পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুট দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার নির্বিঘ্ন করতে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে স্থানীয় প্রশাসন ও ঘাট কতৃপক্ষ। 

যাত্রী ও যানবাহন নির্বিঘ্নে পারাপারের জন্য ১৭টি ফেরি ও ২০টি লঞ্চ চলাচল করবে।

‌সোমবার (১৭ মার্চ) সকা‌লে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ঈদুল ফিতর উপলক্ষে ফেরি ও লঞ্চসহ বিভিন্ন নৌযান সুষ্ঠুভাবে চলাচল ও ঘাটের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে অনুষ্ঠিত সমন্বয় সভায় এতথ্য জানা‌নো হয়।

সভায় বলা হয়, দৌলত‌দিয়ায় ৭‌টি ঘা‌টের ম‌ধ্যে ৩টি ঘাট প্রস্তুত রাখা হ‌য়ে‌ছে। ১৭টি ফেরি ও ২০টি লঞ্চ চলাচল কর‌বে। যানবাহনের বাড়তি চাপ কমাতে ঈদের তিন দিন আগে ও পরে বন্ধ থাকবে পণ্যবাহী ট্রাক পারাপার। যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া, চাঁদাবাজি, অজ্ঞানপা‌র্টি বন্ধে কঠোর নজরদারিতে থাকবে আইনশৃঙ্খলা বাহিনী। এ ছাড়াও মে‌ডি‌কেল টিমসহ নেওয়া হ‌য়ে‌ছে নানা উ‌দ্যোগ।

জেলা প্রশাসক সুলতানা আক্তা‌রের সভাপ‌তি‌ত্বে এ সভায় উপ‌স্থিত ছি‌লেন সি‌ভিল সার্জন ডা.

এস এম মাসুদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), মো. ইমরুল হাসান, অ‌তি‌রিক্ত পু‌লিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) শরীফ আল রা‌জিব, বিআইডব্লিউটিএ উপ-পরিচালক (বন্দর কর্মকর্তা) মো. সেলিম হোসেন, বিআইডব্লিউটিসি দৌলত‌দিয়া ঘাট শাখার ব্যবস্থাপক মো. সালাহউ‌দ্দিন, বিআইডব্লিউটিএ-সড়ক পরিবহন মালিক গ্রুপের প্রতিনিধি, গণমাধ্যমকর্মীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। 

ঢাকা/আউয়াল/টিপু

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

পহেলা বৈশাখে আজ রাজধানীর যান চলাচলের নির্দেশনা

পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষ্যে সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা ও আশপাশের এলাকাগুলোর সড়কে যান চলাচল নিয়ন্ত্রণে বেশ কিছু রাস্তা বন্ধ বা রোড ডাইভারশন দেওয়া হবে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

গত শনিবার ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সই করা গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও আনন্দ উচ্ছ্বাসে আগামী ১৪ এপ্রিল বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ উদযাপিত হবে। এ উপলক্ষ্যে নিম্নলিখিত ট্রাফিক নির্দেশনাগুলো মেনে চলার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে অনুরোধ করা হলো।

ডাইভারশন বা ব্যারিকেড পয়েন্টগুলো হলো

১৪ এপ্রিল (সোমবার) ভোর ৫টা থেকে রমনা পার্ক (রমনা বটমূল), সোহরাওয়ার্দী উদ্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা ও আশপাশের নিম্নলিখিত এলাকার সড়কে যান চলাচল নিয়ন্ত্রণ করার লক্ষ্যে রাস্তা বন্ধ বা রোড ডাইভারশন দেওয়া হবে।

১. বাংলামোটর ক্রসিং/নেভি গ্যাপ।
২. পুলিশ ভবন ক্রসিং।
৩. সুগন্ধা ক্রসিং।
৪. কাকরাইল চার্চ ক্রসিং।
৫. কদমফোয়ারা ক্রসিং।
৬. হাইকোর্ট ক্রসিং (পূর্ব ও দক্ষিণ)।
৭. দোয়েল চত্বর ক্রসিং।
৮. রমনা ক্রসিং। 
৯. ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিক্যাল সেন্টার।
১০. জগন্নাথ হল ক্রসিং।
১১. ভাস্কর্য ক্রসিং।
১২. নীলক্ষেত ক্রসিং।
১৩. কাটাবন ক্রসিং।

গাড়ি চলাচলের দিকনির্দেশনা

রমনা পার্ক (রমনা বটমূল), সোহরাওয়ার্দী উদ্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ডাইভারশন পয়েন্টগুলো ব্যতীত নিম্নলিখিত রাস্তাগুলোতে যানবাহন চলাচল করবে। রাস্তাগুলো হলো-

১. মিরপুর-ফার্মগেট থেকে শাহবাগ অভিমুখী যাত্রীবাহী যানবাহন বাংলামোটর ক্রসিংয়ে বামে মোড় নিয়ে মগবাজার ক্রসিং হয়ে গন্তব্যে পৌঁছাবে।

২. গোলাপশাহ মাজার ক্রসিং-হাইকোর্ট ক্রসিং থেকে শাহবাগ অভিমুখী যাত্রীবাহী যানবাহন কদমফোয়ারা ক্রসিং-ইউবিএল ক্রসিং-নাইটিংগেল ক্রসিং হয়ে গন্তব্যে পৌঁছাবে।

৩. সায়েন্সল্যাব ক্রসিং থেকে শাহবাগ অভিমুখী যাত্রীবাহী যানবাহন মিরপুর রোড দিয়ে আজিমপুর ক্রসিং-চানখাঁরপুল ক্রসিং-বকশীবাজার ক্রসিং হয়ে গন্তব্যে পৌঁছাবে।

গাড়ি পার্কিং স্থান

১. নেভি গ্যাপ থেকে হলি ফ্যামিলি হাসপাতাল পর্যন্ত।
২. মৎস্যভবন ক্রসিং থেকে সেগুনবাগিচা পর্যন্ত (আইনশৃঙ্খলা বাহিনীর গাড়িগুলো)।
৩. শিল্পকলা অ্যাকাডেমি গলি (আইনশৃঙ্খলা বাহিনীর গাড়িগুলো)।
৪. কাঁটাবন ক্রসিং থেকে নীলক্ষেত ক্রসিং হয়ে পলাশী ক্রসিং পর্যন্ত।
৫. দোয়েল চত্বর ক্রসিং থেকে শহীদুল্লাহ হল ক্রসিং পর্যন্ত।
৬. আব্দুল গনি রোড।

সম্পর্কিত নিবন্ধ

  • আনন্দ শোভাযাত্রায় দেখা মিলল রবীন্দ্রনাথ নজরুল লালনের
  • চড়ক মেলায় মেতে উঠেছিল নাটোরের শংকরভাগ 
  • কুমারখালীতে অন্যরকম আনন্দ শোভাযাত্রা
  • নববর্ষেও বাংলাদেশের মানুষ ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ: দুলু
  • আনন্দ শোভাযাত্রায় রবীন্দ্রনাথ-নজরুল-মীর মশাররফ-লালন
  • আনন্দ শোভাযাত্রায় রবীন্দ্রনাথ-নজরুল-মীর মশাররফ-লালন, মুগ্ধ দর্শনার্থীরা
  • পহেলা বৈশাখে গ্রাম বাংলার হারিয়ে যাওয়া লাঠি খেলা
  • মুন্সীগঞ্জে বিএনপির আনন্দ শোভাযাত্রায় সংঘর্ষ
  • হালখাতা আছে, নেই নিমন্ত্রণ
  • পহেলা বৈশাখে আজ রাজধানীর যান চলাচলের নির্দেশনা