বগুড়ায় ধর্ষণ ও ধর্ষণচেষ্টার অভিযোগে একজন গ্রেপ্তার
Published: 17th, March 2025 GMT
বগুড়ার কাহালু উপজেলায় ৬ বছরের এক শিশুকে ধর্ষণ ও সমবয়সী আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে করা মামলার একমাত্র আসামি নুর ইসলামকে (৪০) গ্রেপ্তার করা হয়েছে। বগুড়া জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) ও কাহালু থানার পুলিশের যৌথ দল গতকাল রোববার রাত সাড়ে ৯টায় উপজেলার পাইকর ইউনিয়নের শাহানাপাড়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে।
নুর ইসলাম উপজেলার একটি আবাসন প্রকল্পের বাসিন্দা। তাঁর বিরুদ্ধে ১২ মার্চ আবাসনের একটি ব্যারাকে এক শিশুকে ধর্ষণ এবং অন্য শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। মেয়েকে ধর্ষণের অভিযোগে এক মা বাদী হয়ে গত শুক্রবার কাহালু থানায় ধর্ষণ ও নারী নির্যাতন দমন আইনে নুর ইসলামের বিরুদ্ধে মামলা করেন। ঘটনার পর থেকে নুর ইসলাম পলাতক ছিলেন।
মামলার এজাহার থেকে জানা যায়, গত বুধবার দুই শিশুকে কৌশলে শোবার ঘরে ডেকে নিয়ে এক শিশুকে ধর্ষণ এবং অপর শিশুকে ধর্ষণের চেষ্টা করেন নুর ইসলাম। এ কথা কাউকে জানালে মেরে ফেলার ভয় দেখান। একটি শিশু অসুস্থ হয়ে পড়লে ঘটনাটি জানাজানি হয়। তখন পরিবারের পক্ষ থেকে থানায় মামলা করা হয়।
বগুড়া জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার বলেন, গ্রেপ্তার আসামিকে আজ সোমবার আদালতে হাজির করা হবে।
শ্লীলতাহানি চেষ্টার অভিযোগে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
শ্লীতাহানির চেষ্টার অভিযোগে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
এদিকে বগুড়ার ধুনট উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে এক নারী শিক্ষককে শ্লীতাহানির চেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় নুরুল ইসলাম (৪৮) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বিকেলে নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। নুরুল ইসলামের বাড়ি উপজেলা সদরের বেলকুচি গ্রামে। তিনি ধুনট সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারী স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। বিদ্যালয়ে যাতায়াতের পথে তাঁকে দীর্ঘদিন ধরে উত্যক্ত করে আসছিলেন নুরুল ইসলাম। ৫ মার্চ বিকেলে বিদ্যালয় থেকে ফেরার পথে তাঁকে আবারও উত্যক্ত করেন ও কুপ্রস্তাব দেন নুরুল ইসলাম। এ সময় নুরুল ইসলামের অপকর্ম মুঠোফোনে ধারণ করেন ওই শিক্ষক। এতে নুরুল ইসলাম ক্ষুব্ধ হন। পরে বিদ্যালয়–সংলগ্ন দোকান থেকে ওষুধ কিনে ফেরার পথে ওই নারী শিক্ষকের শ্লীলতাহানির চেষ্টা চালান নুরুল ইসলাম। এ সময় তাঁর চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এলে নুরুল ইসলাম কৌশলে পালিয়ে যান। এ ঘটনায় ১০ মার্চ ওই শিক্ষক বাদী হয়ে নুরুল ইসলামের বিরুদ্ধে ধুনট থানায় মামলা করেন।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, স্কুলশিক্ষককে শ্লীলতাহানির চেষ্টার মামলায় একমাত্র আসামি নুরুল ইসলামকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: গ র প ত র কর ন র ল ইসল ম ন র ইসল ম ইসল ম র উপজ ল
এছাড়াও পড়ুন:
ব্যাচেলর পয়েন্টের ‘পলি চেয়ারম্যান’ খ্যাত গুলশান আরা মারা গেছেন
নাটক ও সিনেমার পরিচিত মুখ অভিনেত্রী গুলশান আরা আহমেদ মারা গেছেন। মঙ্গলবার (১৫ এপ্রিল) ভোর ৬টা ৪০ মিনিটে মৃত্যু হয়েছে তার।
তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছন পরিচালক এম রাহিম। তিনি জানান, শ্রদ্ধেয় শুলশান আরা আহমেদ আজ আজ সকালে ইন্তেকাল করেছেন। জংলি আপনার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবি। আপনি আজীবন আমাদের পরিবারেরই একজন হয়ে থাকবেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন পরিচালক কাজল আরেফিন অমি। পোস্ট করে তিনি লিখেছেন, ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমাদের গুলশান আরা আহমেদ আপা আপা আজ সকাল ৬:৪০-এ ইন্তেকাল করেছেন।’
অমি আরও লিখেছেন, ‘ব্যাচেলর পয়েন্টে উনি কাবিলার আম্মা, নোয়াখালীর চেয়ারম্যান চরিত্রে অভিনয় করেছেন। আপনাকে আমরা মিস করবো আপা। আল্লাহ পাক ওনাকে জীবনের সমস্ত গুনাহ মাফ করে, জান্নাতুল ফেরদৌস নসিব করুক। আমিন।’
জানা গেছে, হঠাৎ হার্ট অ্যাটাক করেছিলেন অভিনেত্রী। দ্রুতই লাইফ সাপোর্টে নেওয়া হয়। তবে শেষ পর্যন্ত বাঁচানো যায়নি। গুলশান আরা আহমেদের ফেসবুক আইডি থেকে মাঝরাতে লেখা হয়, ‘আমার আম্মু গুলশান আরা আহমেদ আইসিইউতে লাইফ সাপোর্টে আছেন, হার্ট অ্যাটাক এবং হার্ট ফেইলিউরের জন্য। আপনার সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন।’
পরে শোনা যায় মৃত্যুর খবর, অর্থাৎ লাইফ সাপোর্ট থেকে আর ফেরানো যায়নি তাকে। ভোরে তাঁর মৃত্যুর খবরটি নিশ্চিত করা হয়। ব্রাহ্মণবাড়িয়ায় অভিনেত্রীকে দাফন করা হবে। অভিনেত্রীর বোনের ছেলে অভিনেতা আর এ রাহুল জানিয়েছেন, যুক্তরাষ্ট্রে মারা গেছেন অভিনেত্রী। তার লাশ দেশে আনার প্রক্রিয়া চলছে।
গুলশান আরা ২০০২ সালে বাংলাদেশ টেলিভিশনে একজন তালিকাভুক্ত শিল্পী হিসেবে টিভি নাটকে যাত্রা শুরু করেন। তবে নিজেকে একজন চলচ্চিত্র অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন। সেই ইচ্ছা থেকেই গুলশান আরা প্রথম অভিনয় করেন প্রয়াত এনায়েত করিম পরিচালিত ‘কদম আলী মাস্তান’ চলচ্চিত্রে। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। দর্শকদের উপহার দিয়েছেন ‘চরিত্র’, ‘ডনগিরি’, ‘ভালোবাসা আজকাল’, ‘পোড়ামন’ এর মতো জনপ্রিয় সব ছবি।