বৈষম্যবিরোধী আন্দোলনকালে রাজধানীর বাড্ডা থানাধীন এলাকায় রফিকুল ইসলাম হত্যা মামলায় সাবেক মন্ত্রী শাজাহান খানের পর এবার তার ছেলে আসিবুর রহমানের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (১৭ মার্চ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ আজহারুল ইসলাম শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন। 

মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের অ্যান্টি টেরোরিজম ইউনিটের পরিদর্শক শফিউল আলম তার পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। শুনানিকালে তাকে আদালতে হাজির করা হয়।

রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন। আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত তার চার দিনের রিমান্ডের আদেশ দেন।

এর আগে একই মামলায় আসিবুর রহমানের বাবা শাজাহান খানেরও চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

গত বছরের ১৯ জুলাই রাজধানীর উত্তর বাড্ডায় বিসমিল্লাহ হোটেলের পাশে বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নেন রফিকুল ইসলাম। সেখানে গুলিতে আহত হন তিনি। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় গত ২৭ সেপ্টেম্বর নিহতের মামা পরিচয়ে লুৎফুর রহমান বাদী হয়ে মামলা দায়ের করেন। 

ঢাকা/মামুন/রফিক

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

গ্রাহকদের সম্মানে র‍্যাঙ্কস পেট্রোলিয়ামের আয়োজনে ইফতার

ইন্ডাস্ট্রিয়াল, নন-ইন্ডাস্ট্রিয়াল এবং পাওয়ারপ্ল্যান্টের লুব্রিকেন্টের গ্রাহকদের সম্মানে বাংলাদেশে শেল লুব্রিক্যান্টের একমাত্র ম্যাক্রো ডিস্ট্রিবিউটর র‍্যাঙ্কস পেট্রোলিয়াম লিমিটেডের আয়োজনে ইফতার, দোয়া মাহফিল এবং নৈশভোজ অনুষ্ঠিত হয়েছে।

সম্প্রতি রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এই ইফতার ও নৈশভোজ অনুষ্ঠিত হয়।

এ সময়ে র‍্যাঙ্কস পেট্রোলিয়াম লিমিটেডের ডিভিশনাল ডিরেক্টর ইমরান জামান খান এবং অন্যান্য শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশে শেল লুব্রিক্যান্টের একমাত্র ম্যাক্রো ডিস্ট্রিবিউটর র‍্যাঙ্কস পেট্রোলিয়াম লিমিটেড। গ্রাহকবান্ধব প্রতিষ্ঠান হিসেবে র‍্যাঙ্কস পেট্রোলিয়ামের সুনাম রয়েছে। দুই দিনব্যাপী আয়োজিত ইফতার, দোয়া মাহফিল এবং নৈশভোজ তাই পরিণত হয়েছিল মিলনমেলায়।  

র‍্যাঙ্কস পেট্রোলিয়াম লিমিটেড বাংলাদেশের সর্ববৃহৎ ফিনিশড লুব আমদানিকারক। বিশ্বমানের লুব্রিক্যান্ট এবং অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে, শেল দেশব্যাপী ইন্ডাস্ট্রিয়াল, নন-ইন্ডাস্ট্রিয়াল, পাওয়ারপ্ল্যান্ট এবং মোটরযান লুব্রিকেন্টের গ্রাহকদের সকল ধরনের লুব্রিকেন্টের চাহিদা পূরণ করে। বিগত ১৮ বছর ধরে শেল বিশ্বের ১ নম্বর লুব্রিক্যান্ট সরবরাহকারী প্রতিষ্ঠান।

ঢাকা/হাসান/এনএইচ

সম্পর্কিত নিবন্ধ