নাহিদদের পিএসএলে যাওয়া উচিত, মনে করেন নাজমুল
Published: 17th, March 2025 GMT
বাংলাদেশের ক্রিকেটাররা বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুযোগ পান কম। পেলেও বিসিবির কাছ থেকে অনাপত্তিপত্র পেতে দেখে যায় না খুব একটা। এ নিয়ে অনেক আলোচনা-সমালোচনা হয় নিয়মিতই।
১১ এপ্রিল শুরু হবে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) এবারের আসর। এই টুর্নামেন্টের ড্রাফট থেকে বাংলাদেশের নাহিদ রানা, লিটন দাস ও রিশাদ হোসেন সুযোগ পেয়েছেন। তবে একই সময়ে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ থাকায় কিছুটা অনিশ্চয়তা রয়েছে পিএসএলে তাঁদের খেলা নিয়ে।
গত পরশু বিসিবি সভাপতি ফারুক আহমেদ অবশ্য জানিয়েছেন, এখনো তাঁদের কাছে অনপাত্তিপত্রের জন্য আবেদন করেননি কেউ। তবে এ ধরনের টুর্নামেন্টে ক্রিকেটারদের যাওয়া উচিত বলে মনে করেন জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন।
আরও পড়ুনজিম্বাবুয়ে আসছে, নাহিদের পিএসএলে খেলতে যাওয়া কি আটকে যাচ্ছে০৯ মার্চ ২০২৫চলমান ঢাকা প্রিমিয়ার লিগে আবাহনীতে খেলছেন নাজমুল। আলোচিত ফাস্ট বোলার নাহিদকে সেখানে সতীর্থ হিসেবে পেয়েছেন তিনি। নাহিদের পিএসএলে খেলা নিয়ে আজ মিরপুরে সাংবাদিকদের বাংলাদেশ অধিনায়ক বলেছেন, ‘আমার মনে হয়, এই ধরনের টুর্নামেন্টে খেলা উচিত। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট অবশ্যই খেলা উচিত। তবে এটা পুরোটা নির্ভর করবে ক্রিকেট বোর্ড, কোচ, অধিনায়ক—সবকিছুর ওপর।’
পিএসএলে দল পেয়েছেন লিটনও.উৎস: Prothomalo
কীওয়ার্ড: প এসএল
এছাড়াও পড়ুন:
বাবরের পিএসএল শুরু শূন্যতে, আমিরের বলে কুপোকাত
গুড লেংথের বল। মোহাম্মদ আমিরের করা বলটি পিচে পড়েই কিছুটা থেমে আসছিল। ব্যাটসম্যান বাবর আজম বলটি পড়তে পারেননি। সামনের পায়ে ড্রাইভ খেলতে গিয়ে বল তুলে দেন শর্ট এক্সট্রা কাভারে থাকা ফিল্ডারের হাতে। তাতে পিএসএলে নিজের প্রথম ম্যাচে বাবর ফিরেছেন শূন্য হাতে।
বিস্তারিত...