পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসির ট্রেড ইনস্ট্রাক্টর (ইলেকট্রিক্যাল) ও ট্রেড ইনস্ট্রাক্টর (মেকানিক্যাল) পদের নিয়োগ কার্যক্রম বাতিল করা হয়েছে। আজ সোমবার পাওয়ার গ্রিড বাংলাদেশের উপ-মহাব্যবস্থাপক (এইচআরএম) মো. সাইদুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

আরও পড়ুন৯ম-১২তম গ্রেডের শূন্য পদে নিয়োগে উদ্যোগ নেই, তথ্য চেয়ে জনপ্রশাসনের চিঠি২২ মিনিট আগেহার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অ্যাস্পায়ার লিডারস প্রোগ্রাম, আইইএলটিএস ছাড়াই আবেদন

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসির (পূর্বতন নাম: পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড) ২/২/২০২০ মোতাবেক জারীকৃত নিয়োগ বিজ্ঞপ্তিতে ট্রেড ইনস্ট্রাক্টর (ইলেকট্রিক্যাল) ও ট্রেড ইনস্ট্রাক্টর (মেকানিক্যাল) পদের নিয়োগ কার্যক্রম যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে বাতিল করা হলো।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

পরিবেশবান্ধব অর্থায়নের ২০% নারী উদ্যোক্তাদের দিতে হবে

ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে তাদের পরিবেশবান্ধব অর্থায়নের ২০ শতাংশ নারী উদ্যোক্তাদের ও ২৫ শতাংশ কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ (সিএমএসএমই) খাতে ঋণ দিতে হবে। আবার সিএমএসএমই ঋণের ১৫ শতাংশও নারী উদ্যোক্তাদের মধ্যে বিতরণ করতে হবে। এ নিয়ে বাংলাদেশ ব্যাংক আজ সোমবার প্রজ্ঞাপন জারি করে এমন নির্দেশনা দিয়েছে। বর্তমানে ব্যাংকগুলোর মোট ঋণের ৫ শতাংশ পরিবেশবান্ধব খাতে অর্থায়নের নির্দেশনা রয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশের অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন ও টেকসই শিল্পায়নে সিএমএসএমই খাতের পাশাপাশি নারী উদ্যোগ খাতের অবদান অনস্বীকার্য। সরকার কর্তৃক ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনের লক্ষ্যে সিএমএসএমই খাতের পাশাপাশি অর্থনীতিতে নারীর ক্ষমতায়ন, লিঙ্গবৈষম্য রোধ এবং নারীদের অংশগ্রহণকল্পে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। তা সত্ত্বেও সিএমএসএমই এবং নারী উদ্যোগ খাতে কাঙ্ক্ষিত মাত্রায় অর্থায়ন হচ্ছে না। দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে এসব খাতে অর্থায়ন বাড়ানোর লক্ষ্যে ব্যাংক ও ফাইন্যান্স কোম্পানিগুলোর (আর্থিক প্রতিষ্ঠান) ভূমিকা গুরুত্বপূর্ণ।

এ জন্য সিদ্ধান্ত হয়েছে, সিএমএসএমই এবং নারী উদ্যোগ খাতে অর্থায়ন বৃদ্ধির লক্ষ্যে পরিবেশবান্ধব অর্থায়নের মধ্যে ২৫ শতাংশ সিএমএসএমই খাতে ও ২০ শতাংশ নারী উদ্যোগ খাতে বরাদ্দ নিশ্চিত করতে হবে। সিএমএসএমই খাতের ঋণের মধ্যে ১৫ শতাংশ নারী উদ্যোগ খাতে দিতে হবে।

সম্পর্কিত নিবন্ধ