রেলের অস্থায়ী শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার
Published: 17th, March 2025 GMT
বকেয়া বেতন পরিশোধের আশ্বাস পেয়ে কর্মবিরতি প্রত্যাহার করেছেন রেলওয়ের অস্থায়ী (টিএলআর) শ্রমিকরা। আগামী রবিবারের (২৩ মার্চ) মধ্যে তাদের বকেয়া পরিশোধের আশ্বাস দিয়েছে সরকার।
সোমবার (১৭ মার্চ) রাজধানীর রেলভবনে রেলওয়ের অস্থায়ী (টিএলআর) কর্মচারীদের পক্ষ থেকে কর্মবিরতি প্রত্যাহারের এই ঘোষণা আসে।
রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো.
গণমাধ্যমকর্মীদের উদ্দেশে ব্রিফিংয়ে ফাহিমুল ইসলাম বলেন, ইন্টিগ্রেটিড বাজেট অ্যান্ড একাউন্টিং সিস্টেম-সংক্রান্ত (আইবাস) জটিলতার কারণে রেলওয়ের টিএলআর শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধে সমস্যা ছিল। সেটি সমাধানে অর্থ বিভাগ ও মন্ত্রণালয় পর্যায়ে অভ্যন্তরীণ কার্যক্রম চলমান রয়েছে।
আশা করা যাচ্ছে আগামী রবিবারের মধ্যে টিএলআর শ্রমিকদের বকেয়া বেতন তাদের ব্যাংক একাউন্টে পৌঁছে যাবে, বলেন তিনি।
রেলপথ মন্ত্রণালয়ের সচিব বলেন, আগামী এপ্রিল থেকে তাদের বেতন প্রতি মাসের দশ তারিখের মধ্যে পরিশোধ করা সম্ভব হবে।
এই আশ্বাসের পরিপ্রেক্ষিতে টিএলআর শ্রমিকদের পক্ষ থেকে কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা আসে। তবে রবিবারের মধ্যে বকেয়া বেতন পরিশোধ করা না হলে, আবার আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা।
রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন এবং রেলপথ মন্ত্রণালয় ও রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ টিএলআর শ্রমিক প্রতিনিধিরা ব্রিফিংয়ের সময় উপস্থিত ছিলেন।
ঢাকা/হাসান/রাসেল
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর র লওয় র পর শ ধ
এছাড়াও পড়ুন:
রেলের অস্থায়ী শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার
আগামী রবিবারের মধ্যে বকেয়া বেতন পরিশোধের আশ্বাস পেয়ে কর্মবিরতি প্রত্যাহার করেছেন বাংলাদেশ রেলওয়ের অস্থায়ী (টিএলআর) শ্রমিকরা।
সোমবার (১৭ মার্চ) রাজধানীর রেল ভবনে বাংলাদেশ রেলওয়ের অস্থায়ী (টিএলআর) কর্মচারীদের পক্ষ থেকে কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়।
এর আগে রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম আন্দোলনরত টিএলআর শ্রমিকদের বকেয়া বেতন আগামী রবিবারের (২৩ মার্চ) মধ্যে পরিশোধের আশ্বাস দেন।
প্রেস ব্রিফিংয়ে তিনি বলেছেন, ইন্টিগ্রেটেড বাজেট অ্যান্ড অ্যাকাউন্টিং সিস্টেম (আইবাস) সংক্রান্ত জটিলতার কারণে রেলওয়ের টিএলআর শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধে সমস্যা ছিল। সে সমস্যা সমাধানে অর্থ বিভাগ ও মন্ত্রণালয় পর্যায়ে অভ্যন্তরীণ কার্যক্রম চলছে। আশা করা যাচ্ছে, আগামী রবিবারের মধ্যে টিএলআর শ্রমিকদের বকেয়া বেতন তাদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যাবে।
আগামী এপ্রিল মাস থেকে তাদের বেতন প্রতি মাসের ১০ তারিখের মধ্যে পরিশোধ করা সম্ভব হবে বলেও তিনি আশা প্রকাশ করেন। তার এ আশ্বাসের পরিপ্রেক্ষিতে টিএলআর শ্রমিকরা তাদের কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দেন। তবে, রবিবারের মধ্যে বকেয়া বেতন পরিশোধ করা না হলে তারা পুনরায় আন্দোলন কর্মসূচি ঘোষণা করবেন বলে জানিয়েছেন।
প্রেস ব্রিফিংকালে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেনসহ রেলপথ মন্ত্রণালয় ও বাংলাদেশের রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও টিএলআর শ্রমকদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
ঢাকা/হাসান/রফিক