দেশের অন্যতম ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ড আড়ং কক্সবাজারে তাদের ৩১তম আউটলেটের শুভ উদ্বোধন ঘোষণা করেছে।
শহরের সিঙ্গাপুর মার্কেট, ঝাউতলা মেইন রোডে অবস্থিত দুই তলাবিশিষ্ট, ১১ হাজার বর্গফুটের এই আউটলেট বাংলাদেশের প্রধান সমুদ্র সৈকত শহরে আড়ং-এর প্রথম শাখা।
দেশি ও আন্তর্জাতিক পর্যটকদের আকর্ষণীয় এই বিপণন কেন্দ্রে মিলবে বাংলাদেশের ঐতিহ্যবাহী কারুশিল্পের অনন্য সংগ্রহ।
ব্র্যাক এন্টারপ্রাইজের ব্যবস্থাপনা পরিচালক তামারা হাসান আবেদ বলেন, আমরা আনন্দিত যে আড়ং এখন কক্সবাজারে। বাংলাদেশের প্রধান পর্যটন গন্তব্য হিসেবে, এই প্রাণবন্ত শহরটি আমাদের ঐতিহ্য ও কারুশিল্প জন্য উপযুক্ত স্থান।
১৯৭৮ সালে প্রতিষ্ঠিত ব্র্যাকের সামাজিক উদ্যোগ আড়ং বাংলাদেশের কারুশিল্পকে বিশ্বব্যাপী তুলে ধরতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
ঢাকা/এনএইচ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
ঈদ শপিংয়ে কসমেটিকস বিক্রিতে শীর্ষে হারল্যান স্টোর
ঈদের শেষ মুহূর্তের কেনাকাটায় বরাবরের মতো অন্যতম আকর্ষণ থাকে কসমেটিকস ও স্কিন কেয়ার পণ্য। এবারেও তার ব্যতিক্রম নয়। তবে এবার পণ্য ও আউটলেট বাছাইয়ে পেয়েছে ভিন্নতা। মানহীন ও ভেজাল পণ্যের ভিড়ে এবার অথেনটিক কসমেটিকস শপগুলোতে ছিল উপচে পরা ভিড়। দেশের সবচেয়ে বড় অথেনটিক রিটেইল আউলেট হারল্যান স্টোর রয়েছে বিক্রির শীর্ষে।
দেশব্যাপী এ রিটেইল শপের আউটলেটগুলোয় গত ঈদের তুলনায় বিক্রি অনেক বেশি বলে জানিয়েছেন শপটির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. গিয়াস উদ্দিন বিশ্বাস। তিনি বলেন, “এরই মধ্যে আমরা সারা দেশের মানুষের কাছে বিশ্বস্ততাও অর্জন করেছি। আমরা মানুষের দৈনন্দিন প্রয়োজনীয় সব অথেনটিক পণ্য স্টোরগুলোতে নিশ্চিত করেছি। এ স্টোরে এখন পাওয়া যাচ্ছে দেশি-বিদেশি ১৬টির অধিক ব্র্যান্ডের পণ্য।”
এছাড়া দেশজুড়ে চলছে “হারল্যান ঈদের খুশি, নতুন স্কুটিতে হবে বেশি’ ক্যাম্পেইন। দেশজুড়ে দেড় শতাধিক হারল্যান স্টোর আউটলেট, হারল্যান স্টোর ফ্ল্যাগশিপ আউটলেট ও herlan.com ওয়েবসাইটে উপলব্ধ অথেনটিক পণ্যের সুবিশাল রেঞ্জ থেকে হাজার টাকার পণ্য কিনে এরই মধ্যে ৬ জন স্কুটি জিতেছেন। এর বাইরেও রয়েছে লাখ টাকার নিশ্চিত ক্যাশ ভাউচার জেতার সুযোগ। ঈদ উপলক্ষে ক্রেতাদের জন্য আমাদের এই ক্যম্পেইনে ব্যাপক সাড়া মিলেছে।”
রাজধানীর গুলশান পিংক সিটি, যমুনা ফিউচার পার্ক, উত্তরা জসিম উদ্দিন, বেইলি রোড আউটলেটগুলোয় ব্যাপক ভিড় দেখা গেছে। বিশেষ করে ঈদের আগে স্কিন এনালাইজার মেশিন ব্যবহার করে পণ্য বাছাইয়ে বেশ লম্বা লাইন দিতে হয়েছে ক্রেতাদের।
স্টোরগুলোতে ক্রেতাদের পছন্দের শীর্ষে ছিলো লিপস্টিক, আইলাইনার, প্রেস পাউডার, ফাউন্ডেশন, লিপগ্লস, আইশেড কালার কসমেটিকস। এছাড়া ফেস ও হেয়ার সিরাম, ফেস ওয়াশসহ প্রয়োজনীয় পণ্য বেশি কিনতে দেখা গেছে ক্রেতাদের।
হারল্যান স্টোরের প্রতিটি ব্র্যান্ডের পণ্যই উচ্চতর গবেষণা ও ফর্মুলেশন দিয়ে তৈরি। যুক্তরাষ্ট্র ও ইউরোপের সেরা কোম্পানিগুলোর কাছ থেকে কাঁচামাল এনেই তৈরি হচ্ছে এসব পণ্য। যা ক্রমেই ক্রেতাদের মাঝে আস্থা ও নির্ভরতার কেন্দ্রবিন্দুতে পৌঁছে দিয়েছে হারল্যান স্টোরকে।
ঢাকা/সাজ্জাদ/সাইফ