পিএসএল ছেড়ে আইপিএলে যোগ দেয়ায় বশকে আইনি নোটিশ
Published: 17th, March 2025 GMT
পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ছেড়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলার সিদ্ধান্তে বিপাকে পড়েছেন দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডার করবিন বশ। চুক্তির শর্ত ভঙ্গের অভিযোগে তাকে আইনি নোটিশ পাঠিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
চলতি বছরের জানুয়ারিতে অনুষ্ঠিত পিএসএল ড্রাফটে করবিন বশকে দলে নেয় পেশোয়ার জালমি। তবে ৮ মার্চ আইপিএলের দল মুম্বাই ইন্ডিয়ান্স ঘোষণা করে, চোটে পড়া লিজার্ড উইলিয়ামসের পরিবর্তে তারা বশকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করেছে। এখান থেকেই শুরু হয় জটিলতা।
কারণ, এবার প্রথমবারের মতো পিএসএল ও আইপিএলের সূচি প্রায় একই সময়ে পড়েছে। আইপিএল শুরু হবে ২২ মার্চ এবং শেষ হবে ২৫ মে। অন্যদিকে, পিএসএল মাঠে গড়াবে ১১ এপ্রিল, শেষ হবে ১৮ মে। ফলে কোনো এক টুর্নামেন্টে খেলার বিকল্প নেই ক্রিকেটারদের। আর বশ বেছে নেন আইপিএলকে।
এমন সিদ্ধান্তে ক্ষুব্ধ পিসিবি। চুক্তি অনুযায়ী খেলোয়াড়ের অন্য কোনো প্রতিযোগিতায় অংশ নেওয়ার আগে অনুমতি নেওয়া বাধ্যতামূলক। সেই শর্ত ভঙ্গের কারণেই পাঠানো হয়েছে আইনি নোটিশ।
পিসিবির এক বিবৃতিতে বলা হয়, ‘ওই খেলোয়াড়ের এজেন্টের মাধ্যমে আইনি নোটিশ দেওয়া হয়েছে। ওই খেলোয়াড়কে তার পেশাগত দায়বদ্ধতা ও চুক্তির শর্তাবলি ভঙ্গের যৌক্তিকতা ব্যাখ্যা করতে বলা হয়েছে। অনাকাঙ্ক্ষিত এই ঘটনার পরিণাম কী হতে পারে, সেটি তাকে জানিয়ে দিয়ে উত্তর দিতে সময় বেঁধে দেওয়া হয়েছে। পিসিবি এই বিষয়ে আর কোনো মন্তব্য করবে না।’
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
পিএসএলে ছক্কা ও উইকেটে ফিলিস্তিনে লাখ রুপি দিচ্ছেন রিজওয়ানরা
পাকিস্তান সুপার লিগ (পিএসএল) শুধু মাঠের লড়াই নয়, এবার মাঠের বাইরেও ছুঁয়ে যাচ্ছে হৃদয়। গাজায় মানবিক সংকটের সময় দারুণ এক উদ্যোগ নিয়েছে মুলতান সুলতানস। চলতি আসরে প্রতিটি ছক্কা ও উইকেটের জন্য গাজার শিশুদের জন্য সহায়তা দেবে দলটি।
এক ভিডিও বার্তায় মুলতান সুলতানসের মালিক আলী খান তারিন জানিয়েছেন, ‘এই পিএসএল মৌসুমে আমরা ফিলিস্তিনের জন্য কাজ করা কিছু দাতব্য সংস্থাকে সহায়তা করব।’ তিনি বলেন, ‘আমাদের কোনো ব্যাটার একটি ছক্কা মারলেই, আমরা ১ লাখ রুপি অনুদান দেব ফিলিস্তিনি একটি দাতব্য সংস্থাকে। আমাদের বোলাররাও আগ্রহ দেখিয়েছে অংশ নিতে। তাই ঠিক করেছি, প্রতিটি উইকেটের বিপরীতেও থাকবে ১ লাখ রুপির অনুদান। এই অর্থ শিশুদের জন্য কাজ করা সংস্থাগুলোতে যাবে।’
এদিকে মাঠেও লড়াই জমে উঠেছে। শনিবার পেশোয়ার জালমিকে ৮০ রানে হারিয়ে শক্ত অবস্থান নিয়েছে কোয়েটা গ্ল্যাডিয়েটর্স। ম্যাচে সাউদ শাকিল করেন ৫৯ রান, আর বল হাতে আব্রার আহমেদ ঝলক দেখিয়ে নেন ৪ উইকেট ৪২ রানে। দিনের অন্য ম্যাচে হাইস্কোরিং থ্রিলারে করাচি কিংস ২৩৪ রানের বিশাল লক্ষ্য তাড়া করে জিতে নেয় ৪ উইকেটে। মাত্র ৪৩ বলে সেঞ্চুরি তুলে নেন করাচির ইংলিশ ব্যাটার জেমস ভিন্স, ইনিংসটি শেষ করেন ১০১ রানে।
এবারের পিএসএলে খেলছেন বাংলাদেশের তিন ক্রিকেটার। করাচি কিংসে লিটন দাস, লাহোর কালান্দার্সে রিশাদ হোসেন এবং পেশোয়ার জালমির দলে ডাক পেয়েছেন তরুণ পেসার নাহিদ রানা। তবে তিনজনের মধ্যে বর্তমানে পাকিস্তানে আছেন কেবল রিশাদ। আঙুলের চোটে পড়ে ম্যাচ খেলতে না পেরে দেশে ফিরে এসেছেন লিটন দাস। অন্যদিকে, নাহিদ রানা বাংলাদেশ-জিম্বাবুয়ে প্রথম টেস্টের পর পাড়ি জমাবেন পিএসএলের জন্য।