Prothomalo:
2025-04-14@00:46:16 GMT

‘আমি সব সিন্ডিকেটে আছি’

Published: 17th, March 2025 GMT

প্রথম আলো :

ঈদের জন্য কী কী কাজ করছেন?

একাধিক সেলিব্রিটি শো উপস্থাপনা করব। তিনটা মিউজিক ভিডিও আসবে। আটটির মতো নাটকে দর্শক দেখবেন। বেশির ভাগ গল্পেই দর্শকদের পছন্দের কথা মাথায় রেখেছি। বৈচিত্র্য থাকবে এবার। কারণ, এবার ‘অমুক শালা-দুলাভাইয়ের মধ্যে নাই’, ‘বাবা–মায়ের চোখে জল’, ‘জামাই–বউ চানাচুর’—এমন গতানুগতিক কোনো কাজ করছি না। বিটিভিসহ বেশির ভাগ টেলিভিশন ও ইউটিউবের জন্য ভালো কিছু গল্পে কাজ করেছি।

প্রথম আলো :

শোনা যাচ্ছে, কিছু কাজ এক দিনেই করতে হচ্ছে?

আমাদের কিছু নাটকের প্রোডাকশন ডিজাইনটাই এমন যে এক দিনে শুটিং শেষ করতে হবে। আমি সময় চাইলে তো হবে না। পরিচালক–প্রযোজককে চাইতে হবে। তাঁরা দ্রুত কাজ শেষ করতে চান। এভাবে এখন অভ্যস্ত। এক দিনেই কাজগুলোকে যথাযথভাবে করার চেষ্টা করছি। ভাই রে, বাংলাদেশের আর্টিস্ট তো, সবই সম্ভব! তবে এটাও মনে হয়, আরেকটু সময় পেলে ভালো হতো। কী আর করা, এ নিয়ে আফসোস নেই।

অভিনেতা রাতিশ ইমতু। ছবি: শিল্পীর সৌজন্যে.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠান শুরু

রাজধানীর রমনা বটমূলে শুরু হয়েছে ছায়ানটের বর্ষবরণ ১৪৩২-এর অনুষ্ঠান। আজ সোমবার সূর্যোদয়ের পর এই অনুষ্ঠান শুরু হয়। এবার বর্ষবরণ অনুষ্ঠানের মূল বার্তা ‘আমার মুক্তি আলোয় আলোয়’। আলো, প্রকৃতি, মানুষ ও দেশপ্রেমের গান দিয়ে সাজানো হয়েছে এবারের বর্ষবরণের অনুষ্ঠান।

বিস্তারিত আসছে....

সম্পর্কিত নিবন্ধ