চোটের কারণে এবার আইপিএলে দেখা যাবে না ভারতের তরুণ পেসার উমরান মালিককে। গতির ঝড় তোলা এই বোলারকে পাচ্ছে না কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। তার পরিবর্তে স্কোয়াডে জায়গা পেয়েছেন বাঁহাতি পেসার চেতন সাকারিয়া।

আইপিএলের গত চার আসরে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলেছেন উমরান। বিশেষ করে ২০২২ আসরে ১৫০ কিলোমিটার গতিতে নিয়মিত বল করে তিনি নজর কাড়েন। ওই আসরে ২২ উইকেট নিয়ে উদীয়মান ক্রিকেটারের পুরস্কারও জিতেছিলেন জাম্মু ও কাশ্মীরের এই পেসার। তবে এরপরের দুই মৌসুমে ফর্মে থাকেননি। ২০২৩ আসরে আট ম্যাচে নিয়েছিলেন মাত্র পাঁচ উইকেট। আর চলতি মৌসুমে সানরাইজার্সে ছিলেন না তিনি। গত নভেম্বরের নিলামে ৭৫ লাখ রুপিতে উমরানকে দলে নেয় কেকেআর। তবে এবার চোট বাধা হয়ে দাঁড়িয়েছে।

অন্যদিকে চেতন সাকারিয়ার আইপিএল যাত্রা শুরু হয়েছিল ২০২০ সালে, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর নেট বোলার হিসেবে। এরপর ২০২১ সালে রাজস্থান রয়্যালস তাকে দলে নেয় ১ কোটি ২০ লাখ রুপিতে। অভিষেক মৌসুমেই ১৪ ম্যাচে ১৯ উইকেট নিয়ে নজর কাড়েন তিনি। পরে ২০২২ সালে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেন এই বাঁহাতি পেসার। ৪ কোটি ২০ লাখ রুপিতে তাকে দলে নিলেও খুব বেশি ম্যাচ খেলার সুযোগ পাননি—দুই মৌসুম মিলিয়ে মাঠে নামেন মাত্র পাঁচ ম্যাচে।

২০২৪ সালের নিলামে ৫০ লাখ রুপিতে তাকে নেয় কেকেআর। তবে হর্শিত রানা ও মিচেল স্টার্কের মতো পেসারদের ভিড়ে একাদশে জায়গা পাননি সাকারিয়া। এর মধ্যে আবার চোটে পড়েছিলেন বাঁহাতি কবজিতে। এরপর ১৩ মাসের লড়াই শেষে আবারও প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরেছেন সাকারিয়া। মুম্বাইয়ের একটি টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলেছেন তিনি। এমনটা দেখে তাকে দুই লাখ রুপিতে নেট বোলার হিসেবে ডেকে নেয় কলকাতা। এবার উমরানের ইনজুরিতে ম্যাচ খেলার সুযোগ তার সামনে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ক ক আর উমর ন

এছাড়াও পড়ুন:

চিকিৎসা নিয়ে দেশে ফিরে মিরপুরে তামিম

মিরপুর শের-ই-বাংলায় হুট করে দেখা মিলল তামিম ইকবালের। শনিবার (১২ এপ্রিল) ঢাকা লীগে মোহামেডান বনাম আবাহনী ম্যাচ চলছে। তামিম দুপুর তিনটা নাগাদ মাঠে আসেন। শুক্রবার রাতে চিকিৎসা নিয়ে সিঙ্গাপুর থেকে দেশে ফিরেন তিনি। আজ দুপুরে মাঠে এসে ড্রেসিং রুমে বসে কয়েক ওভার খেলা দেখেন তামিম। শারীরিক অসুস্থতায় না পড়লে তামিমকেও নিশ্চিতভাবে মোহামেডানের হয়ে আবাহনীর বিপক্ষে মাঠে দেখা যেত। কিন্তু আপাতত তাকে বিশ্রামে থাকতে হচ্ছে।

গত ২৪ মার্চ বিকেএসপিতে ঢাকা লিগের ম্যাচ খেলতে নামার আগে প্রথ‌মে মাইনর ও প‌রে ‘ম্যাসিভ হার্ট অ্যাটাকে’ অজ্ঞান হ‌য়ে পড়েন তামিম। তাকে সাভারের কে‌পি‌জে স্পেশালাইজড হাসপাতালে নেওয়া হয়। অবস্থা এতোটাই খারাপ হয়েছিল যে, ২২ মিনিট সময় ধ‌রে সি‌পিআর ও তিনটি ডি‌সি শক দি‌তে হ‌য়ে‌ছে। এরপর দ্রুত এন‌জিওগ্রাম ক‌রে শতভাগ ব্লক থাকা একটা আর্টারিতে রিং লা‌গি‌য়ে‌ছেন চিকিৎসকরা। অবিশ্বাস্য গ‌তি‌তে হ‌য়ে‌ছে সব‌কিছু। চিকিৎসকদের প্রতিটি সিদ্ধান্ত সময়মতো হওয়ায় তামিম পেয়েছেন নতুন এক জীবন।

পরদিন ২৫ মার্চ, রাজধানীর এভার কেয়ার হাসপাতালে আনা হয় বাংলাদেশের সাবেক অধিনায়ককে। এরপর গত ২৮ মার্চ, হার্ট অ‌্যাটাকের চারদিন পর চিকিৎসকের ছাড়পত্র পেয়ে বাসায় ফেরেন তামিম।

আরো পড়ুন:

‘পৃথিবীর সেরা চিকিৎসা পেয়েছেন তামিম’

চারদিন পর হাসপাতাল থেকে বাসায় তামিম

উন্নত চিকিৎসার জন্য গত ৭ এপ্রিল সিঙ্গাপুরে গিয়েছিলেন তিনি।

ঢাকা/ইয়াসিন/নাভিদ

সম্পর্কিত নিবন্ধ

  • স্নাতক ও ডিগ্রির শিক্ষার্থীরা পাবেন উপবৃত্তি, মিলবে ১০,০০০
  • ১০ ছক্কায় অভিষেকের রেকর্ড গড়া ১৪১, এরপর চিঠি রহস্য
  • রাষ্ট্রদূতের প্রতারণার শিকার মেঘনা
  • প্যালেসকে ধসিয়ে লিগে সেরা চারে ম্যানসিটি 
  • বেঞ্চে বসে থাকতে থাকতেই শেষ হয়ে গেল ফিলিপসের আইপিএল
  • বরিশালে প্রেমিকার ছুরিকাঘাতে প্রেমিকের মৃত্যুর অভিযোগ
  • চিকিৎসা নিয়ে দেশে ফিরে মিরপুরে তামিম
  • ব্রাভোকে দেখেই ‘বিশ্বাসঘাতক’ বললেন ধোনি
  • ইসরায়েলকে পছন্দ করে না যুক্তরাষ্ট্রের বেশির ভাগ মানুষ
  • স্ত্রীকে নিয়ে মির্জা ফখরুলের আবেগঘন পোস্ট