রূপগঞ্জে সাত বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা মামলায় ইব্রাহিম (৫৩) এর ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (১৭ মার্চ) সকালে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. শহীদুল ইসলাম চৌধুরীর আদালতে আসামিকে হাজির করে ১০দিনের পুলিশ রিমান্ডের আবেদন করলেও আদালত শুনানি শেষে ৭দিনের রিমান্ড মঞ্জুর করেন। রূপগঞ্জ থানা মামলা নং - ৩০(৩)২৫।

রিমান্ডকৃত আসামির  মো.

ইব্রাহিমকে (৫৩)। সে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার মেরুয়াখলার জয়নগর মাযাইর এলাকার মৃত আব্দুল মোতালিব মিয়ার ছেলে। বর্তমানে তিনি রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার রূপসী বাগানবাড়ি এলাকায় রুবেল’র বাড়ির ভাড়াটিয়া।

মামলার শুনানিতে উপস্থিত ছিলেন বিএনপির নারায়ণগঞ্জ জেলা নিপীড়িত নারী ও শিশুদের আইনী সহায়তা সেলের সদস্য নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এড. এইচ.এম আনোয়ার প্রধান ও এড. আসমা হেলেন বিথি এবং মহানগর সেলের সদস্য জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. হুমায়ন কবির ও এড. সামসুন নূর বাঁধন। এছাড়াও বিএনপিপন্থী আইনজীবীরা উপস্থিত ছিলেন।

এবিষয়ে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এড. এইচ এম আনোয়ার প্রধান বলেন, রূপগঞ্জ থানার সাত বছরের শিশু ধর্ষণের চেষ্টা মামলায় আসামি ইব্রাহিমকে সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 

তিনি আরও বলেন, আমরা পুরো নারায়ণগঞ্জ জেলা জুড়ে নিপীড়িত নারী ও শিশুদের আইনী সহায়তা দেওয়ায় জন্য প্রস্তুত রয়েছি। কেউ যদি এধরনের বৈঞ্চনার শিকার হন তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা বিনা পয়সায় সামাজিক ও আইনি সহযোগিতা করবো। 

এদিকে আসামি পক্ষের জনৈক আইনজীবী পিটিশন দাখিল করলেও আদালতে উপস্থিত ছিলেন না। 

উল্লেখ্য, গত ১৫ মার্চ রূপগঞ্জে আলোচিত সাত বছরের শিশুকে ধর্ষণচেষ্টা মামলায় আসামি ইব্রাহিমকে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর থানার জয়নগর মাযাইর এলাকা থেকে গ্রেপ্তার করেন র‌্যাব-১১।

শনিবার (১৫ মার্চ) বিকেল সাড়ে ৪টায় তথ্যটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে গণমাধ্যম কর্মীদের নিশ্চিত করেছেন র‌্যাব-১১ সদর দফতরের সিনিয়র সহকারী পরিচালক (স্কোয়াড কমান্ডার) মো.শামসুর রহমান।

এর আগে গত বৃহস্পতিবার দুপুরে রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার রূপসি বাঘবাড়ি এলাকায় চকলেট কিনে দেবার কথা বলে নিজ দোকানের ভেতরে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করে কাঁচামাল ব্যবসায়ী ইব্রাহিম। এসময় শিশুটি চিৎকার দিলে আশপাশের লোকজন ছুটে এলে ইব্রাহিম সেখান থেকে পালিয়ে যায়। 

পরে এ ঘটনার প্রতিবাদে এবং অভিযুক্ত ইব্রাহিমকে গ্রেপ্তারের দাবিতে এলাকাবাসী রাত নয়টা থেকে বিক্ষোভ করেন। খবর পেয়ে রাত ১১টায় রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. সাইফুল ইসলাম এবং জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (গ-সার্কেল) মেহেদী ইসলামসহ থানা পুলিশ ও উপজেলা প্রশাসনের অন্য কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেন।

পরে তারা শিশুটিকে উদ্ধার করলে ডাক্তারি পরীক্ষা ও চিকিৎসার জন্য রাতেই পুলিশ হেফাজতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনার পরদিন ১৪ মার্চ (শুক্রবার) ভুক্তভোগী শিশুর পরিবার বাদী হয়ে ইব্রাহিমকে আসামি করে রূপগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। এ ঘটনা বিভিন্ন গণমাধ্যমে প্রচার হলে বিষয়টি ব্যাপক আলোচিত হয়।
 

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: র পগঞ জ ন র য়ণগঞ জ ন র য়ণগঞ জ জ ল র পগঞ জ আইনজ ব জ র কর উপজ ল

এছাড়াও পড়ুন:

ধামগড় ইউনিয়ন যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত 

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল নারায়ণগঞ্জ মহানগর শাঁখার আওতাধীন বন্দর উপজেলার অন্তর্ভূক্ত ধামগড় ইউনিয়ন যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল। সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য সচিব সাহেদ আহমেদ।

রবিবার (১৬ মার্চ) বিকেল চারটায় ধামগড় ইউনিয়ন পরিষদের মাঠে মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য অদুদ সাগরের সার্বিক তত্ত্বাবধানে এই কর্মীসভার আয়োজন করা হয়। 

নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য সচিব সাহেদ আহমেদের সভাপতিত্বে কর্মী সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরে এলাহী সোহাগ, যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন, যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন কমল, যুগ্ম আহ্বায়ক শেখ মোহাম্মদ অপু, যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান, যুগ্ম আহ্বায়ক মোফাজ্জল হোসেন আনোয়ার, যুগ্ম আহ্বায়ক শাকিল মিয়া, যুগ্ম আহ্বায়ক আহসান খলিল শ্যামল, যুগ্ম আহ্বায়ক সাইফুল আলম সজিব, যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন সেন্টু, যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান মৃধা, আহ্বায়ক কমিটির সদস্য রাফি উদ্দিন রিয়াদ, শহিদুল ইসলাম,ওয়াদুদ ভূইয়া সাগর, পারভেজ খান, মোঃ আরমান হোসেন, কামরুল ইসলাম রনি, মিনহাজ মিঠু, আশিকুর রহমান অনি, জুয়েল রানা, কামরুল হাসান মাসুদ, এরশাদ আলী, ফয়েজ উল্লাহ সজল,আলী ইমরান শামীম, তরিকুল ইসলাম, সাইফুল ইসলাম আপন, শাহীন শরীফ, মাগফুর ইসলাম পাপন, জুবায়ের আলম ঝলক, ফয়সাল আহমেদ, সাইদুর হাসান রিপন, আরিফ খান, কায়সার আহমেদ, এড. শাহিন খান, কাজী নাইসুল ইসলাম সাদ্দাম, আলী হোসেন সৌরভ, বাদশা মিয়া, মাসুদ রানা, মাকসুদুর রহমান শাকিল, রুবেল সরদার, রিয়াজুল আলম ইমন, জুনায়েদ মোল্লা জনি, হাবিবুর রহমান মাসুদ, আঃ কাদির, আশরাফুল হক তান্না, জাহিদুল হাসান শুভ, মাহফুজুর রহমান ফয়সাল প্রমুখ ।

এছাড়াও মহানগর যুবদলের আওতাধীন  বন্দর উপজেলার বিভিন্ন ওয়ার্ডের যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 
 

সম্পর্কিত নিবন্ধ

  • ঢাকা-না’গঞ্জ রুটে মেট্রোরেলের আদলে চালু হচ্ছে নতুন ট্রেন সার্ভিস
  • ডিবি পরিচয়ে গাড়ি থামিয়ে কোটি টাকা লুটের অভিযোগ
  • নাহার চেস একাডেমির স্বাধীনতা দিবস দাবায় আনান চ্যাম্পিয়ন
  • ধর্ষণ বন্ধে ইসলামী খেলাফত প্রতিষ্ঠার বিকল্প নেই : মামুনুর রশীদ
  • ১৩ নং পূর্ব ওয়ার্ড জামায়াতে’র আয়োজনে রমজানের তাৎপর্য ও যাকাত শীর্ষক আলোচনা 
  • নিজ ঘরে নারীর লাশ শরীর ব্লেডে চেরা
  • বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত মাহাবুব’র পাশে না’গঞ্জের ডিসি
  • ধামগড় ইউনিয়ন যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত 
  • নারায়ণগঞ্জে বিএনপির নিপীড়িত নারী ও শিশুদের আইনী সহায়তা সেল গঠন