বরগুনার নির্যার্তিত পরিবারের ব্যয় বহন করবে জামায়াত
Published: 17th, March 2025 GMT
বরগুনার কালিবাড়ী এলাকায় সপ্তম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণ এবং এ নিয়ে মামলা করার পর তার বাবাকে হত্যা করা পরিবারের ব্যয় বহনের দায়িত্ব নিয়েছে জামায়াত ইসলামী। সোমবার (১৭ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে বরগুনার কালিবাড়ী এলাকায় ওই পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে এ কথা সাংবাদিকদের জানান দলের আমির ডা. শফিকুর রহমান।
এ সময় জামায়াতে ইসলামীর আমির জানান, আজ থেকে আগামী ১৮ বছর পর্যন্ত এই পরিবারের ব্যয় নির্বাহের সকল খরচ বহন করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এরপর টাউনহল মাঠে জেলা জামায়াতের আয়োজনে পথসভায় যোগ দেন তিনি।
এ সময় ডা.
আরো পড়ুন:
ধর্ষকের বিচার সাত দিনেই দেখতে চাই: জামায়াতের আমির
আছিয়ার মৃত্যুতে দেশবাসী কষ্ট পেয়েছে: শফিকুর রহমান
তিনি আরো বলেন, ‘‘জামায়াত ইসলামী মানবিক বাংলাদেশ নির্মাণ করতে চায়। সব দল তাদের মতো করে দেশ পরিচালনা করেছে, জামায়াতে ইসলামী ক্ষমতায় আসলে কোরআনের আলোকে দেশ পরিচালনা করবে।’’
পথসভায় জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ঢাকা/ইমরান/বকুল
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর পর ব র র ইসল ম
এছাড়াও পড়ুন:
শেরপুরে এসএসসি পরীক্ষার্থীদের সেবায় ছাত্রদল
শেরপুর জেলা শহরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার বিভিন্ন কেন্দ্রের পরীক্ষার্থীদের মাঝে কলম, পেন্সিল, পানি ও খাবার স্যালাইন বিতরণ করেছে শেরপুর জেলা ছাত্রদল। মঙ্গলবার (১৫ এপ্রিল) সকালে জেলা শহরের জিকে পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রসহ অন্যান্য কেন্দ্রে পরীক্ষা শুরুর আগে ছাত্রদল এ কার্যক্রম পরিচালনা করে।
এ সময় সড়কের যান চলাচল স্বাভাবিক রাখা, অভিভাবকদের তীব্র গরম থেকে স্বস্তি দিতে ছায়ায় বসার ব্যবস্থা করে সংগঠনটি। এছাড়াও মোবাইল, ব্যাগ ও গুরুত্বপূর্ণ জিনিসপত্র জমা রাখাসহ বিভিন্ন ধরনের সেবা দিয়েছে ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এ কার্যক্রমে নেতৃত্ব দেন শেরপুর জেলা ছাত্রদলের সভাপতি নিয়ামুল হাসান আনন্দ। এ সময় সাধারণ সম্পাদক নাইম হাসান উজ্জ্বল, সাংগঠনিক সম্পাদক ও শেরপুর সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক জাকির হোসেন, থানা ছাত্রদলের আহ্বায়ক শারদুল ইসলাম মুরাদ, জেলা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম, জেলা ছাত্রদলের সাবেক নাট্য বিষয়ক সম্পাদক মিজানুর রহমান মিনালসহ জেলা ছাত্রদলের অধীনস্থ শহর, থানা ও কলেজ ছাত্রদলের নেতারা উপস্থিত ছিলেন।
আরো পড়ুন:
তিয়ানশির জালে কুমিল্লার শিক্ষার্থীরা, স্বপ্ন দেখিয়ে প্রতারণা
কুয়েটের ৫ হলের তালা ভাঙলেন শিক্ষার্থীরা, ভিসির পদত্যাগের একদফা
এ ব্যাপারে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নাইম হাসান উজ্জ্বল বলেন, সারা দেশে গরম পড়ছে। এতে এসএসসি পরীক্ষার্থীরা গরমে অতিষ্ঠ হয়ে পড়ছে। তাই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় নির্দেশনায় তাদের কিছুটা হলেও প্রশান্তি দেওয়ার জন্য পানি ও স্যালাইন বিতরণ করা হয়েছে। কেন্দ্রের বাইরে অবস্থান নেওয়া অভিভাবকদের বসার ব্যবস্থা, তাদের পানি ও খাবার স্যালাইন দেওয়া হয়।
ঢাকা/তারিকুল/বকুল