৪৩ বছরেই চলে গেলেন কান পুরস্কার পাওয়া অভিনেত্রী
Published: 17th, March 2025 GMT
কান চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেত্রীর পুরস্কার পাওয়া বেলজিয়ান অভিনেত্রী এমিলি দ্যকেন মারা গেছেন। গতকাল ফ্রান্সের এক হাসপাতালে ৪৩ বছর বয়সী অভিনেত্রীর মৃত্যু হয়।
২০২৩ সালে অভিনেত্রী জানিয়েছিলেন, তিনি বিরল ক্যানসারে আক্রান্ত। শেষ হলো ক্যানসারের সঙ্গে তাঁর দুই বছরের ‘লড়াই’।
কানে পুরস্কার পাওয়ার পর দারদেন ভ্রাতৃদ্বয়ের সঙ্গে এমিলি দ্যকেন। এএফপি ফাইল ছবি.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
কেন প্রেমে পড়লেন গৌরি-আমির?
কিরণ রাওয়ের সঙ্গে সংসার ভাঙার পর বেশ কিছু দিন সিঙ্গেল জীবনযাপন করেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান। পার্টনার বিহীন জীবন কিছুদিন কাটানোর পর নতুন করে প্রেমের সম্পর্কে জড়ান ষাট বছরের আমির খান। কয়েক দিন আগে প্রেমিকা গৌরি স্পাটকে সকলের সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে হইচই ফেলে দিয়েছেন ‘দঙ্গল’ তারকা।
আমির খানের চেয়ে ১৪ বছরের ছোট গৌরি। আমির ফিল্মি জগতের মানুষ হলেও গৌরি তা নন। আমির অভিনীত মাত্র দুটো সিনেমা দেখেছেন তিনি। তারপরও কেন আমিরের প্রেমে পড়লেন ৪৪ বছরের এই নারী। আমিরের সঙ্গে সংবাদিকদের মুখোমুখি হয়ে এ নিয়ে কথা বলেছেন গৌরি।
আমির খানের প্রেমে পড়ার কারণ ব্যাখ্যা গৌরি স্পাট বলেন, “আমি এমন একজনকে খুঁজছিলাম যে, মানুষ হিসেবে দয়ালু, ভদ্র এবং যত্নশীল।” গৌরির এই বক্তব্য শেষ হওয়ার পরই আমির খান খানিকটা ব্যঙ্গ করে বলেন, “এত কিছুর পরও তুমি আমাকেই খুঁজে পেলে?”
আরো পড়ুন:
আমিরের গোপন প্রেম কেউ কেন টের পায়নি?
আমাকে প্রাক্তন স্ত্রী বলবেন না: এ আর রহমানের স্ত্রী
রুপালি জগতের মানুষ হয়েও খুব সাধারণ একজন নারীর প্রেমে কেন পড়লেন আমির? এই প্রশ্নের মুখে পড়েছিলেন তিনি। জবাবে ‘দিল’ তারকা বলেন, “আমি এমন একজনকে খুঁজছিলাম, যার কাছে শান্ত থাকতে পারি। সে আমাকে শান্তি দেয় এবং সে তো ছিলই।”
আমির খান ও গৌরি পূর্ব পরিচিত। ২৫ বছর ধরে পরস্পরকে চেনেন তারা। কাছাকাছি বসবাস করতেন না। ফলে যোগাযোগ ছিল না। দুই বছর আগে পুনরায় যোগাযোগ হয় তাদের। আর ২ বছর ধরেই প্রেম করছেন এই যুগল।
বেঙ্গালুরুর মেয়ে গৌরি বিয়ে করেছিলেন। তার ৬ বছরের একটি পুত্রসন্তান রয়েছে। বর্তমানে আমিরের প্রোডাকশন হাউজে কাজ করছেন গৌরি। কেবল তাই নয়, এখন তারা লিভ-ইন সম্পর্কে রয়েছেন। প্রশ্ন উঠেছে এ প্রেম কি পরিণয় পাবে?
এ বিষয়ে আমির খান বলেন, “আমরা সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ। আমি দুইবার বিয়ে করেছি। ষাট বছর বয়সে বিয়ে করাটা ঠিক হবে না। তারপরও দেখা যাক।”
তথ্যসূত্র: এনডিটিভি, ইন্ডিয়া টুডে
ঢাকা/শান্ত