রাজশাহীতে মাদক ব্যবসায়ীদের হামলায় আবু হানিফ নামের এক পুলিশ কনস্টেবল আহত হয়েছেন। রবিবার (১৬ মার্চ) রাত পৌনে ৯টায় রাজশাহীর চারঘাট উপজেলার মাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।

আবু হানিফ জেলা পুলিশের গোয়েন্দা শাখায় (ডিবি) কর্মরত। রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র ও বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘‘গত রাতে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল মাড়িয়া গ্রামে মাদকবিরোধী অভিযানে যায়। এ সময় মাদক ব্যবসায়ীরা সংঘবদ্ধ হয়ে পুলিশ সদস্যদের ওপর হামলা চালায়। এতে পুলিশ কনস্টেবল আবু হানিফ আহত হয়েছেন। এ সময় তাকে বাঁচাতে এগিয়ে এসে আহত হয়েছেন সজীব নামের এক যুবক।’’

রফিকুল আলম বলেন, ‘‘থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চার মাদক ব্যবসায়ীকে আটক করেছে। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বিরুদ্ধে মামলা হবে। এছাড়া, পুলিশের ওপর হামলার ঘটনায় আলাদা মামলা হবে।’’

ঢাকা/কেয়া/রাজীব

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ও লুবানা জেনারেল হাসপাতালের মধ্যে চুক্তি

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক এবং লুবানা জেনারেল হাসপাতাল লিমিটেডের মধ্যে সম্প্রতি পে-রোল ব্যাংকিং চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ আল-মামুন এবং হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শাহ জহিরুল ইসলাম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

এ সময় লুবানা জেনারেল হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সোহরাওয়ার্দী উপস্থিত ছিলেন। চুক্তির আওতায় প্রতিষ্ঠানটির কর্মকর্তারা ব্যাংকের পে-রোল প্রিভিলেজ সার্ভিস (এপিপিএস) এর বিশেষ সুবিধা পাবেন।

অনুষ্ঠানে ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রফিকুল ইসলাম, মোহাম্মদ মজিবুর রহমান, এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোজাহারুল ইসলাম চৌধুরী, গাজী মোস্তাফিজুর রহমান ও লুবানা জেনারেল হাসপাতাল লিমিটেডের ম্যানেজার আপেল মাহমুদ, চিফ অ্যাকাউন্ট অফিসার শরিফুল ইসলাম রাসেল এবং উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ঢাকা/সাজ্জাদ/এসবি

সম্পর্কিত নিবন্ধ