মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশুর পরিবারকে তারেক রহমানের ঈদ উপহার
Published: 17th, March 2025 GMT
মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশুর পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে সেই শিশুর পরিবারের জন্য বিশেষ ঈদ উপহার পাঠিয়েছেন তিনি।
সোমবার সকালে তার পাঠানো উপহারটি পরিবারের হাতে তুলে দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট হালিমা আরলি।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ যুবদলের নেতা রবিউল ইসলাম নয়ন, মাগুরা জেলা বিএনপির নেতা আলমগীর হোসেনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। তারেক রহমানের পক্ষ থেকে উপহার সামগ্রীর মধ্যে ছিল নতুন পোশাক, খাদ্য ও ঈদসামগ্রী।
সম্প্রতি মাগুরায় ৮ বছরের ওই শিশুকে ধর্ষণের পর হত্যার চেষ্টা করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে মারা যায় শিশুটি। শিশুটির ওপর ঘটে যাওয়া নির্মম ঘটনার পর তা দেশজুড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি করে।
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট হালিমা আরলি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান ধর্ষণের ঘটনায় নিহত শিশুটির পরিবারের পাশে আছেন। সবসময় তিনি খোঁজখবর রাখছেন। পবিত্র ঈদুল ফিতরের ঈদ উপহার পাঠিয়েছেন তিনি। শুধু আছিয়া নয় সারা বাংলাদেশে নারী নির্যাতনে ভিকটিমরা যেন আইনি সহায়তা পায় সেজন্যে সেল করে দিয়েছেন। নারীদের স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে সব সুযোগ সুবিধা দেওয়া হয়েছে।
হালিমা আরলি বলেন, তিনি (তারেক রহমান) খোঁজ রেখেছেন আছিয়ার মা তিনদিন একটা পোষাক পরে রয়েছেন। তা দেখে তিনি মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাসের মাধ্যমে ঈদ উপহার পৌঁছে দিয়েছেন। একটু হলেও ভালো কাটতে পারে তাদের ঈদ।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ত র ক রহম ন ব এনপ ত র ক রহম ন পর ব র র র পর ব র ব এনপ র সদস য
এছাড়াও পড়ুন:
সবুর খাঁনের মৃত্যুতে কেন্দ্রীয় তাঁতীদলে সদস্য সচিব হাজী মজিবুর রহমানের শোক
কাঁচপুর বিসিক শিল্প নগরী মালিক সমিতির সাবেক সভাপতি আব্দুস সবুর খাঁনের মৃত্যুতে কাঁচপুর বিসিক শিল্প নগরী মালিক সমিতির বর্তমান সভাপতি ও বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলে সদস্য সচিব হাজী মজিবুর রহমান গভীর শোক প্রকাশ করেছেন।
সোমবার (১৭মার্চ) কাঁচপুর বিসিক শিল্প নগরী মালিক সমিতির সাবেক সভাপতি ও কাঁচপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুস সবুর খাঁন ইন্তেকাল করেন।
আব্দুস সবুর খাঁনের মৃত্যুতে এক শোক বার্তায় কাঁচপুর বিসিক শিল্প নগরী মালিক সমিতির বর্তমান সভাপতি ও বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলে সদস্য সচিব হাজী মজিবুর রহমান বলেন, আব্দুস সবুর খাঁন কাঁচপুর এলাকার কৃতি সন্তান ছিলেন এবং কাঁচপুর বিসিক শিল্প নগরী মালিক সমিতির সভাপতি হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। তিনি আজ পরলোক গমন করেছেন। আমি তার বিদ্রোহী আত্মার মাগফেরাত কামনা করছি এবং কাঁচপুর বিসিক শিল্প নগরী মালিক সমিতির বর্তমান সভাপতি হিসেবে গভীর শোক প্রকাশ করছি।