রাজশাহীতে টানা দুদিন মৃদু তাপপ্রবাহের পর গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, জনজীবনে স্বস্তি
Published: 17th, March 2025 GMT
রাজশাহীতে টানা দুই দিন প্রচণ্ড গরমের পর বৃষ্টি হয়েছে। আজ সোমবার সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ঝরে। এতে তাপমাত্রা অনেকটাই কমেছে; স্বস্তি নেমেছে জনজীবনে। বৃষ্টি অল্প হলেও আমের জন্য ভালো হবে বলে জানিয়েছে কৃষি বিভাগ।
রাজশাহী আবহাওয়া পর্যবেক্ষণাগারে সহকারী পর্যবেক্ষক আনোয়ারা খাতুন বলেন, দুই দিন ধরে রাজশাহীতে মৃদু তাপপ্রবাহ চলেছে। আজকের বৃষ্টি পরিমাপ করা না গেলেও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। এই বৃষ্টি তাপমাত্রা কমিয়ে স্বস্তি এনেছে। তবে মেঘলা আকাশ কেটে গিয়ে রোদ উঠে যাবে।
আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, রাজশাহীতে গতকাল রোববার মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস পরিমাপ করা হয়। এর আগের দিন সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আজ দুপুর ১২টার দিকে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আজ সোমবার সকাল থেকে আকাশ মেঘলা ছিল।
দুই দিনের অব্যাহত এই তাপমাত্রায় জনজীবনে অস্বস্তি এনে দিয়েছিল। আজকের বৃষ্টি সেই অস্বস্তি কিছুটা দূর করেছে। নগরের চৌদ্দপায় এলাকায় বৃষ্টি দেখে রিকশার মাথায় পলিথিন বাঁধছিলেন রায়হান আলী। তিনি বলেন, রিকশার এই অংশ যেন না ভিজে, তাই পলিথিন বেঁধে দিচ্ছেন। একই এলাকায় কয়েকজনকে ছাতা নিয়ে বের হতে দেখা গেছে।
নগরের কুমারপাড়া এলাকায় ব্যবসায়ী রমজান আলী বলেন, ‘গত দুই দিন কী পরিমাণ যে গরম ছিল। আজ বৃষ্টি না হলে পরিস্থিতি আরও কঠিন হয়ে পড়তো। এই বৃষ্টি দুর্ভোগের নয়, স্বস্তির।’
এদিকে এই বৃষ্টিতে রাস্তাঘাট, গাছপালার ধুলাবালু ধুয়েমুছে গেছে। রাজশাহীতে আমের জন্য এই সামান্য বৃষ্টি ভালো লক্ষণ বলেও জানিয়েছেন কৃষকেরা। রাজশাহীর পুঠিয়ার মাহবুব আলম প্রায় ১০ বিঘা জমিতে আম চাষ করেছেন। এখন তাঁর বাগানে আমের মুকুল থেকে গুটি হয়ে গেছে। তিনি বলেন, আজ সকালের বৃষ্টিতে আমের পাতায় ও আমের গুটিতে থাকা ধুলাবালু ধুয়ে গেছে। এই বৃষ্টি আমের জন্য ভালো। আম ঝরা কমবে।
রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক উম্মে ছালমা বলেন, আজকের বৃষ্টি আমের জন্য খুবই ভালো হয়েছে। এতে আমের গুটির বোঁটা শক্ত হবে। আম ঝরা কমে যাবে। এই মুহূর্তে এই বৃষ্টি দরকার ছিল।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: এই ব ষ ট
এছাড়াও পড়ুন:
রূপপুর বিদ্যুৎকেন্দ্র: রাশিয়া থেকে আসছে ৫০ টন ক্ষমতার ক্রেন
রাশিয়ার নাভাসিবিয়েরস্ক সমুদ্র বন্দরে শিপমেন্টের জন্য পৌঁছেছে ৫০ টন ক্ষমতাসম্পন্ন ব্রীজ ক্রেন। এই ক্রেনটি পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের দ্বিতীয় ইউনিটের লোডিং ও আনলোডিং কার্যক্রমে ব্যবহৃত হবে। এছাড়াও আরো ১৬ টন ও ৩২ টন ক্ষমতাসম্পন্ন দুটি ক্রেনও একইসঙ্গে শিপমেন্ট করা হচ্ছে।
সোমবার (১৭ মার্চ) দুপুরে রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু সংস্থা রসাটমের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প নির্মাণ করছে রাশিয়া।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রসাটম প্রকৌশল শাখা এবং ভিপিও যায়েস এর বিশেষজ্ঞরা শিপমেন্টের পূর্বে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এগুলোর সার্বিক মান এবং নিরাপত্তা মান নিরীক্ষণ করেছেন।
আরো পড়ুন:
গাজীপুরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ১ লাখ টাকা জরিমানা
আমিনবাজার পাওয়ার গ্রিডে অগ্নিকাণ্ড, বিদ্যুৎ বিচ্ছিন্ন গোটা এলাকা
রসাটমের বিদ্যুৎ শক্তি শাখার অঙ্গপ্রতিষ্ঠান এতমএনার্গোরিমন্ট উপমহাপরিচালক ভ্লাদিমির পাপো বলেন, ‘‘আমরা উচ্চমান এবং নির্ভরযোগ্যতা নিশ্চিতে প্রতিশ্রুতিবদ্ধ। রূপপুর প্রকল্পের জন্য ইকুইপমেন্ট সরবরাহের মাধ্যমে আন্তর্জাতিক প্রকল্পগুলোতে জটিল কার্য সম্পাদনে আমাদের সক্ষমতারই পরিচয় বহন করে।’’
পাবনার রূপপুরে নির্মিত হচ্ছে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। প্রকল্পটিতে প্রতিটি ১ হাজার ২০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন দুটি পাওয়ার ইউনিট থাকছে।
ঢাকা/শাহীন/বকুল