কয়েক বছর ক্যানসারের সঙ্গে লড়াই করে পরাজিত হলেন বেলজিয়ামের জনপ্রিয় অভিনেত্রী এমিলি দ্যকেন। রবিবার (১৬ মার্চ) ফ্রান্সের প্যারিসের বাইরে অবস্থিত একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার বয়স হয়েছিল ৪৩ বছর। অভিনেত্রীর পরিবারের বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে ডেইলি মেইল।

২০২৩ সালের অক্টোবরে অভিনেত্রী এমিলি জানান, তিনি অ্যাড্রেনোকোর্টিক্যাল কার্সিনোমা, অ্যাড্রিনাল গ্রন্থির ক্যানসারে ভুগছেন। ২০২৪ সালের এপ্রিলের সম্পূর্ণ সুস্থ হয়ে উঠার খবর জানিয়েছিলেন। স্বাভাবিক জীবনে ফেরার ইচ্ছাও প্রকাশ করেছিলেন এই অভিনেত্রী।

ক্যানসারের সঙ্গে লড়াইয়ের কথা জানিয়ে এমিলি বলেছিলেন, “আমি প্রায় ভুলেই গিয়েছিলাম। কারণ ১৩ দিন পর আজ হাসপাতাল ছেড়ে যাচ্ছি। কী কঠিন লড়াই।”

আরো পড়ুন:

সিনেমাটির সঙ্গে একরামুল হকের কোনো সম্পর্ক নেই: রাফী

বাচসাস’র ইফতার মাহফিলে মিলনমেলা

গত বছরের শেষের দিকে পুনরায় অসুস্থ হয়ে পড়েন এমিলি। এতে করে গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি। গত বছরের ১ ডিসেম্বর ফরাসি টেলিভিশনে এমিলি বলেছিলেন, “আমি জানি, পরিকল্পনা অনুযায়ী বেশি দিন বাঁচব না।” অবশেষে সত্যি সত্যি পরপারে পাড়ি জমালেন এই অভিনেত্রী।

১৯৮১ সালের ২৯ আগস্ট বেলজিয়ামে জন্মগ্রহণ করেন অভিনেত্রী এমিলি। ১৯৯৯ সালে ফরাসি ভাষার ‘রোজেত্তা’ সিনেমার মাধ্যমে রুপালি জগতে পা রাখেন। এ সিনেমায় অভিনয় করে কান চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেত্রীর পুরস্কার লাভ করেন এই অভিনেত্রী।

অভিনয় ক্যারিয়ারে ৪৪টি সিনেমায় অভিনয় করেছেন এমিলি। তার উল্লেখযোগ্য সিনেমাগুলো হলো— ‘রোজেত্তা’, ‘ব্রাদারহুড অব দ্য উলফ’, ‘ইয়েস, বাট…’, ‘দ্য লাইট’, ‘দ্য গার্ল অন দ্য ট্রেন’ প্রভৃতি।

ঢাকা/শান্ত

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর চলচ চ ত র ক ন চলচ চ ত র উৎসব

এছাড়াও পড়ুন:

রূপপুর বিদ্যুৎকেন্দ্র: রাশিয়া থেকে আসছে ৫০ টন ক্ষমতার ক্রেন

রাশিয়ার নাভাসিবিয়েরস্ক সমুদ্র বন্দরে শিপমেন্টের জন্য পৌঁছেছে ৫০ টন ক্ষমতাসম্পন্ন ব্রীজ ক্রেন। এই ক্রেনটি পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের দ্বিতীয় ইউনিটের লোডিং ও আনলোডিং কার্যক্রমে ব্যবহৃত হবে। এছাড়াও আরো ১৬ টন ও ৩২ টন ক্ষমতাসম্পন্ন দুটি ক্রেনও একইসঙ্গে শিপমেন্ট করা হচ্ছে।

সোমবার (১৭ মার্চ) দুপুরে রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু সংস্থা রসাটমের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প নির্মাণ করছে রাশিয়া।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রসাটম প্রকৌশল শাখা এবং ভিপিও যায়েস এর বিশেষজ্ঞরা শিপমেন্টের পূর্বে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এগুলোর সার্বিক মান এবং নিরাপত্তা মান নিরীক্ষণ করেছেন।

আরো পড়ুন:

গাজীপুরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ১ লাখ টাকা জরিমানা

আমিনবাজার পাওয়ার গ্রিডে অগ্নিকাণ্ড, বিদ্যুৎ বিচ্ছিন্ন গোটা এলাকা

রসাটমের বিদ্যুৎ শক্তি শাখার অঙ্গপ্রতিষ্ঠান এতমএনার্গোরিমন্ট উপমহাপরিচালক ভ্লাদিমির পাপো বলেন, ‘‘আমরা উচ্চমান এবং নির্ভরযোগ্যতা নিশ্চিতে প্রতিশ্রুতিবদ্ধ। রূপপুর প্রকল্পের জন্য ইকুইপমেন্ট সরবরাহের মাধ্যমে আন্তর্জাতিক প্রকল্পগুলোতে জটিল কার্য সম্পাদনে আমাদের সক্ষমতারই পরিচয় বহন করে।’’

পাবনার রূপপুরে নির্মিত হচ্ছে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। প্রকল্পটিতে প্রতিটি ১ হাজার ২০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন দুটি পাওয়ার ইউনিট থাকছে।

ঢাকা/শাহীন/বকুল

সম্পর্কিত নিবন্ধ