গত ১৯ ফেব্রুয়ারি আইফোন ১৬ সিরিজের নতুন মডেল ‘আইফোন ১৬ই’ আনার ঘোষণা দেয় অ্যাপল। এরপর ২৮ ফেব্রুয়ারি থেকে নতুন মডেলের আইফোনটির বিক্রি কার্যক্রম শুরু করে প্রতিষ্ঠানটি। কিন্তু বাজারে আসার ১৫ দিনের মধ্যেই আইফোন ১৬ই নিয়ে ব্যবহারকারীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। ব্যবহারকারীদের অভিযোগ, আইফোন ১৬ই মডেলে থাকা ব্লুটুথ প্রযুক্তি ঠিকমতো কাজ করছে না। ব্লুটুথ সংযোগজনিত এ সমস্যার কারণে গান শোনার সময় হঠাৎই এয়ারপডের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে।

আইফোন ১৬ই মডেলে থাকা ব্লুটুথ সংযোগজনিত সমস্যা নিয়ে বিভিন্ন প্রযুক্তি ফোরাম ও সামাজিক যোগাযোগমাধ্যমে অসংখ্য অভিযোগ উঠেছে। বেশ কয়েকজন ব্যবহারকারী জানিয়েছেন, একাধিক ব্লুটুথ ডিভাইস যুক্ত থাকলে আইফোন ১৬ই মডেলের ব্লুটুথ প্রযুক্তি কাজ করছে না। বিশেষ করে অ্যাপল ওয়াচ ও এয়ারপড একসঙ্গে ব্যবহারের সময় এ সমস্যা বেশি হচ্ছে।

আরও পড়ুননতুন আইফোনের ঘোষণা দিল অ্যাপল, দাম কত২০ ফেব্রুয়ারি ২০২৫

জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ‘রেডিট’-এ একজন ব্যবহারকারী জানিয়েছেন, আইফোন ১৬ই মডেলে ফিটবিট ব্যান্ড যুক্ত থাকলে ব্লুটুথ অডিওতে সমস্যা হচ্ছে। ব্যাকগ্রাউন্ড থেকে ফিটবিট অ্যাপ বন্ধ করেও সমস্যার সমাধান হয়নি। তবে আইফোন থেকে ফিটবিট ব্যান্ডটি আনপেয়ার করার পর সমস্যা দূর হয়েছে। অন্যদিকে বেশ কয়েকজন ওউরা স্মার্ট রিং ব্যবহারকারী অভিযোগ করেছেন, তাদের আইফোনেও একই ধরনের সমস্যা হচ্ছে। তবে ব্যাকগ্রাউন্ড থেকে ওউরা অ্যাপ বন্ধ করলে সমস্যা কিছুটা কম হয়।

আরও পড়ুনআইফোন চার্জ করার সময় স্পর্শ করলেই ইলেকট্রিক শক করছে, অভিযোগ একাধিক ব্যবহারকারীর১৪ জানুয়ারি ২০২৫

প্রযুক্তিপণ্য বাজারে আসার পর অনেক সময় কিছু ত্রুটি ধরা পড়ে, যা পরবর্তী সফটওয়্যার হালনাগাদের মাধ্যমে ঠিক করা হয়। তবে আইফোন ১৬ই মডেলে থাকা সমস্যাটি সফটওয়্যার না হার্ডওয়্যারজনিত তা জানা যায়নি। অ্যাপলও এখন পর্যন্ত এ সমস্যার বিষয়ে কোনো মন্তব্য করেনি।

সূত্র: বিজিআর

আরও পড়ুনআইওএসের নতুন সংস্করণেও দ্রুত শেষ হয়ে যাচ্ছে আইফোনের ব্যাটারি০১ নভেম্বর ২০২৪.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ব যবহ র সমস য

এছাড়াও পড়ুন:

কানাডায় প্লাটিনাম অ্যাওয়ার্ড পেলেন রিয়েলটর মাহবুব ওসমানী

রিয়েল এস্টেট ব্যবসায় অবদানের জন্য কানাডায় প্লাটিনাম অ্যাওয়ার্ড পেলেন মাহবুব ওসমানী। সম্প্রতি টরন্টোর ডনমিলস রোড ও এগ্লিংটন এভিনিউ ইস্ট সংলগ্ন পার্কভিউ মেনোর বাঙ্কুয়েট হলে আয়োজিত রাইট এট হোম রিয়েলটি ব্রোকারেজের ডন মিলস শাখার কর্তাব্যক্তিরা আনুষ্ঠানিকভাবে তার হাতে এই অ্যাওয়ার্ড তুলে দেন।

এ সময় মাহবুব ওসমানীকে অভিনন্দন জানান ব্রোকারেজের প্রেসিডেন্ট জন লুসিঙ্ক, ম্যানেজিং ব্রোকার ইমরান জাইদি এবং এসিট্যান্ট ব্রাঞ্চ ম্যানেজার লরা মুরিয়েল।

অ্যাওয়ার্ড পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে ওসমানী বলেন, ‘এই অ্যাওয়ার্ডের সম্পূর্ণ কৃতিত্ব আমার ক্রেতা, বিক্রেতা, শুভাকাঙ্ক্ষী সকলেরই। তাদের প্রতি আমি অত্যন্ত কৃতজ্ঞ। বাড়ি কেনা-বেচার মত অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ের দায়িত্ব তারা আমাকে দিয়েছেন। আমার প্রতি তাদের অগাধ বিশ্বাস ছাড়া এই অ্যাওয়ার্ড অর্জন করা সম্ভব ছিল না’। সার্বিক সহযোগিতার জন্য ওসমানী তার বাবা-মা, স্ত্রী, পরিবার-স্বজনদেরও ধন্যবাদ জানান।

কানাডার বাংলাদেশিদের মধ্যে রিয়েলটর হিসেবে বেশ সুনাম অর্জন করেছেন মাহবুব ওসমানী। রিয়েল এস্টেটের পাশাপাশি বাংলাদেশি কমিউনিটির নানা সামাজিক, সাংগঠনিক ও সাংস্কৃতিক কর্মকান্ডেও অত্যন্ত সক্রিয় তিনি।

ওসমানী টরন্টো থেকে প্রকাশিত জনপ্রিয় সাপ্তাহিক বাংলামেইল পত্রিকায় রিয়েল এস্টেট নিয়ে নিয়মিত গুরুত্বপূর্ণ নিবন্ধ লেখেন। এছাড়াও টরন্টোর প্রথম ২৪ ঘণ্টার টিভি চ্যানেল এনআরবি টিভিতে 'প্রপার্টি গাই' নামে রিয়েল এস্টেট বিষয়ক তথ্যমূলক একটি অনুষ্ঠান সঞ্চালনা করেন তিনি। ২০১৬ সালে অভিবাসী হয়ে কানাডায় পাড়ি জমিয়েছিলেন ওসমানী।

সম্পর্কিত নিবন্ধ