কুড়িগ্রামে দরিদ্রদের জন্য চাল বিতরণের তালিকা নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ৮
Published: 17th, March 2025 GMT
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় অসহায় ও দরিদ্রদের জন্য চাল বিতরণ কর্মসূচির তালিকা নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত আটজন আহত হয়েছেন। গতকাল রোববার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বড়ভিটা ইউনিয়নের বড়ভিটা বাজারে এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন উপজেলার বড়ভিটা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবদুল জলিল, বড়ভিটা গ্রামের হাফিজুর রহমান, মুসা মিয়া, শাহারুল, মোকছেদুল হক ও চন্দ্রখানা গ্রামের বাবু মিয়া, আবদুল জলিল ও জিয়াউর রহমান।
স্থানীয় সূত্রে জানা যায়, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দরিদ্রদের মধ্যে ১০ কেজি করে চাল বিতরণের লক্ষ্যে উপকারভোগীদের তালিকার কাজ শুরু করে ইউনিয়ন পরিষদ। গতকাল দুপুরে উপজেলা বিএনপির সাবেক সভাপতি নজির হোসেনের অনুসারী ও বড়ভিটা ইউনিয়ন বিএনপির সভাপতি বাদল সরদারের নেতৃত্ব কয়েক নেতা-কর্মী ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যদের কাছে গিয়ে উপকারভোগীদের নামের তালিকা দেখতে চান। সেই সঙ্গে নিজেদের নেতা-কর্মী ও সমর্থকদের জন্য মোট এক হাজারটি স্লিপ চান। এ সময় তালিকা ও স্লিপ না পেয়ে ইউপি সচিব ও সদ্যদের ইউনিয়ন পরিষদ থেকে বের করে দিয়ে তালা লাগিয়ে দেন তাঁরা।
ইউনিয়ন পরিষদটির সচিব বাবুল হোসেন বলেন, ‘গতকাল দুপুরের পর ইউনিয়ন বিএনপির সভাপতি বাদল সরদার ১৫-২০ জন লোক নিয়ে এসে আমাকে অফিস থেকে বের হয়ে যেতে বলেন। আমি বেরিয়ে এলে তাঁরা কক্ষে ও ইউনিয়ন পরিষদের গেটে তালা লাগিয়ে দেন। পরে আমি ইউএনওকে বিষয়টি জানিয়ে বাসায় চলে এসেছি।’
এ ঘটনায় উপজেলা বিএনপির নেতা-কর্মীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়। অনেকেই বিষয়টির নিন্দা ও সমালোচনা করেছেন। পরে বিষয়টির মীমাংসা করতে গতকাল সন্ধ্যায় বড়ভিটা বাজারে যান নজির হোসেনের ছেলে আরিফুল ইসলাম। সেখানে প্রতিপক্ষ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবদুল মান্নানের সমর্থকদের সঙ্গে আরিফুল ও তাঁর সমর্থকদের মধ্যে ইউনিয়ন পরিষদের ঘটনাটি নিয়ে কথা-কাটাকাটি ও সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের অন্তত আটজন আহত হন।
নজির হোসেন বলেন, ‘বাদল সরদার স্থানীয় কয়েকজন নেতা-কর্মীকে নিয়ে ইউনিয়ন পরিষদে গিয়ে চাল বিতরণের তালিকা দাবি করেন। তালিকা না পেয়ে ইউপি সদস্য ও সচিবকে সেখান থেকে বের করে দিয়ে ইউনিয়ন পরিষদে তালা ঝুলিয়ে দেন তাঁরা। এ ঘটনাকে কেন্দ্র করে আবদুল মান্নানের লোকজন আমার ছেলে ও সমর্থকদের ওপর হামলা চালান। আমার পাঁচজন সমর্থক আহত হয়ে চিকিৎসাধীন আছেন।’
উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবদুল মান্নান হামলার ঘটনাটিকে দুঃখজনক উল্লেখ করে বলেন, ‘দরিদ্রদের জন্য বিতরণ কর্মসূচির চালের তালিকাকে কেন্দ্র করে দলের নেতা-কর্মীদের ওপর হামলার ঘটনা খুবই দুঃখজনক। যার যার স্বার্থ ছিল, তারাই আক্রমণের সঙ্গে জড়িয়েছে। এতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। এখন উপজেলা কমিটি নেই। তাই আমি রাতেই জেলার নেতাদের বিষয়টি জানিয়েছি।’
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুনুর রশীদ জানান, এ বিষয়ে কোনো পক্ষই অভিযোগ দেয়নি।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: সমর থকদ র ব এনপ র স চ ল ব তরণ র জন য উপজ ল আবদ ল গতক ল ব ষয়ট
এছাড়াও পড়ুন:
খুলনায় উৎসবমুখর পরিবেশে বাংলা বর্ষবরণ
উৎসব মুখর পরিবেশে খুলনায় সোমবার বাংলা নববর্ষ বরণ করা হয়েছে। এ উপলক্ষে উদীচী শিল্পী গোষ্ঠী সকাল ৭টায় সার্কিট হাউজ সংলগ্ন টেনিস কমপ্লেক্সে বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করে। ছিল গান, নাচ, আবৃত্তি ও শোভাযাত্রা। অনুষ্ঠানে যোগ দেন সাংস্কৃতিক কর্মীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।
খুলনা জেলা প্রশাসন সকাল ৮টায় রেলওয়ে স্টেশন থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে। শোভাযাত্রাটি শহীদ হাদিস পার্কে গিয়ে শেষ হয়। এরপর সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান ও লোকজ মেলার আয়োজন করা হয়। অনুষ্ঠানে খুলনা বিভাগীয় কমিশনার মো. ফিরোজ সরকার, জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম, পুলিশ সুপার টিএম মোশাররফ হোসেন উপস্থিত ছিলেন।
খুলনা বিশ্ববিদ্যালয়ে সকাল সোয়া ৭টায় বর্ষ আবাহন, সকাল ৯টায় কেন্দ্রীয় মাঠে মেলার উদ্বোধন, সকাল ১০টায় শোভাযাত্রা, পরে লাঠিখেলা ও ম্যাজিক শো এবং বিকালে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। মেলার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম। মেলায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছাড়াও আশপাশের এলাকার লোকজন জড়ো হন।
বিএনপি সকাল ৭টায় দলীয় কার্যালয়ের সামনে সাংস্কৃতিক অনুষ্ঠান, পান্তা উৎসব ও ১০টায় র্যালির আয়োজন করে। অনুষ্ঠানে মহানগর বিএনপির সভাপতি শফিকুল আলম মনা ও সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এছাড়া বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তর, খুলনা সাংবাদিক ইউনিয়নসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন দিনভর নানা অনুষ্ঠানের আয়োজন করে। নগরীর পার্ক, নদীর ঘাটসহ বিনোদন স্পটগুলোতে দিনভর ছিল তরুণ-তরুণীদের উপচেপড়া ভিড়।