Prothomalo:
2025-03-17@11:44:52 GMT

ছবিতে বিমানবন্দরে হামজা–বরণ

Published: 17th, March 2025 GMT

২ / ১০হামজাকে অভ্যর্থনা জানাতে আসেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কর্মকর্তারা

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

‘বাজারে পাটের ব্যাগ সহজলভ্য করতে সরকার উদ্যোগী’

বস্ত্র ও পাট এবং বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, পাটের ব্যাগকে সহজলভ্য ও কম মূল্যে বাজারে আনতে চাই। এর সুবিধা হলো, এ ব্যাগ পুণরায় ব্যবহার করা যায়, সাশ্রয়ী ও পরিবেশ উপযোগী।

সোমবার (১৭ মার্চ) দুপুরে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। পলিথিনের পরিবর্তে পাটের ব্যাগ ব্যবহার নিশ্চিতে ঢাকা মহানগরের বিভিন্ন বাজারের সভাপতি ও সম্পাদকদের নিয়ে এ মতবিনিময় সভার আয়োজন করে বস্ত্র ও পাট মন্ত্রণালয়।

ব্যবসায়ীদের উদ্দেশে শেখ বশিরউদ্দীন বলেন, ‘পাটের ব্যাগের বিপণন সহজ করতে আপনারা ভূমিকা রাখেন। এ ব্যাগ কীভাবে বেশি বিপণন করা যায়, কী সাইজ, তা আপনাদের কাছে পরামর্শ চাচ্ছি, যাতে আপনাদের পরামর্শ কাজে লাগাতে পারি।’  

উপদেষ্টা বলেন, ‘আমি চাই, আপনারাই পাটব্যাগ উৎপাদন করেন, আপনারাই ব্যবসায়ী হন। পাটের ব্যাগ প্রচলনের বিষয়টি আমরা বাস্তবায়ন করছি, সরকার সে লক্ষ্যে কাজ করছে। পাটব্যাগ বাজারে সহজলভ্য করতে উদ্যোগী সরকার।’

মতবিনিময়কালে বাজার প্রতিনিধিরা পাটব্যাগ সরবরাহ নিশ্চিত করার কথা ও কম দামে ব্যাগের চাহিদার কথা জানান। একইসঙ্গে পলিথিন ব্যাগ উৎপাদন রোধের মত দেন।

এ সময় উত্তরা-বাড্ডা কাঁচাবাজার সভাপতি হাজী আব্দুল হালিম বলেন, ‘বিভিন্ন সাইজের ব্যাগের সরবরাহ দিতে হবে। এ জন্য ডিলার রাখলে পাটব্যাগ পাওয়া সহজ হবে।’

সভায় সভাপতি বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রউফ বলেন, ‘পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন-২০১০ বাস্তবায়নের লক্ষ্যে দেশব্যাপী পলিথিনের বিকল্প হিসেবে পাটব্যাগ প্রচলন করতে উদ্যোগী ভূমিকা রাখছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়। সে লক্ষ্যে আমরা উপদেষ্টার নির্দেশে কাজ করছি।’

এ সময় আরো ছিলেন– মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আরিফুর রহমান খান, অতিরিক্ত সচিব মো. সেলিম খান, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আব্দুর রহিম খান, জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টারের মহাপরিচালক জিনাত আরা, টিসিবির মহাপরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সল আজাদ, বাণিজ্য ও বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অন্যান্য প্রতিনিধিসহ ঢাকা মহানগরের বাজার প্রতিনিধিরা।

ঢাকা/আসাদ/এনএইচ

সম্পর্কিত নিবন্ধ