ও বৈচিত্র্যময় পণ্যগুলো এক ছাতার নিচে এনে শুরু হয়েছে হালফ্যাশন ঈদ মেলা। নানা নকশার পোশাক, গয়না, ব্যাগসহ হরেক রকম পণ্য রয়েছে এ মেলায়।

আজ সোমবার রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বরে অবস্থিত মাইডাস সেন্টারে মেলার উদ্বোধন হয়। বাংলাদেশের ফ্যাশন ও লাইফস্টাইল ওয়েব পোর্টাল ‘হাল ফ্যাশন’ প্রথমবারের মতো আয়োজন করছে ঈদমেলা ২০২৫। দেশীয় পণ্যকে এবারের ঈদে সবার কাছে পৌঁছে দেওয়াই এই আয়োজনের মূল লক্ষ্য। মেলায় বৈচিত্র্যময় সৃজনসম্ভার নিয়ে উপস্থিত থাকছেন ৫০ জনের বেশি দেশি উদ্যোক্তা।

মেলায় বৈচিত্র্যময় পণ্য নিয়ে এসেছেন ৫০ জনের বেশি দেশি উদ্যোক্তা। মাইডাস সেন্টার, ধানমন্ডি, ঢাকা। ১৭ মার্চ.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

সাবেক সংসদ সদস্য শাহীন চাকলাদার ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে মামলা

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে যশোর–৬ (কেশবপুর) আসনের সাবেক সংসদ সদস্য মো. শাহীন চাকলাদার ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ সোমবার তাঁদের বিরুদ্ধে মামলাগুলো করা হয়।

রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে সংস্থাটির মহাপরিচালক মো. আক্তার হোসেন বলেন, ৪২ কোটি ৪৬ লাখ ৬৪ হাজার ৬২৩ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে শাহীন চাকলাদারের বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে। তাঁর ২৯টি ব্যাংক হিসাবে ৩৪১ কোটি ৬১ লাখ ৬৬ হাজার ৩৬৫ টাকার অস্বাভাবিক লেনদেন হয়েছে।

মো. আক্তার হোসেন বলেন, ১১ কোটি ২০ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে শাহীন চাকলাদারের স্ত্রী ফারহানা জাহানের বিরুদ্ধে আরেকটি মামলা করা হয়েছে।

সম্পর্কিত নিবন্ধ