সরকারি বিদ্যুৎ উৎপাদন কোম্পানি রুরাল পাওয়ার কোম্পানি লিমিটেড (আরপিসিএল) ম্যানেজিং ডিরেক্টর পদে চুক্তিভিত্তিক কর্মকর্তা নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ফরম পূরণ করে সরাসরি, ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনপত্র পাঠাতে হবে।

পদের নাম: ম্যানেজিং ডিরেক্টর

পদসংখ্যা: ১

যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয়/প্রতিষ্ঠান থেকে ইলেকট্রিক্যাল/ মেকানিক্যাল/সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। অথবা ফিন্যান্স/ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন/ ম্যানেজমেন্ট/ অর্থনীতি বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ/শ্রেণি বা সমমানের জিপিএ/সিজিপিএ গ্রহণযোগ্য নয়। গ্রেডিং সিস্টেমে পাসের ক্ষেত্রে জিপিএ/সিজিপিএ–৫-এর স্কেলে ৩.

৫ ও জিপিএ/সিজিপিএ-৪-এর স্কেলে ২.৫ থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত ২০ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে সিনিয়র ম্যানেজমেন্ট পদে তিন বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। কোম্পানি আইন, শ্রম আইন, টিকিউএম, টিপিএম ও করপোরেট গভর্ন্যান্সে বিস্তর জানাশোনা থাকতে হবে। নেতৃত্বের সক্ষমতা থাকতে হবে। কম্পিউটার পরিচালনাসহ যোগাযোগে দক্ষ হতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে।

বয়স: ৫০ থেকে ৬২ বছর

চাকরির ধরন: প্রাথমিকভাবে তিন বছরের চুক্তিভিত্তিক। ৬৫ বছর বয়স পর্যন্ত এ চুক্তি নবায়নযোগ্য।

মূল বেতন: ১ লাখ ৭৫ হাজার টাকা।

সুযোগ–সুবিধা: বাসাভাড়া ভাতা, দুটি উৎসব বোনাস, বৈশাখী ভাতা, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, গোষ্ঠী বিমা, অর্জিত ছুটি ভাতা এবং জ্বালানি ও সার্বক্ষণিক চালকসহ গাড়ির সুবিধা আছে।

আরও পড়ুনশাহজালাল ইসলামী ব্যাংক নেবে ম্যানেজমেন্ট ট্রেইনি ও প্রবেশনারি অফিসার, সর্বোচ্চ বেতন ৭১ হাজার১৬ মার্চ ২০২৫আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীদের নির্ধারিত আবেদন ফরম পূরণ করে ছবিসহ সরাসরি, ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাতে হবে। নির্ধারিত আবেদন ফরম এই লিংকে পাওয়া যাবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা: এইচআর অ্যান্ড অ্যাডমিন/কোম্পানি সেক্রেটারিয়েট ডিপার্টমেন্ট, রুরাল পাওয়ার কোম্পানি লিমিটেড (আরপিসিএল), এশিয়ান টাওয়ার (৫ম তলা), প্লট # ৫২, রোড # ২১, এয়ারপোর্ট রোড, নিকুঞ্জ-২, খিলক্ষেত, ঢাকা-১২২৯।

আবেদনের শেষ সময়: ১৮ মার্চ ২০২৫, বিকেল ৫টা পর্যন্ত।

আরও পড়ুনহার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অ্যাস্পায়ার লিডারস প্রোগ্রাম, আইইএলটিএস ছাড়াই আবেদন ৭ ঘণ্টা আগে

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

বাংলাদেশ বিমানবাহিনী রেকর্ড অফিসে চাকরি, পদ ১৭

বাংলাদেশ বিমানবাহিনী জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই বাহিনীতে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে মেকানিক্যাল ট্রান্সপোর্ট ড্রাইভার (এমটিডি) পদে কর্মী নিয়োগ দেওয়া হবে। এ পদে শুধু পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন।

পদের নাম: মেকানিক্যাল ট্রান্সপোর্ট ড্রাইভার (এমটিডি)

পদসংখ্যা: ১৭

যোগ্যতা: ন্যূনতম এসএসসি বা সমমান পাস হতে হবে। উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৪ ইঞ্চি। বিআরটিএ কর্তৃক বৈধ পেশাদার (হালকা/ভারী) ড্রাইভিং লাইসেন্সধারী হতে হবে। ভারী ড্রাইভিং লাইসেন্সধারীদের অগ্রাধিকার দেওয়া হবে। ন্যূনতম তিন বছর গাড়ি চালানোর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। কোনো ওয়ার্কশপে টেকনিক্যাল কাজের অভিজ্ঞতা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে।

বয়স: আবেদনপত্র জমাদানের শেষ তারিখে সর্বনিম্ন ২১ ও সর্বোচ্চ ৩২ বছরের মধ্যে হতে হবে।

বেতন: সাকল্যে মাসিক বেতন ২২,৫০০ টাকা।

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ফরম নিজে হাতে পূরণ করে ডাকযোগে আবেদনপত্র পাঠাতে হবে। আবেদনপত্রের সঙ্গে সাদা ব্যাকগ্রাউন্ডে সদ্যতোলা পাসপোর্ট সাইজের চার কপি সত্যায়িত রঙিন ছবি; সব পরীক্ষা পাসের সার্টিফিকেট, মার্কশিট এবং প্রশংসাপত্রের সত্যায়িত অনুলিপি; অভিজ্ঞতা সনদপত্রের (যদি থাকে) সত্যায়িত অনুলিপি; নাগরিকত্বের সপক্ষে জাতীয় পরিচয়পত্র/জাতীয়তা সনদপত্রের সত্যায়িত কপি; প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা/ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/ওয়ার্ড কমিশনার কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র সংযুক্ত করতে হবে। ড্রাইভিং লাইসেন্সের সত্যায়িত অনুলিপি এবং রেজিস্টার্ড ডাকযোগে প্রবেশপত্র পাঠানোর জন্য ১০ টাকার ডাকটিকিট–সংবলিত প্রার্থীর ঠিকানা ও মোবাইল নম্বরসহ ৪ ইঞ্চি বাই ৮ ইঞ্চি সাইজের খাম আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে। খামের ওপর প্রার্থীর নিজ জেলার নাম উল্লেখ করতে হবে। নির্ধারিত আবেদন ফরম ও নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে।

আরও পড়ুনপরিসংখ্যান ব্যুরোতে আবারও বড় নিয়োগ, ২০ ক্যাটাগরিতে পদ ৪৭২১৫ মার্চ ২০২৫আবেদন ফি

আবেদনপত্রের সঙ্গে ‘বিমানবাহিনী কেন্দ্রীয় বেসরকারি তহবিল’ এর অনুকূলে ২০০ টাকা মূল্যের অফেরতযোগ্য ব্যাংক ড্রাফট/পে-অর্ডার করে রসিদ আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে। ব্যাংক ড্রাফট /পে-অর্ডার অবশ্যই রাজধানী ঢাকার মহাখালী/ফার্মগেট/কারওয়ান বাজার/ঢাকা ক্যান্টনমেন্ট এলাকার অগ্রণী/সোনালী/জনতা ব্যাংকে পরিশোধ যোগ্য হতে হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা: অধিনায়ক, বিমানবাহিনী রেকর্ড অফিস, টার্মিনাল ভবন, পুরাতন বিমানবন্দর, তেজগাঁও, ঢাকা-১২১৫।

আবেদনের শেষ সময়: ১৩ এপ্রিল, ২০২৫।

সম্পর্কিত নিবন্ধ

  • বাংলাদেশ বিমানবাহিনী রেকর্ড অফিসে চাকরি, পদ ১৭