চুলের ক্ষতি ও ভেঙে যাওয়া

নিয়মিত চুল রং করার সবচেয়ে বড় পার্শ্বপ্রতিক্রিয়া হলো চুল দ্রুত নষ্ট হয়ে যায়। বেশির ভাগ হেয়ার ডাই তৈরি হয় তীব্র রাসায়নিক পদার্থ দিয়ে। অ্যামোনিয়া ও হাইড্রোজেন পার-অক্সাইড–জাতীয় রাসায়নিক পদার্থ মাথার ত্বক বা স্ক্যাল্পের প্রাকৃতিক তেল শুষে নেয়। ফলে সময়ের সঙ্গে সঙ্গে চুল দুর্বল হয়ে পড়ে, চুল ভাঙতে শুরু করে। অনেকে চুল রং করার আগে চুল ব্লিচ করে নেন, নিয়মিত ব্লিচ করলে চুলের গোড়া ফেটে যেতে শুরু করে।

মাথার ত্বকে জ্বালাপোড়া

চুলের রঙের রাসায়নিক উপাদানের কারণে মাথার ত্বকে জ্বালাপোড়া হতে পারে। চুলকানি, অ্যালার্জিও দেখা দেয় কারও কারও। চুল রং করার পর মাথার ত্বকে জ্বালাপোড়া কিংবা চুলকানি শুরু হলে ধরে নেবেন আপনার মাথার ত্বক হেয়ার ডাইটি সহ্য করতে পারছে না।

রাসায়নিক উপাদানের প্রভাবে গোড়া থেকে চুল পাতলা হতে শুরু করে.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

৪৩ বছরেই চলে গেলেন কান পুরস্কার পাওয়া অভিনেত্রী

কান চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেত্রীর পুরস্কার পাওয়া বেলজিয়ান অভিনেত্রী এমিলি দ্যকেন মারা গেছেন। গতকাল ফ্রান্সের এক হাসপাতালে ৪৩ বছর বয়সী অভিনেত্রীর মৃত্যু হয়।

২০২৩ সালে অভিনেত্রী জানিয়েছিলেন, তিনি বিরল ক্যানসারে আক্রান্ত। শেষ হলো ক্যানসারের সঙ্গে তাঁর দুই বছরের ‘লড়াই’।

কানে পুরস্কার পাওয়ার পর দারদেন ভ্রাতৃদ্বয়ের সঙ্গে এমিলি দ্যকেন। এএফপি ফাইল ছবি

সম্পর্কিত নিবন্ধ